দ্য পিকচার অফ ডোরিয়ান গ্রে: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
সম্পাদনা সারাংশ নেই
১৪ নং লাইন:
| oclc = 53071567
}}
'''''দ্য পিকচার অফ ডোরিয়ান গ্রে''''' ([[ইংরেজি ভাষা|ইংরেজি]]: '''''দ্যThe পিকচারPicture অফof ডোরিয়ানDorian গ্রেGray'''''; বাংলায় '''''ডোরিয়ান গ্রে’র ছবি''''') হল [[অস্কার ওয়াইল্ড|অস্কার ওয়াইল্ডের]] একটি [[দার্শনিক কথাসাহিত্য|দার্শনিক উপন্যাস]]। এই উপন্যাসটি প্রথম সম্পূর্ণ আকারে প্রকাশিত হয় "[[লিপিনকট’স মান্থলি ম্যাগাজিন]]"-এর জুলাই ১৮৯০ সংখ্যায়।<ref name="Penguin Intro pg ix">''The Picture of Dorian Gray'' (Penguin Classics) – Introduction</ref> প্রথম দিকে পত্রিকার সম্পাদক উপন্যাসটি ছাপতে ভয় পেয়েছিলেন। তাঁর মনে হয়েছিল এর আখ্যানভাগটি অশ্লীল। তাই প্রকাশের পূর্বে ওয়াইল্ডের অজ্ঞাতসারেই তিনি উপন্যাসটি থেকে প্রায় পাঁচশোটি শব্দ বাদ দেন। এতদসত্ত্বেও ''দ্য পিকচার অফ ডোরিয়ান গ্রে'' ব্রিটিশ গ্রন্থ সমালোচকদের নৈতিক সংবেদনশীলতাকে আঘাত করেছিল। তাঁদের কেউ কেউ এও বলেছিলেন যে, জনসাধারণের নৈতিকতা রক্ষাকারী আইন অমান্য করার অপরাধে অস্কার ওয়াইল্ডের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত। এর প্রত্যুত্তরে ওয়াইল্ড অদম্য মনোভাব নিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যমে তাঁর উপন্যাস ও শিল্পকলার পক্ষে সওয়াল করেন। যদিও পরের বছর গ্রন্থাকারে বইটি প্রকাশের আগে তিনি নিজেই বইটির সর্বাধিক বিতর্কিত কিছু উপাদান বাদ দেন।
 
''দ্য পিকচার অফ ডোরিয়ান গ্রে'' উপন্যাসটির একটি দীর্ঘতর ও সংশোধিত সংস্করণ ১৮৯১ সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়। এই সংস্করণে সূত্রাকারে একটি মুখবন্ধ ছিল। পূর্ববর্তী বছরে সংবাদমাধ্যমে উপন্যাসটির পক্ষে যে আত্মপক্ষ সমর্থন করেন, তারই কিয়দংশের ভিত্তিতে শিল্পীর অধিকার ও শিল্পের জন্যই শিল্প— এই তত্ত্বের সমর্থনে তিনি এই মুখবন্ধটি রচনা করেছিলেন। মুখবন্ধটির বিষয়বস্তু, রচনাভঙ্গি ও উপস্থাপনা এটির নিজস্ব অধিকারের ক্ষেত্রে সাহিত্য ও শিল্পের ইস্তেহার হিসেবে এটিকে বিখ্যাত করে তোলে। ১৮৯১ সালের এপ্রিল মাসে ওয়ার্ড, লক অ্যান্ড কোম্পানি গ্রন্থটির সংশোধিত সংস্করণ প্রকাশ করে। উল্লেখ্য, এই কোম্পানিই আগের বছর উপন্যাসটির সংক্ষিপ্ততর, অধিকতর জ্বালাময়ী পত্রিকা সংস্করণটি পরিবেশনার দায়িত্বে ছিল।<ref name="Publish">[http://www.turksheadreview.com/library/notes-doriangray.html Notes on The Picture of Dorian Gray] – An overview of the text, sources, influences, themes, and a summary of ''The Picture of Dorian Gray''</ref>