৩,৪৬,৬৩৯টি
সম্পাদনা
অ (Removing Link GA template (handled by wikidata)) |
অ (টেমপ্লেটে সংশোধন) |
||
'''ত্রিশ বছরের যুদ্ধ''' (ইংরেজি ভাষায়: Thirty Years' War) ([[১৬১৮]] - [[১৬৪৮]]) প্রধানত [[জার্মানি|জার্মানিতে]] সংঘটিত হয়েছিল যদিও বিভিন্ন সময়ে ইউরোপের প্রায় সকল দেশই এর সাথে কোন না কোনভাবে যুক্ত ছিল। এটি ইউরোপের ইতিহাসে দীর্ঘতম এবং সবচেয়ে ধ্বংসাত্মক যুদ্ধ। ৩০ বছর ধরে একটানা চলা এই যুদ্ধকে পৃথিবীর আধুনিক ইতিহাসের সবচেয়ে দীর্ঘ যুদ্ধ হিসেবেও বিবেচনা করা হয়।
যুদ্ধের উৎপত্তি এবং অংশগ্রহণকারীদের উদ্দেশ্য সম্পর্কে স্পষ্ট করে কিছু বলা বেশ কঠিন এবং একটিমাত্র বিষয়কে যুদ্ধের কারণ হিসেবে আখ্যায়িত করাও যায় না। প্রাথমিকভাবে এটি ছিল [[পুণ্য রোমান সম্রাজ্য|পুণ্য রোমান সম্রাজ্যের]] [[প্রোটেস্ট্যান্ট]] এবং [[ক্যাথলিক|ক্যাথলিকদের]] মধ্যকার একটি ধর্মযুদ্ধ যদিও সম্রাজ্যের মধ্যকার রাজনীতি নিয়ে বিরোধ এবং শক্তির ভারসাম্যেরও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাতে। ধীরে ধীরে এটি আরও সাধারণ যুদ্ধে রূপ নেয় যাতে ইউরোপের অধিকাংশ শক্তি অংশ নিতে বাধ্য হয়।<ref name="TYW-WNEC">{{
|title=Thirty Years' War|publisher=[[Encyclopædia Britannica]]|accessdate=2008-05-24}}</ref>
== তথ্যসূত্র ==
{{সূত্র তালিকা|2}}
== বহিঃসংযোগ ==
|