৩,৪৮,১৮২টি
সম্পাদনা
WikitanvirBot (আলোচনা | অবদান) অ (বট বানান ঠিক করছে, কোনো সমস্যায় তানভিরের আলাপ পাতায় বার্তা রাখুন) |
অ (টেমপ্লেটে সংশোধন) |
||
'''মার্গারেট কারম্যান ক্যানসিনো''' ({{lang-en|Margarita Carmen Cansino}}; [[জন্ম]]: [[১৭ অক্টোবর]], [[১৯১৮]] - [[মৃত্যু]]: [[১৪ মে]], [[১৯৮৭]]) নিউইয়র্কের ব্রুকলিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট মার্কিন অভিনেত্রী ও নর্তকী ছিলেন। বৈশ্বিক [[চলচ্চিত্র]] জগতে তিনি মূলতঃ '''রিটা হেওয়ার্থ''' নামেই সমধিক পরিচিত ব্যক্তিত্ব। তিনি স্পেনীয় ও আইরিশ বংশোদ্ভূত মার্কিন নাগরিক হিসেবে ১৯৪০-এর দশক থেকে ১৯৫০-এর দশক পর্যন্ত সময়কালে [[সেরা যৌন আবেদনময়ী]] হিসেবেও ব্যাপকভাবে পরিচিত ছিলেন। ১৯৪০ সাল থেকে [[Life (magazine)|লাইফ সাময়িকীতে]] পাঁচবার প্রচ্ছদচিত্রে স্থান পান রিটা।<ref name="Geerhart">[http://knol.google.com/k/bill-geerhart/atomic-goddess-part-1/1uefuvb7s5ifz/5#%22Atomic%20Goddess%20Part%201%22 Bill Geerhart "Atomic Goddess, Part I", Knol, accessed 21 March 2012]</ref> তিনি তাঁর কর্মজীবনে চূড়ায় পৌঁছে ''হলিউডের রাণী'' হিসেবে পরিচিত পান ও অনেক চলচ্চিত্রে অভিনয় করেন।
হেওয়ার্থ তাঁর ৩৭ বছরের কর্মময় চলচ্চিত্র জীবনে ৬১টি চলচ্চিত্রে অভিনয় করেন। তিনি ছিলেন ছয়জন মহিলাদের একজন, যিনি [[Fred Astaire|ফ্রেড অ্যাস্তায়ের]] ও [[Gene Kelly|জিন কেলি’র]] সাথে রূপালী পর্দায় নাচার লক্ষ্যমাত্রা স্থির করেছিলেন।<ref name="news.google.com">{{
== প্রারম্ভিক জীবন ==
স্পেনীয়-বংশোদ্ভূত নৃত্যশিল্পী [[Eduardo Cansino, Sr.|এডোয়ার্ডো ক্যানসিনো]]<ref>{{
রিটার বাবা তাঁকে পেশাদার নর্তকী করতে চেয়েছিলেন। কিন্তু, তাঁর মা চেয়েছিলেন তাঁকে অভিনেত্রী করতে।<ref>[http://news.google.com/newspapers?id=SkgKAAAAIBAJ&sjid=mUoDAAAAIBAJ&dq=rita%20hayworth%20delights&pg=3178%2C2810104 "Rita Hayworth Delights Papa and Mama Cansino."] ''Ellensburg Daily Record'', July 13, 1944. Accessed June 7, 2009.</ref> পৈত্রিক সম্পর্কীয় দাদা অ্যান্টোনিও ক্যানসিনো স্পেনের প্রসিদ্ধ ধ্রুপদী নৃত্যশিল্পী। অ্যান্টোনিও’র মাদ্রিদভিত্তিক বিশ্বখ্যাত নৃত্যের বিদ্যালয় ছিল এবং তিনি [[bolero|বোলিরোয়]] জনপ্রিয় ছিলেন।<ref>"Actress Rita Hayworth's Grandfather Dies at 89." ''Los Angeles Times,'' June 22, 1954</ref> হেওয়ার্থ পরবর্তীকালে বলেছিলেন যে, সাড়ে তিন বছর বয়স থেকে তিনি ... যখন নিজের পায়ে দাঁড়াতে শিখি, আমি নাঁচের বিষয়াবলী শিখতে থাকি।<ref>{{harv|Agan|1979|p=67}}</ref> তিনি বলেন, আমি এটি খুব বেশি পছন্দ করিনি ... কিন্তু, আমি বাবাকে তা বলতে সাহস পাইনি। তাই, আমি নাঁচ শিখতে শুরু করি। মহড়া দেওয়াই ছিল আমার বালিকাজীবনের প্রধান কাজ।<ref>{{harv|Morella|1983|p=16}}</ref> কয়েক বছর যাবৎ প্রতিদিন তিনি ধ্রুপদী নৃত্যকলা শিখতে [[Carnegie Hall|কার্নেগি হল কমপ্লেক্সে]] উপস্থিত হতেন। সেখানে তাঁকে তাঁর চাচা অ্যাঞ্জেল ক্যানসিনো নৃত্যকলা শিখতে দিতেন। ছয় বছর বয়সে তিনি জনসমক্ষে নৃত্য প্রদর্শন করতে শুরু করেন।<ref name="Note"/> ১৯২৬ সালে আট বছর বয়সে তিনি [[Warner Bros.|ওয়ার্নার ব্রাদার্সের]] স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র ''লা ফিয়েস্তায়'' অভিনয় করেন।<ref name="Note"/>
== তথ্যসূত্র ==
{{সূত্র তালিকা}}
== বহিঃসংযোগ ==
|