সেবাস্টিয়ান কো: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
আফতাব বট (আলোচনা | অবদান)
টেমপ্লেটে সংশোধন
আফতাব বট (আলোচনা | অবদান)
বানান সংশোধন
২৭ নং লাইন:
| footnotes =
}}
'''সেবাস্টিয়ান নিউবোল্ড কো, ব্যারন কো''' ({{lang-en|Sebastian Newbold Coe, Baron Coe}}), [[অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার|কেবিই]], (জন্ম: [[২৯ সেপ্টেম্বর]], [[১৯৫৬]]), সাবেক ইংরেজ মাঝারীমাঝারি পাল্লার [[দৌড়বিদ]] ও কনজারভেটিভ পার্টির [[রাজনীতিবিদ]]। সচরাচর তিনি ''সেব কো'' নামেই সমধিক পরিচিত ব্যক্তিত্ব।<ref>[http://www.timesonline.co.uk/tol/sport/olympics/article4406529.ece The Big Interview: Seb Coe]. The Times. July 2008. Retrieved on 2011-12-06.</ref>
 
== শৈশবকাল ==
সেব কো [[লন্ডন|লন্ডনের]] [[চিসউইক]] এলাকায় জন্মগ্রহণ করেন। তাঁর [[মা]] টিনা এ্যাঞ্জেলা লাল ৭৫ বছর বয়সে লন্ডনের [[হ্যামারস্মিথ ও ফুলহ্যাম]] এলাকায় ২০০৫ সালে মৃত্যুবরণ করেন। টিনা অর্ধ-ভারতীয় হিসেবে পাঞ্জাবী পিতা সর্দারী লাল এবং ভেরা শনের [[কন্যা]] ছিলেন।<ref>{{সংবাদ উদ্ধৃতি| url=http://www.dailymail.co.uk/femail/article-1235341/Lord-Coe-Punjabi-Playboy.html | location=London | work=Daily Mail|title=Lord Coe and his grandfather, the Punjabi Playboy: The racy ancestry of one of Britain's greatest runners| first=Angella | last=Johnson | date=13 December 2009}}</ref> বাবা [[পিটার কো]] ৯ আগস্ট, ২০০৮ সালে ৮৮ বছর বয়সে মারা যান। ঐ সময় সেব কো [[বেইজিং|বেইজিংয়ে]] অবস্থান করছিলেন।
 
[[শেফিল্ড|শেফিল্ডে]] অবস্থানকালীন সময়ে সেব কো [[ট্যাপটন স্কুল]] ও [[আবেডেল গ্র্যাঞ্জ স্কুল|আবেডেল গ্র্যাঞ্জ স্কুলে]] অধ্যয়ন করেন।<ref>[http://www.telegraph.co.uk/sport/main.jhtml?view=DETAILS&grid=&xml=/sport/2007/02/20/somysc20.xml My School Sport: Sebastian Coe]. Daily Telegraph. 20 February 2007. Retrieved on 2011-12-06.</ref> এরপর তিনি দৌড়বিদরূপে ১২ বছর বয়সে হালামশায়ার হ্যারিয়ারে যোগ দেন। স্বল্প সময়েই তিনি মাঝারীমাঝারি পাল্লার দৌড়বিশারদের খ্যাতি অর্জন করেন। [[লাফবোরো ইউনিভার্সিটি]] এবং পরবর্তীতে হ্যারিঙ্গেতে অবস্থানকালীন স্মরণীয় হয়ে আছেন। কেননা, ঐ সময় তাঁর নিজ [[দেশ|দেশের]] পক্ষে [[প্রতিযোগিতা|প্রতিযোগিতায়]] অংশগ্রহণ করার মতো কোন [[প্রতিযোগী]] ছিলো না।<ref>[http://web.archive.org/web/20090524071848/http://www.made-in-sheffield.com/People/sebastianCoe.htm Sebastian Coe OBE]. made-in-sheffield.com</ref>
 
বাবা পিটার কো'র সবিশেষ তত্ত্বাবধানে সেব কো দৌড় শুরু করেন। কো [[অর্থনীতি]] এবং [[সামাজিক ইতিহাস]] বিষয়ে লাফবোরো ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন। ১৯৭৭ সালে [[স্পেন|স্পেনের]] [[স্যান সেবাস্টিয়ান|স্যান সেবাস্টিয়ানে]] অনুষ্ঠিত [[ইউরোপীয়ান ইনডোর চ্যাম্পিয়নশীপ|ইউরোপীয়ান ইনডোর চ্যাম্পিয়নশীপের]] ৮০০ মিটার দৌড়ে অংশগ্রহণ করেন। এতে তিনি প্রথম বড় ধরণের সাফল্য অর্জন করেন। লাফবোরো ইউনিভার্সিটিতে থাকাকালীন জর্জ গ্যান্ডি নামীয় অ্যাথলেট [[কোচ (ক্রীড়া)|কোচের]] পরামর্শক্রমে তিনি অনুশীলন করে সুবিশাল সফলতা ও দৌড়ে প্রভূত উত্তরণ ঘটান।<ref>[http://www.motleyhealth.com/fitness_and_strength/fitness/george-gandys-tips-on-running-for-fitness George Gandy’s Tips on Running]. Motleyhealth.com. Retrieved on 2011-12-06.</ref>
 
== খেলোয়াড়ী জীবন ==
[[মাঝারী পাল্লার দৌড়বিদ]] হিসেবে কো চারবার [[অলিম্পিক গেমস|অলিম্পিক গেমসের]] [[পদক]] জয় করেন। তন্মধ্যে - [[১৯৮০ গ্রীষ্মকালীন অলিম্পিক|১৯৮০]] এবং [[১৯৮৪ গ্রীষ্মকালীন অলিম্পিক|১৯৮৪]] সালে [[১৫০০ মিটার দৌড়|১৫০০ মিটার দৌড়ে]] [[স্বর্ণপদক]] জয় করেছিলেন তিনি। এছাড়াও, তৎকালীন সময়ে ৮টি [[বহিরাঙ্গন ক্রীড়া|বহিরাঙ্গন]] ও ৩টি [[অভ্যন্তরীণ ক্রীড়া|অভ্যন্তরীণ ক্রীড়ায়]] [[বিশ্বরেকর্ড]] গড়েছিলেন। এর একটি ছিল [[রিলে দৌড়]]। তাঁর প্রতিপক্ষ ছিলেন [[স্টিভ ওভেট]] এবং [[স্টিভ ক্রাম]]। ১৯৮০-এর দশকে তাঁরা মাঝারীমাঝারি পাল্লার দৌড়ে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছিলেন।<ref name="news.bbc.co.uk">{{সংবাদ উদ্ধৃতি| url=http://news.bbc.co.uk/sport1/hi/olympics2000/bbc_team/859595.stm | work=BBC News | title=Sebastian Coe | date=9 August 2000 | accessdate=23 May 2010}}</ref>
 
১৯৮৭ সালের মে মাসে তাঁর দল হ্যারিঙ্গেতে থাকাকালীন ৮০০ মিটার দৌড়ে জয়লাভের পর আঘাতপ্রাপ্ত হন। এরপর থেকে পুরো মৌসুমই খেলাধুলা থেকে বিরত ছিলেন।