ফ্র্যাডেরিক চালমার্স‌ বোর্ন‌: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
আফতাব বট (আলোচনা | অবদান)
"টেমপ্লেট:Persondata" অপসারণ
আফতাব বট (আলোচনা | অবদান)
টেমপ্লেটে সংশোধন
২০ নং লাইন:
স্যার '''ফ্রেডেরিক চালমার্স বোর্ন''' (১২ আগস্ট ১৮৯১ – ৩ নভেম্বর ১৯৭৭) ছিলেন ব্রিটিশ ভারতের একজন ইংরেজ প্রশাসক। ১৯৪৭ সাল পর্যন্ত তিনি ব্রিটিশ ভারতে দায়িত্বপালন করেছেন। পাকিস্তানের স্বাধীনতার পর ১৯৫০ সাল পর্যন্ত তিনি [[পাকিস্তান অধিরাজ্য|পাকিস্তান অধিরাজ্যে]] দায়িত্বপালন করেন।
 
তার পিতা [[ফ্র্যাডেরিক স্যামুয়েল অগাস্টাস বোর্ন]] চীনে ব্রিটিশ কনসুলার কর্মকর্তা হিসেবে কাজ করেছেন এবং পরে চীন ও জাপানের ব্রিটিশ সুপ্রিম কোর্টের বিচারক হন। চালমার্স বোর্ন ১৯১০ সালে ব্রিটিশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। তিনি কুইন্স ওন রয়েল ওয়েস্ট কেন্ট রেজিমেন্টে দায়িত্বপালন করেছেন। ১৯২০ সালে তিনি ভারতীয় সিভিল সার্ভিসে যোগ দেন। ১৯৩৭ থেকে ১৯৪৫ সালের মধ্যে [[লাহোর]] ও পাঞ্জাবের প্রশাসনে তিনি বিভিন্ন দায়িত্বপূর্ণ পদে নিযুক্ত ছিলেন। ১৯৪৫ সালের মে থেকে অক্টোবর পর্যন্ত তিনি [[কেন্দ্রীয় প্রদেশ ও বেরার|কেন্দ্রীয় প্রদেশ ও বেরারের]] ভারপ্রাপ্ত গভর্নর ছিলেন। ১৯৪৬ সালে তিনি আসামের ভারপ্রাপ্ত গভর্নর হন। একই বছর তিনি কেন্দ্রীয় প্রদেশ ও বেরারের গভর্নর হন। তিনি এই প্রদেশের শেষ গভর্নর ছিলেন। ভারত স্বাধীন হওয়ার পূর্ব পর্যন্ত তিনি এই পদে ছিলেন। এরপর তিনি [[পূর্ব বাংলা|পূর্ব বাংলার]] গভর্নর হন। ১৯৫০ সালের ৫ এপ্রিল পর্যন্ত তিনি পূর্ব বাংলার গভর্নর পদে ছিলেন।<ref>{{citeওয়েব webউদ্ধৃতি|url=http://www.bangabhaban.gov.bd/frederick1.html|title=Governors and Acting Governors of East Bengal/ East Pakistan 1947-1971|work=The Bangabhaban History|accessdate=24 June 2013}}</ref>
 
==তথ্যসূত্র==
{{সূত্র তালিকা}}
{{reflist}}
 
==বহিঃসংযোগ==
৪২ নং লাইন:
{{Governors of East Bengal}}
 
{{DEFAULTSORTপূর্বনির্ধারিতবাছাই:ফ্র্যাডেরিক চালমার্স বোর্ন}}
[[বিষয়শ্রেণী:১৮৯১-এ জন্ম]]
[[বিষয়শ্রেণী:১৯৭৭-এ মৃত্যু]]