পর্তুগিজ ভারত: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Chumwa (আলোচনা | অবদান)
map swap
আফতাব বট (আলোচনা | অবদান)
বট বানান ঠিক করেছে
৪৪ নং লাইন:
|footnotes =
}}
'''পর্তুগীজ ভারত''' হচ্ছে ভারতবর্ষে পর্তুগাল ওপনিবেশকতার দরুন দখলকৃত স্থানসমূহ নিয়ে গড়ে উঠা এলাকা। ইংরেজিতে পর্তুগীজ শাসসনাধীন এই এলাকার নাম হচ্ছে ''পর্তুগীজ ভাইসরয়াল্টি অব ইন্ডিয়া'', পর্তুগীজ ভাষাতে এই এলাকার নাম হচ্ছে ''ভাইস-রেইনো দ্য ইন্ডিয়া পর্তুগীজ'' পরবর্তীতে এই এলাকার নাম সরাসরি ''পর্তুগীজ ষ্টেট অব ইন্ডিয়া'' বা Estado Portuguesa da Índia নামকরননামকরণ করা হয়।
 
১৪৯৮ সালে ভারতবর্ষে পর্তুগিজরা আসে। ২০শে মে, ১৪৯৮ সালে পর্তুগীজ নাবিক [[ভাস্কো ডা গামা|ভাস্কো ডা গামার]] নেতৃত্বে পর্তুগিজ জাহাজ বহর কালিকটের (বর্তমান কোজিকোড়ে) কাপ্পাড় এলাকাতে অবতরন করে। ১৫০৫ সালে পর্তুগিজ ভারতের সরকার গঠিত হয়। পর্তুগিজ শাসকদের ভাইসরয় উপাধিতে ডাকা হত। ভারতবর্ষে নিযুক্ত প্রথম ভাইসরয়ের নাম [[ফ্রান্সিসকো দে আলমেইদা|ফ্রান্সিসকো দ্য আলমেইদা]]। ভারতবর্ষে পর্তুগীজ শাসনের কেন্দ্র বিন্দু ছিল কোচি। ১৭৫২ সাল পর্যন্ত [[ভারত মহাসাগর|ভারত মহাসাগরের]] সকল পর্তুগীজ অভিযান এই কোচি থেকেই পরিচালিত হত।