সাড়ে চুয়াত্তর: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
আফতাব বট (আলোচনা | অবদান)
টেমপ্লেটে সংশোধন
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: দৃশ্যমান সম্পাদনা মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
১৫ নং লাইন:
| language = [[বাংলা ভাষা|বাংলা]]
}}
'''সাড়ে চুয়াত্তর''' হল ১৯৫৩ সালে মুক্তিপ্রাপ্ত একটি ভারতীয় [[বাংলা ভাষা|বাংলা]] [[কমেডি চলচ্চিত্র]]। এই ছবিটির পরিচালক ছিলেন নির্মল দে এবং কাহিনিকার ছিলেন [[বিজন ভট্টাচার্য]]। ছবিতে মুখ্যভূমিকায় অভিনয় করেন [[তুলসী চক্রবর্তী]], [[মলিনা দেবী]], [[উত্তম কুমার]] ও [[সুচিত্রা সেন]]। [[ধনঞ্জয় ভট্টাযার্য|ধনঞ্জয় ভট্টাচার্য]], [[দ্বিজেন মুখোপাধ্যায়]], [[শ্যামল মিত্র]], [[মানবেন্দ্র মুখোপাধ্যায়]] ও [[সনৎ সিংহ]] – এই পাঁচজন সমসাময়িক গায়কও এই ছবিতে অভিনয় করেন। আরও দু-টি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেন [[ভানু বন্দ্যোপাধ্যায়]] ও [[জহর রায়]]।
 
==কাহিনী==
==প্লট==
রজনীবাবু ([[তুলসী চক্রবর্তী]]) কলকাতায় অন্নপূর্ণা বোর্ডিং হাউস নামে একটি মেস চালান। মেসটি বেশ শান্তিপূর্ণ এবং মেসের বাসিন্দাদের মধ্যেও বেশ ভাব রয়েছে। শুধু শিববাবু ([[হরিধন মুখোপাধ্যায়]]) অন্যদের প্রতি কিছুটা বিরূপ। একদিন রজনীবাবুর এক আত্মীয় ([[গুরুদাস বন্দ্যোপাধ্যায়]]) তাঁর ভাড়াবাড়ি থেকে উৎখাত হয়ে তাঁর স্ত্রী ([[পদ্মা দেবী]]) ও কন্যা রমলাকে ([[সুচিত্রা সেন]]) নিয়ে বোর্ডিং-এ এসে উপস্থিত হন। তাঁরা শিববাবুর কাছে আশ্রয় চান। রজনীবাবু মেসের বাসিন্দাদের মতামত জানতে চান। শিববাবু ছাড়া সকলেই মত দেন।