পীর গোরাচাঁদ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্প্রসারণ, সংশোধন, বিষয়শ্রেণী, তথ্যসূত্র যোগ/সংশোধন, টেমপ্লেট
সংশোধন, তথ্যসূত্র যোগ/সংশোধন, টেমপ্লেট
১ নং লাইন:
 
'''পীর গোরাচাঁদ''' বা '''হজরত পীর গোরাচাঁদ''' বা '''গোরাই পীর''' হলেন মধ্যযুগে [[ইসলাম ধর্ম]] প্রচারের উদ্দেশ্যে [[সৌদি আরব]] থেকে [[বঙ্গ|বাংলায়]] আগত এক [[সুফি]] সন্ত। চতুর্দশ শতকের গোড়ার দিকে সাবেক [[২৪ পরগনা জেলা|চব্বিশ পরগণার]] (বর্তমান [[উত্তর চব্বিশ পরগণা]]) [[বসিরহাট|বসিরহাটের]] [[হাড়োয়া]] অঞ্চলে গুরু [[শাহজালাল]]-এর নির্দেশে আরও একুশজন পীরভাইকে সঙ্গে নিয়ে তিনি ধর্মপ্রচারে আসেন। লোককথা অনুসারে, অলৌকিক ক্ষমতাসম্পন্ন এই পীরের স্থানীয় হিন্দু রাজাদের সঙ্গে সংঘর্ষ বাঁধে এবং লড়াইয়ে তিনি নিহত হন। বসিরহাটের হাড়োয়ায় [[বিদ্যাধরী নদী]]র তীরে তাঁর সমাধি দরগাহ বর্তমান। হিন্দু-মুসলমান নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষ তাকে আজও শ্রদ্ধাভক্তি করে।<ref name=Ghosh>ঘোষ, বিনয়, "পশ্চিমবঙ্গের সংস্কৃতি", তৃতীয় খন্ড, প্রথম সংস্করণ, প্রকাশ ভবন, পৃষ্ঠা: ১৬৪-১৬৮</ref><ref name=M>Mitra, Satish Chandra. Jashor Khulnar Itihash Volume I. Deys Publishing, p. 482.</ref><ref>{{cite web|url=http://www.historyofbengal.com/rangan_datta/Lal_Masjid_Rangan_Datta.html |title=Lal Masjid - The Red Mosque |publisher=www.historyofbengal.com |date= |accessdate=February২৩ 20মার্চ, 2011২০১৭}}</ref>
 
==জন্ম-বৃত্তান্ত==
১০ নং লাইন:
 
===অকানন্দ-বকানন্দের হাতে মৃত্যু===
অবশেষে, হাতিয়াগড় পরগনার অনার্য রাজা মহিদানন্দের দুই পুত্র অকানন্দ (মতান্তরে অক্ষয়ানন্দ)<ref name=M/>) ও বকানন্দ ([[বিনয় ঘোষ|বিনয় ঘোষের]] মতে, এরা ছিলেন স্থানীয় চাষী-ধীবরদের সর্দার)<ref name=Ghosh/>) গোরাচাঁদের ধর্মান্তরধর্মান্তরকরণ অভিযান প্রতিরোধ করেন; প্রতিরোধযুদ্ধে পীরসাহেব পরাজিত ও ভীষণরকম আহত হন।
স্থানীয় ফকিরদের লোকায়ত গানে এই লড়াইয়ের বিবরণ পাওয়া যায়:
<poem>
২৫ নং লাইন:
</poem>
 
অবশেষে, ১৩৪৫ খ্রীষ্টাব্দের ১২ ফাল্গুন প্রায় আশি বছর বয়সে সাবেক বালাণ্ডা পরগনায় এসে তিনি মৃত্যুবরণ করেন। শোনা যায়, কালু ঘোষ নামে এক ব্যক্তি তাঁকে [[বিদ্যাধরী নদী]]র তীরে সমাধিস্থ করেন। উল্লেখ্য, গোরাচাঁদের হাড় এখানে সমাধিস্থ করা হয়েছিল বলেই এই অঞ্চলের নাম হয় 'হাড়োয়া'।<ref name=Ghosh/><ref name=M/>
 
==পীর গোরাচাঁদের দরগাহ ও নজরগাহ==
৫২ নং লাইন:
==তথ্যসূত্র==
{{সূত্র তালিকা}}
{{বাংলার সংস্কৃতি}}
{{উত্তর চব্বিশ পরগনা জেলা প্রসঙ্গ}}
{{উত্তর চব্বিশ পরগনা প্রসঙ্গ}}
[[বিষয়শ্রেণী:বাংলার ইতিহাস]]