জিওফ পুলার: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
বিষয়শ্রেণী:ওল্ডহামের ব্যক্তিত্ব যোগ হটক্যাটের মাধ্যমে
আফতাব বট (আলোচনা | অবদান)
বানান সংশোধন
৫১ নং লাইন:
| year = ২০১৬
}}
'''জিওফ্রে পুলার''' ({{lang-en|Geoff Pullar}}; [[জন্ম]]: [[১ আগস্ট]], [[১৯৩৫]] - [[মৃত্যু]]: [[২৫ ডিসেম্বর]], [[২০১৪]]) [[Lancashire|ল্যাঙ্কাশায়ারের]] সুইন্টনে জন্মগ্রহণকারী ইংরেজ [[ক্রিকেট|ক্রিকেটার]] ছিলেন।<ref name="Cap">{{citeবই bookউদ্ধৃতি |title=If The Cap Fits |last=Bateman |first=Colin |authorlink= |coauthors= |year=1993 |publisher=Tony Williams Publications |location= |isbn=1-869833-21-X |page=135 |url= |accessdate=27 April 2011}}</ref> [[ইংল্যান্ড ক্রিকেট দল|ইংল্যান্ড ক্রিকেট দলের]] পক্ষে [[টেস্ট ক্রিকেট|টেস্ট ক্রিকেটে]] অংশগ্রহণ করেছেন। দলে তিনি মূলতঃ বামহাতি [[ব্যাটিং (ক্রিকেট)|ব্যাটসম্যান]] ছিলেন। এছাড়াও [[leg break bowler|লেগ ব্রেক বোলিংয়ে]] পারদর্শী ছিলেন তিনি। ''নডি'' ডাকনামে পরিচিত '''জিওফ পুলার''' [[কাউন্টি ক্রিকেটে]] [[Lancashire County Cricket Club|ল্যাঙ্কাশায়ার]] ও [[Gloucestershire County Cricket Club|গ্লুচেস্টারশায়ার দলে]] প্রতিনিধিত্ব করেন।<ref name="GuardianObit">{{citeওয়েব webউদ্ধৃতি|url=http://www.theguardian.com/sport/2014/dec/28/geoff-pullar|title=Geoff Pullar obituary|author=Peter Mason|work=the Guardian}}</ref>
 
== খেলোয়াড়ী জীবন ==
[[ব্যাটিং অর্ডার|মাঝারীমাঝারি সারির]] ব্যাটসম্যান হিসেবে পরিচিতি লাভ করলেও ১৯৫৯ সালে [[ভারত জাতীয় ক্রিকেট দল|ভারতের]] বিপক্ষে অনুষ্ঠিত টেস্টে ব্যাটিং উদ্বোধনে নেমে সফলতাও লাভ করেছিলেন। [[হেডিংলি স্টেডিয়াম|হেডিংলিতে]] অনুষ্ঠিত টেস্টে ৭৫ এবং ওল্ড ট্রাফোর্ডের টেস্টে প্রথম ল্যাঙ্কাশায়ারিয়ান হিসেবে শতরান পান।<ref name="Cap"/> এর পরের চার বছর ইংল্যান্ড দলের নিয়মিত সদস্য হিসেবে [[আন্তর্জাতিক ক্রিকেট]] অঙ্গনে সরব ছিলেন। এ সময়েই তিনি তার চারটি শতরান তুলেন ৪৩-এর অধিক ব্যাটিং গড়ে।
 
[[English cricket team in the West Indies in 1959–60|১৯৫৯-৬০]] মৌসুমে [[British West Indies|ওয়েস্ট ইন্ডিজে]] [[ওয়েস হল]], [[গারফিল্ড সোবার্স]] ও [[চার্লি গ্রিফিথ|চার্লি গ্রিফিথের]] বোলিং আক্রমণ মোকাবেলা করে পাঁচ টেস্টেই ভাল খেলেন। এরপর [[South African cricket team in England in 1960|১৯৬০]] সালে নিজ দেশে সফরকারী [[দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দল|দক্ষিণ আফ্রিকার]] বিপক্ষে পুলার বেশ সফলকাম হন। তন্মধ্যে [[দি ওভাল|ওভালে]] নিজস্ব সর্বোচ্চ ১৭৫ তোলেন। এ সময় তিনি প্রথম উইকেট জুটিতে [[কলিন কাউড্রে|কলিন কাউড্রের]] সাথে ২৯০ রান করেন। এরপর ১৯৬১-৬২ মৌসুমে ভারত ও পাকিস্তান সফর করেন। [[পাকিস্তান জাতীয় ক্রিকেট দল|পাকিস্তানের]] বিপক্ষে জোড়া শূন্য লাভ করলেও উভয় দলের বিপক্ষে দলের [[ব্যাটিং গড়|ব্যাটিং গড়ে]] শীর্ষে ছিলেন।
৬৩ নং লাইন:
ল্যাঙ্কাশায়ার দলে সফলতা না পাওয়ায় ১৯৬৯ সালে গ্লুচেস্টারশায়ার দলে যোগ দেন। প্রথম মৌসুমেই কাউন্টি দলটিতে ব্যাটিং গড়ে শীর্ষে ছিলেন। কিন্তু পরের বছরই মাত্র ছয় খেলায় অংশ নেয়ার পর হাঁটুতে আঘাতপ্রাপ্তির ফলে তাঁকে অবসর নিতে বাধ্য হন।
 
১৯৫৯ সালে ক্রিকেট রাইটার্স অ্যাসোসিয়েশন কর্তৃক বর্ষসেরা যুব ক্রিকেটারের পুরস্কার লাভ করেন। এছাড়াও, ১৯৬০ সালে [[উইজডেন ক্রিকেটার্স অ্যালমেনাক|উইজডেন]] কর্তৃক [[উইজডেন বর্ষসেরা ক্রিকেটার|বর্ষসেরা ক্রিকেটার]] হিসেবে নির্বাচিত হন। [[টেবিল টেনিস|টেবিল টেনিসেও]] জুনিয়র পর্যায়ে ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করেন। ৭৯ বছর বয়সে ২৫ ডিসেম্বর, ২০১৪ তারিখে তাঁর দেহাবসান ঘটে।<ref name="GuardianObit" /><ref>{{citeওয়েব webউদ্ধৃতি|url=http://www.bbc.co.uk/sport/0/cricket/30605007|title=Geoff Pullar: Former England cricketer dies|work=BBC Sport}}</ref><ref>{{Citeসংবাদ newsউদ্ধৃতি|url=http://www.telegraph.co.uk/news/obituaries/11321878/Geoff-Pullar-obituary.html|title=Geoff Pullar - obituary|publisher=The Telegraph|date=2 January 2015|accessdate=4 January 2015}}</ref>
 
== তথ্যসূত্র ==