সুরজ রণদিব: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
WikitanvirBot (আলোচনা | অবদান)
বট বানান ঠিক করছে, কোনো সমস্যায় তানভিরের আলাপ পাতায় বার্তা রাখুন
আফতাব বট (আলোচনা | অবদান)
টেমপ্লেটে সংশোধন
৪ নং লাইন:
| country = শ্রীলঙ্কা
| fullname =হিউয়া কালুহালামুল্লাগে সুরজ রণদিব কালুহালামুল্লা
| birth_date = {{Birthজন্ম dateতারিখ and ageবয়স|1985|1|30|df=yes}}
| birth_place = [[Matara, Sri Lanka|মাতারা]], {{flag|শ্রীলঙ্কা}}
| nickname =
১২১ নং লাইন:
বয়সভিত্তিক খেলায় শ্রীলঙ্কার পক্ষে সফলতা প্রদর্শন করেছেন। অনূর্ধ্ব-১৫ দলে খেলার পর ২০০৩-০৪ মৌসুমে অনূর্ধ্ব-১৯ দলে খেলে চার খেলায় ২৩ উইকেট পান। তার এ সাফল্য [[মারভান আতাপাত্তু|মারভান আতাপাত্তুর]] নজরে আসে ও তাকে সিংহলীজ স্পোর্টস ক্লাবে খেলার জন্য উদ্বুদ্ধ করেন। এরপর সুরজ শ্রীলঙ্কা এ-দলে খেলার সুযোগ পান।
 
ডিসেম্বর, ২০০৯ সালে [[মুত্তিয়া মুরালিধরন|মুত্তিয়া মুরালিধরনের]] পরিবর্তে শ্রীলঙ্কার [[একদিনের আন্তর্জাতিক]] দলে অন্তর্ভুক্ত হন। নাগপুরে [[ভারত জাতীয় ক্রিকেট দল|ভারতের]] বিপক্ষে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় খেলায় তার ওডিআই অভিষেক ঘটে। খেলায় ৫১ রানে তিনি ৩-উইকেট দখল করেন। ঐ খেলায় শ্রীলঙ্কা ক্রিকেট দল ৩-উইকেটে জয়লাভ করে।<ref>{{citeওয়েব webউদ্ধৃতি|url=http://cricketarchive.com/Archive/Scorecards/260/260288.html|title=India v Sri Lanka in 2009/10|publisher=[[CricketArchive]]|accessdate=19 December 2009}}</ref>
 
[[২০১১ ক্রিকেট বিশ্বকাপ|২০১১]] সালের [[ক্রিকেট বিশ্বকাপ|ক্রিকেট বিশ্বকাপে]] তাকে চূড়ান্ত তালিকা থেকে বাদ দেয়া হলেও [[অ্যাঞ্জেলো ম্যাথিউস|অ্যাঞ্জেলো ম্যাথিউসের]] আঘাতপ্রাপ্তিতে তিনি দলে অন্তর্ভুক্ত হন। খেলায় তার দল ফাইনালে পৌঁছেছিল।
 
== বিতর্ক ==
১৬ আগস্ট, ২০১০ তারিখে রণদিব উদ্দেশ্যপ্রণোদিত হয়ে নো-বল দেন যা গণমাধ্যমে মনোযোগ আকর্ষণ করে। এ সময় [[বীরেন্দ্র শেওয়াগ]] ৯৯* রানে [[অপরাজিত (ক্রিকেট)|অপরাজিত]] ছিলেন ও ভারত একদিনের আন্তর্জাতিকে জয়লাভ করে। কিন্তু তার নো-বলে শেওয়াগ [[সেঞ্চুরি (ক্রিকেট)|সেঞ্চুরি]] থেকে বঞ্চিত হন। শেওয়াগ ছক্কা হাকানোর চেষ্টা করলেও [[আম্পায়ার]] বলটিকে নো-বল ঘোষণা করেন। খেলাশেষে রণদিব শেওয়াগের কাছে এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। এরফলে রণদিবের জরিমানা হিসেবে ম্যাচ ফি বাতিল হয় ও [[শ্রীলঙ্কা ক্রিকেট]] কর্তৃক তাকে এক খেলার জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়।<ref>{{citeওয়েব webউদ্ধৃতি|url=http://www.cricinfo.com/sl-tri2010/content/current/story/473077.html|title=Suraj Randiv gets one-match suspension|publisher=[[CricketArchive]]|date=18 August 2010}}</ref>
 
== তথ্যসূত্র ==
{{সূত্র তালিকা}}
{{reflist}}
 
== বহিঃসংযোগ ==