হ্যাট্রিক: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
WikitanvirBot (আলোচনা | অবদান)
বট বানান ঠিক করছে, কোনো সমস্যায় তানভিরের আলাপ পাতায় বার্তা রাখুন
আফতাব বট (আলোচনা | অবদান)
টেমপ্লেটে সংশোধন
৭ নং লাইন:
{{মূল|টেস্ট ক্রিকেটে হ্যাট্রিকের তালিকা|একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে হ্যাট্রিকের তালিকা}}
 
[[ক্রিকেট]] খেলায় যখন একজন বোলার ধারাবাহিকভাবে তিনটি বল ছুড়ে তিনজন ভিন্ন ভিন্ন [[ব্যাটিং (ক্রিকেট)|ব্যাটসম্যানকে]] আউট করার মাধ্যমে তিনটি উইকেট লাভ করেন, তখন ক্রিকেটের পরিভাষায় তা '''''হ্যাট্রিক''''' নামে পরিচিত পায়। [[টেস্ট ক্রিকেট]] খেলায় এটি একটি অন্যতম সম্পর্কযুক্ত বিষয়, কিন্তু বিরল ঘটনা হিসেবে বিবেচ্য। <abbr title="সর্বদাই হালনাগাদ করা প্রয়োজন">১৪ ফেব্রুয়ারি, ২০১৫</abbr> তারিখ পর্যন্ত দুই সহস্রাধিক টেস্ট ক্রিকেটে মাত্র ৪১বার এ ধরণের হ্যাট্রিকের ঘটনা ঘটেছে।<ref>{{citeওয়েব webউদ্ধৃতি|url=http://www.telegraph.co.uk/sport/cricket/international/england/8650616/Landmark-Test-matches-through-the-years-as-Lords-plays-host-to-the-2000th-when-England-take-on-India.html|work=[[Daily Telegraph]]|date=20 July 2011|accessdate=3 January 2013|first=Tom|last=McGhie|title=Landmark Test matches through the years as Lord's plays host to the 2,000th when England take on India}}</ref> দশটি [[আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সদস্যদের তালিকা#টেস্টভূক্ত দেশ|টেস্টখেলুড়ে দেশের]] কমপক্ষে একজন [[বোলিং (ক্রিকেট)|বোলার]] টেস্ট হ্যাট্রিক করার মর্যাদা লাভ করেছেন।<ref name="TestHatTricks">{{citeওয়েব webউদ্ধৃতি|url=http://stats.espncricinfo.com/ci/content/records/136977.html|title=Record / Test matches / Bowling record / Hat-tricks|publisher=ESPNcricinfo|accessdate=3 January 2012}}</ref>
 
প্রথম টেস্ট হ্যাট্রিকটি করেছেন - [[অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল|অস্ট্রেলীয়]] পেস বোলার [[ফ্রেড স্পফোর্থ]]। তিনি [[মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড|মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে]] ২ জানুয়ারি, ১৮৭৯ সালে অনুষ্ঠিত ৩য় টেস্টে [[ইংল্যান্ড ক্রিকেট দল|ইংল্যান্ড]] দলের বিপক্ষে এ কীর্তিগাঁথাটি সৃষ্টি করেছিলেন। সাম্প্রতিককালের সর্বশেষ হ্যাট্রিকের ঘটনাটি ঘটে [[২০১৪ শ্রীলঙ্কা ক্রিকেট দলের ইংল্যান্ড সফর|ইংল্যান্ড-শ্রীলঙ্কার]] মধ্যকার খেলায়। [[ইংল্যান্ড ক্রিকেট দল|ইংল্যান্ডের]] বোলার [[স্টুয়ার্ট ব্রড]] ২০ জুন, ২০১৪ তারিখে এ বিরল কৃতিত্বের অন্যতম অংশীদার হন। [[বাংলাদেশ|বাংলাদেশী]] ক্রিকেট [[খেলোয়াড়|খেলোয়াড়দের]] মধ্যে [[অলোক কাপালি|অলোক কাপালি’র]] পর [[বাংলাদেশে ক্রিকেটের ইতিহাস|বাংলাদেশের টেস্ট ক্রিকেট ইতিহাসে]] দ্বিতীয় হ্যাট্রিক লাভ করেন [[সোহাগ গাজী]]। এছাড়াও, টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে [[নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল|নিউজিল্যান্ডের]] বিপক্ষে [[চট্টগ্রাম|চট্টগ্রামের]] [[জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম|জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে]] অনুষ্ঠিত ১ম টেস্ট সোহাগ গাজী হ্যাট্রিকসহ ৬ [[উইকেট]] ও [[সেঞ্চুরি (ক্রিকেট)|সেঞ্চুরি]] করে [[বিশ্বরেকর্ড]] গড়েন।<ref>[http://www.espncricinfo.com/bangladesh-v-new-zealand-2013-14/engine/current/match/668949.html "New Zealand tour of Bangladesh, 1st Test". ESPNcricinfo. Retrieved 13 October 2013.]</ref> তিনি ধারাবাহিকভাবে [[কোরে অ্যান্ডারসন]], [[বিজে ওয়াটলিং]] এবং [[ডগ ব্রেসওয়েল|ডগ ব্রেসওয়েলকে]] আউট করে এ বিরল নজির স্থাপন করেন।
১৪ নং লাইন:
 
== ফুটবল ==
হ্যাট্রিক হিসেবে স্বীকৃতি লাভের জন্য ফুটবল খেলায় বিভিন্ন শর্তাবলী রয়েছে। তন্মধ্যে প্রধান শর্ত হচ্ছে কোন ফুটবল খেলায় একজন ফুটবলারকে ৩ গোল করতে হয়। বিশেষ সম্মাননা হিসেবে সাধারণতঃ তিনি খেলার বলটি নিজের কাছে রেখে দেন। পেনাল্টি শ্যুট আউটের মাধ্যমে গোল করা এর অন্তর্ভুক্ত নয়।<ref>Kicks from the penalty mark (aka penalty shootout) are not part of the match. {{citeওয়েব webউদ্ধৃতি |title=Laws of the Game 2009/2010 |url=http://www.fifa.com/mm/document/affederation/federation/81/42/36/lawsofthegameen.pdf |format=[[PDF]] |page=130 |author=IFAB |authorlink=International Football Association Board |publisher=[[FIFA]] |location=[[Zurich]] |month=July |year=2009 |accessdate=9 April 2010}}</ref> জার্মান হ্যাট্রিকে নির্দিষ্ট সময়কালের মধ্যে হতে হবে। যখন খেলোয়াড় প্রথম গোল ডান পায়ে, দ্বিতীয় গোল বাম পায়ে ও মাথা দিয়ে গোল করেন তখন তা ক্লাসিক বা পারফেক্ট হ্যাট্রিক নামে পরিচিত।<ref>[http://www.bbc.co.uk/sport/0/football/20639621 Michel Platini: Uefa chief has his critics but is used to success], Ben Smith, 9 December 2012</ref> মাঝে-মধ্যে জার্মানরা পরাজয়ের স্বীকৃতিস্বরূপ হ্যাট্রিকলাভকারী খেলোয়াড়কে ৩ [[পদক]] প্রদান করে থাকে। নেদারল্যান্ডসে প্রত্যেক অর্ধে কোন খেলোয়াড় তিন গোল করলে ও বিপক্ষে কোন গোল না করলে তা হ্যাট্রিক হিসেবে স্বীকৃতি পায়।
 
দ্রুততম সময়ে হ্যাট্রিক হয়েছে মাত্র ৭০ সেকেন্ডের মধ্যে। ২০১৩ সালে সানডে লীগ ফুটবলে অ্যালেক্স টোর এ রেকর্ড স্থাপন করেন।<ref>[http://www.mirror.co.uk/news/uk-news/sunday-league-footballer-scores-hat-trick-1868201 Sunday league footballer scores hat-trick in record-breaking 70 seconds]</ref> [[ফিফা বিশ্বকাপ|বিশ্বকাপ ফুটবলে]] এ পর্যন্ত ৪৯বার হ্যাট্রিকের ঘটনা ঘটেছে। তন্মধ্যে [[১৯৬৬ ফিফা বিশ্বকাপ|১৯৬৬]] সালের [[ফিফা বিশ্বকাপ ফাইনালের তালিকা|ফিফা বিশ্বকাপের ফাইনালে]] অতিরিক্ত সময়ে একমাত্র হ্যাট্রিকটি সম্পন্ন করেছেন ইংল্যান্ডের [[জিওফ হার্স্ট]]।<ref>{{citeসংবাদ newsউদ্ধৃতি | url=http://news.bbc.co.uk/onthisday/hi/dates/stories/july/30/newsid_2644000/2644065.stm | title=ON THIS DAY 30 July – 1966: Football glory for England | publisher=BBC | accessdate=18 August 2011 | date=30 July 1966}}</ref>
 
== তথ্যসূত্র ==
{{সূত্র তালিকা}}
{{Reflist}}
 
== আরও দেখুন ==