টোটাল ফুটবল: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
WikitanvirBot (আলোচনা | অবদান)
বট বানান ঠিক করছে, কোনো সমস্যায় তানভিরের আলাপ পাতায় বার্তা রাখুন
আফতাব বট (আলোচনা | অবদান)
টেমপ্লেটে সংশোধন
৮ নং লাইন:
 
== ইতিহাস ==
টোটাল ফুটবলের ভিত্তি স্থাপন করে [[গোল্ডেন টিম|হাঙ্গেরি]] ১৯৫০ সালে, যা ফুটবল খেলায় বৈপ্লবিক পরিবর্তন বয়ে আনে। সে সময় তারা [[গোল্ডেন টিম|গোল্ডেন টিমের]] মাধ্যমে পুরো ফুটবল বিশ্বকে রাজত্ব করে। [[জ্যাক রেইনল্ডস]],<ref>{{citeসংবাদ newsউদ্ধৃতি|url=http://news.bbc.co.uk/sport2/hi/football/euro_2008/netherlands/7415457.stm|title=Dutch substance over style|publisher=বিবিসি|accessdate=২৬ জুন ২০১৩|date=৪ জুন ২০০৮}}</ref> যিনি ১৯১৫–১৯২৫, ১৯২৮–১৯৪০ এবং ১৯৪৫–১৯৪৭ সালে আয়াক্সের কোচ ছিলেন, প্রথম এই পদ্ধতিটি প্রত্যক্ষ এবং পরিশোধন করেন।
 
রাইনাস মিশেলস, যিনি রেইনল্ডসের অধীনে খেলেছেন, পরবর্তীতে আয়াক্সের কোচের দায়িত্ব গ্রহণ করেন। তিনি এই ধরণাটিকে পুনরায় পরিশোধন করেন যা বর্তমানে “টোটাল ফুটবল” নামে পরিচিত। তিনি ১৯৭০ এর দশকে আয়াক্স এবং নেদারল্যান্ডস জাতীয় দলে এই কৌশল ব্যবহার করেন। মিশেলস [[ফুটবল ক্লাব বার্সেলোনা|বার্সেলোনায়]] চলে গেলে [[স্টিফান কোভাস]] এটির পুনরায় পরিশোধন করেন। ডাচ ফরোয়ার্ড [[ইয়োহান ক্রুইফ]] ছিলেন এই পদ্ধতির সবচেয়ে বিখ্যাত খেলোয়াড়।<ref>{{citeওয়েব webউদ্ধৃতি|url=http://www.fifa.com/classicfootball/coaches/coach=33960/index.html|title=Classic Coach: Rinus Michels|work=Classic Football|publisher=Fédération Internationale de Football Association|accessdate=২৬ জুন ২০১৩}}</ref>
 
যদিও ক্রুইফ সেন্টার ফরোয়ার্ড হিসেবে মাঠে নামতেন, তিনি পুরো মাঠেই খেলতেন। যার ফলে টোটাল ফুটবলের মত একটি গতিশীল কৌশলের প্রয়োজন পড়ে। ক্রুইফের সতীর্থরা তার নড়াচড়ার সাথে নিজেদের মানিয়ে নেন। তারা প্রয়োজনমত অবস্থান পরিবর্তন করে খেলার ধারা বজায় রাখতেন।
 
== বর্তমান ব্যবহার ==
টোটাল ফুটবলকে অনেক সময় আক্রমণাত্মক ফুটবল বলে অপব্যবহার করা হয়। প্রকৃতপক্ষে টোটাল ফুটবল হল প্ররোচক যা পাল্টা আক্রমনবিহীন এবং অবস্থান পরিবর্তন ও অধিক চাপ প্রয়োগ ভিত্তিক একটি ফুটবল কৌশল।<ref>{{citeসংবাদ newsউদ্ধৃতি|url=http://sport.scotsman.com/south-africa-world-cup-2010/World-Cup-2010-Dutch-were.6413230.jp|title=World Cup 2010: Dutch were pioneers of Total Football, but after exporting it to Spain must now stop opponents at their own game|last=Wilson|first=Jonathan|authorlink=Jonathan Wilson|date=১১ জুলাই ২০১০|accessdate=২৬ জুন ২০১৩|work=The Scotsman}}</ref> [[ফুটবল ক্লাব বার্সেলোনা]], [[আর্সেনাল ফুটবল ক্লাব]], [[অ্যাথলেতিক বিলবাও|অ্যাথলেতিক ক্লাব দি বিলবাও]], [[এএফসি আয়াক্স]] এবং [[স্পেন জাতীয় ফুটবল দল]] যে পদ্ধতিতে খেলে তা “টিকি-টাকা” নামে পরিচিত। যার মূল রয়েছে টোটাল ফুটবলে। ১৯৮৮ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত বার্সেলোনার কোচ থাকাকালীন সময় ক্রুইফ যে কৌশল ব্যবহার করতেন তার উন্নত ও বিবর্ধিত রূপই হল টিকি-টাকা। এই উন্নত কৌশলটি ব্যবহার করে [[লুইস আরাগনস]] এবং [[ভিসেন্তে দেল বস্ক]]-এর [[ইউরো ২০০৮]], [[২০১০ ফিফা বিশ্বকাপ]] এবং [[ইউরো ২০১২]] জয়ী স্পেন জাতীয় দল। [[পেপ গার্দিওলা]]র অধীনে বার্সেলোনাও এই কৌশল ব্যবহার করে। টোটাল ফুটবলের সাথে টিকি-টাকার পার্থক্য হল এটি খেলোয়াড়দের অবস্থান পরিবর্তনের চেয়ে বল নিয়ন্ত্রন এবং পাসিং-এ অধিক গুরুত্ব দিয়ে থাকে।<ref>{{citeসংবাদ newsউদ্ধৃতি|url=http://www.cbc.ca/sports/soccer/fifaworldcup/blog/2010/07/why-spain-were-anything-but-boring.html|title=Why Spain were anything but boring|last=Honigstein|first=Raphael|authorlink=Raphael Honigstein|publisher=CBC.ca|date=৮ জুলাই ২০১০|accessdate=২৬ জুন ২০১৩}}</ref>
 
== তথ্যসূত্র ==
{{সূত্র তালিকা}}
{{Reflist}}
 
{{Commonscat|Totaalvoetbal|টোটাল ফুটবল}}