ইডেন গার্ডেন্স: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
সম্পাদনা সারাংশ নেই
৬৮ নং লাইন:
* সর্বনিম্ন রান তাড়া করে হার = ১৬৭ (হায়দেরাবাদ , কলকাতা এর বিরুধ্যে ; হগ ২/১৭ (৪ ওভার))
 
ইডেন গার্ডেন্স ভারতের কলকাতায় অবস্থিত একটি ক্রিকেট খেলার মাঠ । এটি বেঙ্গল ক্রিকেট টীম এবং আইপিএল এর কলকাতা নাইট রাইডার এর হোম গ্রাউন্ড, এর পাশাপাশি এটি বিভিন্ন টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলার ভেন্যু হিসাবেও সম্যক পরিচিত ।<ref>{{cite web|url=http://zeenews.india.com/sports/softspot/historic-eden-garden-is-meant-for-bcci-cab-chief_4792.html|title=Historic Eden Garden is meant for BCCI: CAB chief|date=24 August 2007|work=india.com|accessdate=2 August 2016}}</ref> স্টেডিয়ামটির অধিকারী ইন্ডিয়ান আর্মি ।আর্মি।
 
==ইতিহাস এবং স্টেডিয়াম এর ধারণক্ষমতা==
৭৫ নং লাইন:
==উল্লেখযোগ্য ঘটনা==
* ১৯৪৬ সালে ইন্ডিয়া টীম এর সাথে অস্ট্রেলিয়ার একটি টেস্ট ম্যাচ এ ইন্ডিয়া টীম এর ফর্মে থাকা একজন খেলোয়াড় মুশতাক আলীকে বাদ দেওয়ার ঘটনায় সমর্থকরা অসন্তোষ প্রকাশ করে এবং পরবর্তীতে নির্বাচকরা তাকে খেলার জন্য পুনরায় দলে নিয়ে আসে।
* ১৯৬৬/৬৭ সালে ওয়েস্ট ইন্ডিজ ট্যুর এবং ১৯৬৯/৭০ সালে অস্ট্রেলিয়া ট্যুর এর সময় ইডেন গার্ডেন এ দাঙ্গা বিক্ষোভ প্রদর্শিত হয় ।হয়।
* ভেন্যুটিতে ১৯৮৭ সালের ঐতিহাসিক বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি অণুষ্ঠিত হয়, যে ম্যাচে অস্ট্রেলিয়া ইংল্যান্ডকে ৭ রানে পরাজিত করে ।করে।
* ১৯৯৯ সালে ইন্ডিয়ার অন্যতম ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার পাকিস্তানের শোয়েব আকতার দ্বারা বাঁধাপ্রাপ্ত হয়ে রান আউট হন । এ ঘটনায় দর্শকরা উত্তেজিত হয়ে বিক্ষোভ প্রদর্শন করে ।করে।
* ইডেন গার্ডেন্স ভেন্যুতে ১৯৯১ সালে একদিনের আন্তর্জাতিক ম্যাচে কপিল দেব শ্রীলঙ্কার বিরুদ্ধে হ্যাট্রিক করেন ।করেন।
 
==রেকর্ড==
* এ মাঠে অণুষ্ঠিত টেস্ট ম্যাচে সর্বোচ্চ রানের চারটি ম্যাচই ইন্ডিয়া দলের অধিকারে রয়েছে: ৬৫৭/৭ উইকেট ২০০১ সালে, ৬৪৩/৬ উইকেট ২০১০ সালে, ৬৩৩/৫ উইকেট ১৯৯৮ এবং ৬৩১/৭ উইকেট ২০১১ সাল ।সাল।
* ইডেন গার্ডেন্স এ অণুষ্ঠিত টেস্ট ম্যাচগুলোতে সর্বোচ্চ রানের অধিকারী ভি ভি এস লাক্সমান(১২১৭ রান), দ্বিতীয় রাহুল দ্রাবিড়(৯৬২ রান) এবং তারপর মোহাম্মদ আজাহারউদ্দিন(৮৬০ রান) । সর্বোচ্চ উইকেট লাভ করেছেন হরভজন সিং(৪৬ উইকেট), এরপর অনিল কুম্বলে(৪০ উইকেট) এবং বিশেন সিং বেদী(২৯ উইকেট)।
* এ মাঠে অণুষ্ঠিত একদিনের আন্তর্জাতিক ম্যাচে সর্বোচ্চ রানের গৌরব অর্জন করে ভারত, যারা ২০১৪ সালের একটি ম্যাচে ৫ উইকেটে ৪০৪ করে । দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংসটিও ইন্ডিয়াই খেলেছে, ২০০৯ সালের একটি ম্যাচে ইন্ডিয়া ৩ উইকেটে ৩১৭ রান করে ।তৃতীয় ও চতুর্থ সর্বোচ্চ রানের অধিকারী হলো শ্রীলংকা ক্রিকেট দল ।দল।
* এ স্টেডিয়ামটিতে অণুষ্ঠিত ওয়ান ডে ইন্টারন্যাশনাল ম্যাচগুলোর মধ্যে সর্বোচ্চ রানের অধিকারী ভারতের শচীন টেন্ডুলকার(৪৯৬ রান) দ্বিতীয় ও তৃতীয় যথাক্রমে আজাহারউদ্দিন(৩৩২ রান) ও অরবিন্দ ডি সিলভা । সর্বোচ্চ উইকেট নিয়েছেন অনিল কুম্বলে এবং কপিল দেব(প্রত্যেকেই ১৪ উইকেট করে নিয়েছেন)।
 
==সংস্কার==
২০১১ সালের বিশ্বকাপ ক্রিকেটকে সামনে রেখে ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে সংস্কার কাজ শুরু করা হয় । এ সংস্কারের উদ্দেশ্য ছিলো ২০১১ সালের বিশ্বকাপের আয়োজক হিসাবে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল(আইসিসি) এর নির্ধারিত স্ট্যান্ডার্ড বা যোগ্যতা অর্জন করা ।করা।
 
==বিশ্বকাপ ক্রিকেট==
স্টেডিয়ামটিতে ১৯৭৮ এবং ১৯৯৭ সালের মহিলা বিশ্বকাপসহ ১৯৮৭, ১৯৯৬, ২০১১ সালের বিশ্বকাপ ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয় ।হয়।
 
==ওয়ান ডে ইন্টারন্যাশনাল==
ইডেন গার্ডেন্স এ এখন পর্যন্ত সর্বমোট ২৮টি ওয়ান ডে ইন্টারন্যাশনাল ম্যাচ অণুষ্ঠিত হয়েছে ।হয়েছে।
 
==টি-টোয়েন্টি ইন্টারন্যাশনাল==