ভারতের জাতীয় পতাকা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
লিঙ্ক সংযোজন
১০ নং লাইন:
|Designer = [[পিঙ্গালি ভেঙ্কাইয়া]]<ref group="N">The current flag is an adaptation of Venkayya's original design, but he is generally credited as the designer of the flag.</ref>
}}
'''ভারতের জাতীয় পতাকা''' হলো কেন্দ্রে চব্বিশটি দণ্ডযুক্ত নীল "[[অশোকচক্র]]" সহ গেরুয়া, সাদা ও সবুজ আনুভূমিক আয়তাকার ত্রিবর্ণরঞ্জিত পতাকা।[[পতাকা]]। ১৯৪৭ সালের ২২ জুলাই [[গণপরিষদ|গণপরিষদের]] একটি অধিবেশনে এই পতাকার বর্তমান রূপটি [[ভারত অধিরাজ্য|ভারত অধিরাজ্যের]] সরকারি পতাকা হিসেবে গৃহীত হয়েছিল। পরবর্তীকালে এটি [[ভারত|ভারতীয় প্রজাতন্ত্রের]] জাতীয় পতাকার মর্যাদা লাভ করে। ভারতে এই পতাকাটিকে সাধারণত "তেরঙা" বা "ত্রিবর্ণরঞ্জিত পতাকা" বলা হয়। [[পিঙ্গালি ভেঙ্কাইয়া]] কৃত [[ভারতীয় জাতীয় কংগ্রেস|ভারতীয় জাতীয় কংগ্রেসের]] "স্বরাজ" পতাকার ভিত্তিতে এই পতাকাটির নকশা প্রস্তুত করা হয়েছিল।
 
আইনত, কেবলমাত্র [[খাদি|খাদিবস্ত্রেই]] জাতীয় পতাকা প্রস্তুত করার নিয়ম রয়েছে। [[ভারতীয় মানক ব্যুরো]] এই পতাকা উৎপাদনের পদ্ধতি ও নির্দিষ্ট নিয়মকানুন স্থির করে দেয়। উৎপাদনের অধিকার [[খাদি উন্নয়ন ও গ্রামীণ শিল্প কমিশন|খাদি উন্নয়ন ও গ্রামীণ শিল্প কমিশনের]] হাতে ন্যস্ত। এই কমিশন বিভিন্ন আঞ্চলিক গোষ্ঠীকে উৎপাদনের অধিকার দিয়ে থাকে। ২০০৯ সালের তথ্য অনুযায়ী, [[কর্ণাটক খাদি গ্রামোদ্যোগ সংযুক্ত সংঘ]] জাতীয় পতাকার একমাত্র উৎপাদক।