উইকিপিডিয়া:উইকিমিডিয়া আন্দোলনের কৌশল নির্ধারণ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Rezwan islam27 (আলোচনা | অবদান)
২১৮ নং লাইন:
 
আগামীতে বাংলা উইকিপিডিয়ার লক্ষ্য হওয়া উচিত ইন্টারনেট ব্যাবহারকারী বিপুল জনগোষ্ঠি কে উইকিপিডিয়ায় অবদানকারী হিসাবে উইকিপিডিয়াতে যুক্ত করা।১০%-২০% ইন্টারনেট ব্যাবহারকারিও যদি নিবন্ধ তৈরী ও সম্পাদনায় অবদান রাখে তাহলে নিবন্ধের সংখ্যা বহুগুণে বৃদ্ধি পাবে।নতুন উইকিপিডিয়ান তৈরি করতে বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি স্কুল-কলেজগুলোতে উইকিপিডিয়া কি ,কেন ও এর উদ্দেশ্য কি তা জানানোর জন্য সেমিনার আয়োজন করা যেতে পারে এবং সেমিনার শেষে কুইজের মাধ্যমে ছাত্রদের স্টিকার,বলপয়েন্ট,রাইটিং প্যাড ইত্যাদি উপহার দেওয়া যেতে পারে।পুরানো কিন্তু যারা অনিয়মিতভাবে নিবন্ধ তৈরি করেন তাদের নিয়মিত লেখার জন্য উৎসাহ দেওয়ার জন্য পুরষ্কার বা চা -চক্রের দাওয়াত দেওয়া যেতে পারে। উইকিমিডিয়ার গুরুত্বপূর্ন কর্মশালা বা সেমিনারগুলোতে দেশবরেন্য শিক্ষাবিদ বা তথ্যপ্রযুক্তিবিদদের সম্পৃক্ত করা যেতে পারে।সেমিনারগুলো তারা উদ্বোধন করবেন ও স্বাগত বক্তব্য দিবেন ।এতে উইকিপিডিয়ানরা সেমিনারে যোগ দিতে ও কাজে উৎসাহ পাবেন। অনুষ্ঠানটি প্রিন্ট ও টিভি মিডিয়াতে গুরূত্ব পাবে।কাছাকাছি কয়েকটি এলাকা নিয়ে উইকিপিডিয়ানদের একটি করে গ্রুপ তৈরি করা যেতে পারে এবং মাসে বা তিনমাসে একবার সবাই মিলে কোথাও বসা যেতে পারে।এতে সবার সাথে সবার পরিচয় ঘটবে এবং বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনার সুযোগ বাড়বে।--[[ব্যবহারকারী:Rezwan islam27|Rezwan islam27]] ([[ব্যবহারকারী আলাপ:Rezwan islam27|আলাপ]]) ১২:৫১, ৩০ মার্চ ২০১৭ (ইউটিসি)
 
== উইকির অদূর ভবিষ্যতে আমরা...!! ==
 
* উইকি প্রকল্পসমূহ তৈরি হয়েছে আপনার আমার মতো স্বেচ্ছাসেবী জনমানুষের দ্বারা। তাই এটাকে বেগবান করতে সব সময় এটাকে সবার আগে '''হিউম্যান ফ্রেন্ডলি''' রাখতে হবে। কোন অবস্থাতেই এটাকে কর্পোরেট করে তুলা যাবে না। এর চালিকা শক্তিই হবে একঝাক স্বেচ্ছাসেবকদের উদ্যম আর নিরলস প্রচেষ্টা।
* দুনিয়ার সবচেয়ে বৃহৎ একটা মুক্ত বিশ্বকোষ হিসেবে উইকিপিডিয়ার জন্য এখন সর্বজনীন একটা বিশ্ব গড়ে তোলা সময়ের ব্যাপার মাত্র। তাই উইকির সকল সহপ্রকল্পকে আমাদের এমন ভাবে সাজাতে হবে যাতে তা যেন সমাজ ততা আপামর জনসাধারণের জন্য কল্যাণ বয়ে আনে। উইকি নিবন্ধে '''সমাজ সচেতনতা বিষয়ক বার্তা''' সন্নিবেশিত করা আবশ্যক করে তুলে হবে যাতে বিভিন্ন '''অপশক্তি, জঙ্গিবাদ কিংবা দুর্নীতির বিরুদ্ধে''' মানুষ আরো বেশি সচেতন হয়, অঙ্কুরেই নির্মূল করে দেয় এর বিষ-বীজ।
* ইতোমধ্যে উইকিতে আমরা ১৫ টি বছর পার করে দিয়েছি। অথচ উইকি কি তা এখনো অনেকের কাছে অজানা। আর যে বিষয়টা তার জ্ঞানে নেই, সেখান থেকে তার কি বা লাভ হবে তা অজানাই রয়ে যায়। এজন্য বিভিন্ন কর্মশালা এবং প্রতিযোগীতার আয়োজন করতে হবে, উইকিপিডিয়াকে আরো বেশি মানুষের কাছে পৌঁছিয়ে দিতে হবে।
* কম পরিসরের হলেও, উইকিতে আলাদা একটা ফোরাম করে দিতে হবে যার মাধ্যমে ব্যবহারকারীরা সহজে একে অন্যের সাথে যোগাযোগ রক্ষা করে। নির্দিষ্ট বিষয়ে ভালো এবং তথ্যবহুল নিবন্ধদাতাদের নির্দিষ্ট সংখ্যক প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিশেষ পুরষ্কারে ভূষিত করতে হবে। এতে তাদের কর্মতৎপরতা অনেক গুণ বৃদ্ধি পাবে।
* উইকি দিনদিন অনেক বেশি সমৃদ্ধ হয়ে উঠুক এটা আমরা সবাই চাই। তবে এ পথটা তো আমাদেরই তৈরি করতে হবে। তাই ইংরেজি এবং অন্যান্য উইকির মতো বাংলার জন্যও আমাদের নতুন নতুন শব্দ উদ্ভাবন করতে হবে। একাজে দেশের ভাষাবিজ্ঞানীদের আমরা অনুসরণ করতে পারি। উদাহরণ স্বরূপ এখানে ডঃ হুমায়ূন আজাদের নাম উল্লেখ করলাম।
* উইকি ইতোমধ্যে নিরপেক্ষতার জন্য যথেষ্ট বিশ্বস্ততা অর্জন করতে পেরেছে। তাই পরবর্তী ১৫ বছরে আমাদের এই বিষয়টিকে সবচেয়ে গুরুত্ব দিয়ে উইকিকে এগিয়ে নিয়ে যেতে হবে। নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিই হবে আমাদের অঙ্গীকার এবং প্রেরনার উৎস। --[[ব্যবহারকারী:এম আবু সাঈদ|আবু সাঈদ]] ([[ব্যবহারকারী আলাপ:এম আবু সাঈদ|আলাপ]]) ১৭:৫৯, ৩০ মার্চ ২০১৭ (ইউটিসি)