উইকিপিডিয়া:উইকিমিডিয়া আন্দোলনের কৌশল নির্ধারণ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
১৩১ নং লাইন:
 
সকল স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে উইকি’র গুরুত্বতা তুলে ধরতে ডাকযোগে ত্রৈমাসিক, ষান্মাষিক, বার্ষিকভাবে লিফলেট পাঠানো যেতে পারে, যাতে উইকি সমৃদ্ধিতে ব্যবহারকারীর ভূমিকা, করণীয়, নির্দেশিকা, যোগাযোগসহ সংক্ষিপ্ত পরিচিতি থাকবে। বিশ্বকোষের সাথে সামঞ্জস্য রেখে ব্যবহারকারীকে বিশ্ব নাগরিকের দিকে ধাবিত করাসহ পরিচিতি ঘটানো যেতে পারে। - [[ব্যবহারকারী:Suvray|Suvray]] ([[ব্যবহারকারী আলাপ:Suvray|আলাপ]]) ১৭:৩০, ২৩ মার্চ ২০১৭ (ইউটিসি)
 
== উইকিমিডিয়ার ভবিষ্যৎ সম্পর্কিত মতামত ==
 
এখন ২০১৭ সাল। ২০৩০ এখনো এক যুগেরও বেশি সময়। এ সময়ের মধ্যে প্রযুক্তিগত, মনস্তাত্ত্বিক, সামাজিক এরকম অনেক পরিবর্তনই আসতে পারে। ফলে এই দীর্ঘ সময়ের জন্য উইকিমিডিয়া আন্দোলনের কৌশল নির্ধারণ কতটুকু অনট্র্যাকে থাকবে তা খুবই গুরুত্বপূর্ণ। তবে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের জন্য কিছু স্বল্পমেয়াদী কার্যক্রম গ্রহণ করতে হবে।
* অনেক গুরুত্বপূর্ণ বিষয়ের নিবন্ধ নেই বা ছিল না। তা সাম্প্রতিক নিবন্ধ লেখার প্রতিযোগিতায় উঠে এসেছে। এই নিবন্ধসমূহ তৈরি করতে হবে।
* নতুন নিবন্ধ তৈরির ক্ষেত্রে দুই-এক লাইনে নিবন্ধ প্রণয়ন না করে দীর্ঘায়িত করতে হবে। ছোট নিবন্ধ তৈরি করলেও তাতে নির্দিষ্ট শব্দসীমা (কমপক্ষে ৫০০ শব্দ) বজায় রাখতে হবে। ছোট নিবন্ধ তৈরির পর তা যদি গুরুত্বপূর্ণ হয় তবে তা অপসারণ না করে দীর্ঘায়িত করতে নিবন্ধ প্রণেতাকে উৎসাহিত করতে হবে।
* পুরনো নিবন্ধসমূহ হালনাগাদ করতে হবে। পরিসংখ্যানমূলক নিবন্ধের খেয়াল রাখতে হবে যেন তা পরিবর্তন হওয়ার পর দ্রুত হালনাগাদ করা হয়।
* অনেক নিবন্ধ সংক্ষিপ্ত ও অসম্পূর্ণ রয়েছে। এই নিবন্ধসমূহ সম্পূর্ণ করতে হবে। বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যায় একজন কোন নিবন্ধ তৈরি করলে তাতে আর কেউ হাত দিচ্ছে না, এবং নিবন্ধ প্রণেতাও পরে তা সম্প্রসারণ করছে না। একটি দীর্ঘ ও ভালো নিবন্ধ তৈরি করতে সকলকে একযোগে কাজ করতে হবে।
* বাংলা উইকিপিডিয়ায় প্রতিষ্ঠার ১৩ বছরেও নির্বাচিত নিবন্ধ সংখ্যা মাত্র ৭ টি এবং ভালো নিবন্ধের সংখ্যাও ১০০-তে পৌঁছায় নি। ভালো নিবন্ধসমূহ নির্বাচিত নিবন্ধে উন্নীত করতে হবে এবং আরও ভালো নিবন্ধ প্রণয়ন করতে হবে।
* অনুবাদের ক্ষেত্রে গুগল অনুবাদ বা আক্ষরিক অনুবাদকে অনুৎসাহিত করতে হবে। সরাসরি ইংরেজি থেকে অনুবাদ না করে সহজ বাংলায়, যা সকলেই বুঝবে, এমন অনুবাদ করতে হবে। নিবন্ধ প্রতিযোগিতা বেশ কিছু নিবন্ধ তৈরি হয়েছে যেগুলোর অনুবাদ সুসংগঠিত নয়। এই ব্যাপারে সম্পাদকদের অবগত করতে হবে যাতে তারা অনুবাদের সময় তা খেয়াল রাখেন।
* বিষয়ভিত্তিক নিবন্ধসমূহ সেই বিষয়ের দক্ষ ও পারদর্শী কেউ পর্যালোচনা করতে পারেন। তাতে ভুল-ত্রুটি নিরসন হবে এবং তা আরও বিশ্বকোষীয় মর্যাদা পাবে।
- [[ব্যবহারকারী:Wakim32|ওয়াকিম]] ([[ব্যবহারকারী আলাপ:Wakim32|আলাপ]]) ২১:৩৯, ২৩ মার্চ ২০১৭ (ইউটিসি)