ব্ল্যাকবিয়ার্ড: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
আফতাব বট (আলোচনা | অবদান)
টেমপ্লেটে সংশোধন
আফতাব বট (আলোচনা | অবদান)
বট বানান ঠিক করেছে
২০ নং লাইন:
'''এডওয়ার্ড টীচ''' (সি. ১৬৮০ - ২২ নভেম্বর, ১৭১৮), ('''ব্ল্যাকবিয়ার্ড''' নামেই অধিক পরিচিত) ছিলেন একজন কুখ্যাত ইংরেজ [[জলদস্যু]] যিনি [[ওয়েস্ট ইন্ডিজ]] ও পূর্ব উপকূলে আমেরিকান উপনিবেশে বিচরন করতেন। তার প্রারম্ভিক জীবন সম্পর্কে খুব অল্প জানা যায়। মনে করা হয় তিনি [[ইংল্যান্ড|ইংল্যান্ডের]] [[ব্রিস্টল|ব্রিস্টলে]] জন্মগ্রহন করেন। প্রথম দিকে তিনি সম্ভবত ''রাণী অ্যানর যুদ্ধের'' সময় জাহাজের প্রাইভেটিয়ার (শত্রু-জাহাজ আক্রমণ ও লুণ্ঠনের অধিকারপ্রাপ্ত বেসরকারী জাহাজ) ছিলেন। যুদ্ধের পর তিনি ১৭১৬ সালের দিকে [[বাহামা দ্বীপপুঞ্জ|বাহামেইন দ্বীপপুঞ্জের]] [[বেঞ্জামিন হর্নিগোল্ড|ক্যাপ্টেন হর্নিগোল্ডের]] বেসে জাহাজের কর্মী হিসেবে যোগদান করেন। পরবর্তীতে [[বেঞ্জামিন হর্নিগোল্ড|হার্নিগোল্ড]] তাকে দখল করা একটি পাল তোলা ছোট জাহাজের কমান্ডার হিসেবে নিযুক্ত করে। এই দুইজন জলদস্যুতার অনেক ঘটনায় জড়িত। পরবর্তীতে তারা আরো দুটি জাহাজের মালিক হন যার মধ্যে একটি [[স্টিডি বোনেট|স্টিডি বোনেটের]] অধীনে ছিল। কিন্তু ১৭১৭-এর শেষ দিকে [[বেঞ্জামিন হর্নিগোল্ড|হার্নিগোল্ড]] তার সঙ্গে দুটি জাহাজ নিয়ে জলদস্যুতা থেকে অবসর গ্রহণ করে।
 
টীচ একটি ফরাসি বণিক জাহাজ দখল করে ও ৪০টি বন্দুকে সজ্জিত করে জাহাজটিকে [[কুইন অ্যানি’স রিভেঞ্জ]] নামকরননামকরণ করেন। ক্রমেই তিনি বিখ্যাত জলদস্যুতে পরিণত হন এবং তার ব্ল্যাকবিয়ার্ড নামটি দেওয়া হয়েছিল তার লম্বা কালো দাড়ি ও ভীতিকর চেহারার জন্য। কিংবদন্তী প্রচলিত, তিনি তার বিখ্যাত দাড়িতে ঘষে আগুন ধরাতে পারতেন। তিনি দক্ষিণ ক্যারোলিনার কার্লিস্টোন বন্দরে দস্যুদের একটি জোট গঠন করেন। এখানকার অধিবাসীদের কাছ থেকে সাফল্যের সাথে মুক্তিপন আদায়ের পর তিনি তার কুইন এ্যানা’স রিভেঞ্জ নিয়ে উত্তর ক্যারোলিনার বিউফোর্টের কাছে একটি জলায় আটকে যান। তিনি বাথ শহরে রাজকীয় ক্ষমা পান কিন্তু শীঘ্রেই তিনি সমুদ্রে জলদস্যুপনায় ফিরে যান এবং বিষয়টি ভার্জিনিয়ার শাষক আলেক্সজেন্ডার স্পটস্‌উডের দৃষ্টিতে আসে। স্পটস্‌উড নাবিক ও সৈন্যদের সমন্বয়ে একটি বাহিনী গঠন করে ব্ল্যাকবিয়ার্ডকে ধরতে অভিযান চালায়। অবশেষে ২২ নভেম্বর ১৭১৮ সালে একটি হিংস্র যুদ্ধে লেফটেনান্ট রবার্ট ম্যানার্ডের নেতৃত্বে একটি ছোট নাবিক দলরে হাতে ব্ল্যাকবিয়ার্ড ও তার জাহাজের কিছু কর্মী নিহত হন।
 
== প্ররম্ভিক জীবন ==