মতিউর রহমান পানু: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
আফতাব বট (আলোচনা | অবদান)
টেমপ্লেটে সংশোধন
আফতাব বট (আলোচনা | অবদান)
বানান সংশোধন
১৮ নং লাইন:
'''মতিউর রহমান পানু''' ({{lang-en|Matiur Rahman Panu}}, জন্ম ৩১ ডিসেম্বর, ১৯৩৯ [[বগুড়া জেলা]]য়) তিনি বাংলাদেশের একজন [[চলচ্চিত্র পরিচালক]] ও চলচ্চিত্র প্রযোজক।<ref>[http://www.gomolo.com/about-motiur-rahman-panu/738 Motiur Rahman Panu filmography (Most recent movies)]</ref> তিনি ১৯৬৪ সালে প্রথমে সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন। ১৯৭৯ সালে তিনি ''হারানো মানিক'' ছবিটি পরিচালনা করে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন।
 
তিনি ১৯৯০-১৯৯১ সালে ভারতের [[কলকাতা]]য় ''[[বেদের মেয়ে জোসনা]]'' ছবিটি নির্মাননির্মাণ করেন, বছর খানেকের মধ্যেই তাঁর সহকারী '''তোজাম্মেল হক বকুল''' বাংলাদেশের পটভূমিতে একই শিরোনামে ছবিটি পুনর্নির্মাণ করেন। ২০০২ সালের শেষ দিকে এসে [[বাংলাদেশ]]-[[ভারত]] যৌথ প্রযোজনায় নির্মিত ''[[মনের মাঝে তুমি]]'' অন্যতম সেরা ছবি । ২০০৫ সালে '''সালাউদ্দিন লাভলু''' পরিচালিত ''[[মোল্লা বাড়ীর বউ]]'' ছবিটিও তিনি প্রযোজনা করেন।
 
== সংক্ষিপ্ত জীবনী ==
''মতিউর রহমান পানু'' ১৯৩৯ সালের ৩১ ডিসেম্বর বগুড়া সদর-এ জন্ম গ্রহণ করেন। বেড়ে উঠা বগুড়াতেই, তিনি ১৯৬২ সালে ''বগুড়া সেন্ট্রাল হাই স্কুল'' থেকে এসএসসি পাশ করেন এবং কিছু দিন পর [[বগুড়া জেলা]] থেকে [[ঢাকা]] চলে আসেন। ১৯৬৪ সালে তিনি ''বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)''তে পা রাখেন। প্রথমে তিনি কয়েকজন গুনি চলচ্চিত্র পরিচালকের সহকারী হিসেবে কাজ করেন, এঁদের মধ্যে দারাশিকো, সৈয়দ আউয়াল ও আকবর কবির পিন্টু। তিনি প্রধানত পরিচালক বাবুল চৌধুরী'র সহকারী হিসেবেই বেশি কাজ করেছেন যেমন- ''আঁকাবাঁকা'', ''টাকা আনা পাই'', ''প্রতিশোধ''সহ বেশ কয়েকটি ছবির। ১৯৭৯ সালে তিনি ''হারানো মানিক'' নামের এই ছবি পরিচালনা করে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন।
 
১৯৯০-১৯৯১ সালের দিকে তিনি ভারতের [[কলকাতা]]য় [[অঞ্জু ঘোষ]] এবং '''চিরঞ্জীত''''কে দিয়ে নির্মাননির্মাণ করেন [[বেদের মেয়ে জোসনা]]<ref>[http://www.gomolo.com/beder-meye-jyotsna-movie-cast-crew/14750 Beder Meye Jyotsna (1991 - Bengali)]</ref> ছবিটি এবং এর বছর খানেকের মধ্যেই তাঁর সহকারী '''তোজাম্মেল হক বকুল''' বাংলাদেশে একই শিরোনামে ছবিটি পুনর্নির্মাণ করেন। এর মাঝের বছর গুলোতে তিনি বেশ কয়েকটি ছবি নির্মাণ করেন এগুলো হলো- ''আপন ভাই'', ''নাগ মহল'', ''নির্দোষ'', ''সাহস'', ''মান মর্যাদা'', ''নির্যাতন'' ও ''সাথী''।
 
২০০২ সালের শেষের দিকে তিনি বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় [[রিয়াজ]]-[[পূর্ণিমা (অভিনেত্রী)|পূর্ণিমা]] জুটিকে নিয়ে নির্মাণ করেন বহুল আলোচিত ও ব্যবসা সফল ছবি [[মনের মাঝে তুমি]]। ২০০৩ সালেও তিনি বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মাণ করেন '''নসিমন''' নামে (বাংলাদেশে) ও '''বৌমার বনবাস'''<ref>[http://www.gomolo.com/boumar-banobas-movie-cast-crew/15257 Boumar Banobas (2003 - Bengali)]</ref> নামে (ভারতে), এটিতে রিয়াজের বিপরীতে নাম ভূমিকায় ছিলেন [[শাবনূর]]।