৪৪,৯২৩টি
সম্পাদনা
(সংশোধন) |
অ |
||
'''তথ্যগুপ্তিবিদ্যা''' (ইংরেজি Cryptography ''ক্রিপ্টোগ্রাফি'') কম্পিউটার বিজ্ঞানের নিরাপত্তা এলাকার একটি শাখা, যাতে তথ্য গোপন করার বিভিন্ন উপায় সম্পর্কে গবেষণা করা হয়। তথ্যগুপ্তিবিদ্যা হচ্ছে একটি তৃতীয় পক্ষের ({{lang-en|Adversary}}) উপস্থিতিতে নিরাপদ যোগাযোগের পদ্ধতিসমূহ সংক্রান্ত চর্চা ও আলোচনা। এই বিদ্যায় তৃতীয় পক্ষের প্রবেশ বন্ধের জন্য কার্যপদ্ধতি সৃষ্টি ও বিশ্লেষণ করা হয়। [[গণিত]], [[কম্পিউটার বিজ্ঞান]] এবং [[তড়িৎ প্রকৌশল|তড়িৎ প্রকৌশলের]] বিভিন্ন ক্ষেত্রে আধুনিক তথ্যগুপ্তিবিদ্যার উপস্থিতি লক্ষনীয়। [[এটিএম কার্ড]], [[পাসওয়ার্ড|কম্পিউটার পাসওয়ার্ড]], [[বৈদ্যুতিন বাণিজ্য]] বা [[ই-কমার্স]]- এর ক্ষেত্রে তথ্যগুপ্তিবিদ্যার ব্যবহারিক প্রয়োগ রয়েছে।
তথ্যগুপ্তিবিদ্যার ইংরেজি অনুবাদ
|