উইকিপিডিয়া:উইকিমিডিয়া আন্দোলনের কৌশল নির্ধারণ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Ashiq Shawon (আলোচনা | অবদান)
→‎আগামীর উইকি...: নতুন অনুচ্ছেদ
Suvray (আলোচনা | অবদান)
১২৫ নং লাইন:
# স্বেচ্ছাসেবক বাড়ানোর জন্য বিভিন্ন ধরনের কার্যক্রম হাতে নেয়ার বিষয়ে জোড় দেয়া। যেমনঃ প্রতি মাসে নবাগত উইকিপিডিয়ানদের উত্সাহ দেয়ার জন্য বিভিন্ন ধরণের উপহারের প্রচলনের পাশাপাশি পুরাতন ও অভিজ্ঞদের জন্যও এধরনের কিছুর আযোজন করা; যা প্রতিযোগিতার বাহিরেও উইকিপিডিয়ানদের সবসময় তত্পর রাখবে।
# সংখ্যাগত নয় - গুণগতের উপর জোড় দেয়ার পাশাপাশি অযথাচিত্ সম্পাদনা বা মানহীন নিবন্ধের বিষয়েও চরম সিদ্ধান্ত নেয়ার মানসিকতা গড়ে তোলা আবশ্যক। - ধন্যবাদান্তেঃ [[ব্যবহারকারী:Ashiq Shawon|Ashiq Shawon]] ([[ব্যবহারকারী আলাপ:Ashiq Shawon|আলাপ]]) ১৫:৪৮, ২৩ মার্চ ২০১৭ (ইউটিসি)
 
== কৌশল নির্ধারণের পাশাপাশি বাস্তবায়নের দিকগুলো ফুঁটিয়ে তোলা প্রয়োজন! ==
 
ধীরে-ধীরে অগ্রসর হচ্ছে আধুনিক প্রযুক্তির আশীর্বাদ ও স্বেচ্ছাসেবী সকলের ফসল বাংলা উইকিপিডিয়া। ইচ্ছে করলেই, হ্যাঁ ইচ্ছে করলেই কিন্তু একে স্বয়ংসম্পূর্ণ করা সম্ভব। সেজন্যে চাই আন্তরিক সদিচ্ছা ও একসাথে কাজ করার মন-মানসিকতা। ২০১০ সালে যেখানে ছিল ২০,০০০ নিবন্ধ, আজ ২০১৭ সালের মার্চে ৪৯,০০০; যা আমাদের আশার বাণী শোনায়! অর্থাৎ, বছরে প্রায় ৪ হাজার করে বৃদ্ধি পেয়েছে। নির্ধারিত লক্ষ্য স্থির রাখা (যেমন: ২০১৭ সালে ৬০,০০০; ২০১৮ - ৮০,০০০; ২০১৯ - ১,১০,০০০ ইত্যাদি); চাহিদাকে প্রাধান্য দেয়া (সাম্প্রতিক/আবশ্যিক); নিয়মিত/অনিয়মিত ব্যবহারকারীকে উৎসাহিত/উদ্বুদ্ধ করা (পুরস্কার, মোবাইল ব্যালেন্স বা ব্যবহারকারীর আগ্রহ অনুযায়ী); জেলা পর্যায়ে শাখা কার্যালয় স্থাপন (সপ্তাহে ১দিন); বিভিন্ন দৈনিক পত্রিকায় (ঘুরিয়ে-ফিরিয়ে প্রতিদিনই): সর্বমোট নিবন্ধ সংখ্যা:, আজকের সেরা নিবন্ধ - (........), সেরা নিবন্ধ প্রণেতা:, (মাসশেষে) - মাসের সেরা ইত্যাদি রাখা যেতে পারে। এছাড়াও, ত্রৈমাসিক, ষান্মাষিক, বার্ষিকভাবে নিয়মিত সভা করা/আড্ডা দেয়া একান্ত বাঞ্চনীয়। বছরের সেরা ব্যবহারকারী (অন/অফ-লাইন) নির্ধারণ করা; নিয়মিত/অভিজ্ঞদেরকে আন্তরিক হওয়া; গ্রহণযোগ্যতার প্রশ্নে সকলকে এগিয়ে আসারও প্রয়োজন রয়েছে বৈ-কি (যে-যার অবস্থানে থেকে)! তবে, কথায় নয় কাজে বিশ্বাসী নীতিতে চলতে হবে। একটি উদাহরণ দেখুন: [[উইকিপিডিয়া:সম্পাদনার সংখ্যা অনুযায়ী উইকিপিডিয়ানদের তালিকা|এখানে]]। অসম্পূর্ণ নিবন্ধগুলো সম্প্রসারণে প্রতিযোগিতার মাধ্যমে সম্প্রসারণ অথবা সময় নির্ধারণ ও ব্যবহারকারীকে অবগত করে ৭দিনের সময় দিয়ে বিলোপন ঘটানো যায়। উইকিশিষ্টাচার বজায় রাখা; আলাপ পাতার সদ্ব্যবহার করার অভ্যাস গড়ে তোলার বিষয়ে সচেতন করা যায়। সর্বাগ্রে প্রয়োজন পড়েছে উইকি সহায়িকা পাতাগুলোর বাংলাকরণ যা উত্তরোত্তর জটিলতার দিকে নিয়ে যাচ্ছে।
 
সকল স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে উইকি’র গুরুত্বতা তুলে ধরতে ডাকযোগে ত্রৈমাসিক, ষান্মাষিক, বার্ষিকভাবে লিফলেট পাঠানো যেতে পারে, যাতে উইকি সমৃদ্ধিতে ব্যবহারকারীর ভূমিকা, করণীয়, নির্দেশিকা, যোগাযোগসহ সংক্ষিপ্ত পরিচিতি থাকবে। বিশ্বকোষের সাথে সামঞ্জস্য রেখে ব্যবহারকারীকে বিশ্ব নাগরিকের দিকে ধাবিত করাসহ পরিচিতি ঘটানো যেতে পারে। - [[ব্যবহারকারী:Suvray|Suvray]] ([[ব্যবহারকারী আলাপ:Suvray|আলাপ]]) ১৭:৩০, ২৩ মার্চ ২০১৭ (ইউটিসি)