কোকিল: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
FerdousBot (আলোচনা | অবদান)
প্রতিস্থাপন, replaced: Avesপক্ষী
আফতাব বট (আলোচনা | অবদান)
টেমপ্লেটে সংশোধন
১৫ নং লাইন:
}}
 
'''কোকিল''' ''কুকুলিডি'' ('''Cuculidae''') গোত্রের অন্তর্গত একদল পাখি। পৃথিবীব্যাপী কোকিলের প্রায় ২৬টি প্রজাতির খোঁজ পাওয়া গেছে। অধিকাংশ কোকিল লম্বা ও সরু গঠনবিশিষ্ট, এদের সামান্য বাঁকানো ঠোঁট, লম্বা লেজ এবং দীর্ঘ চোখা ডানা রয়েছে। উভয় পায়েই সামনে ও পেছনের দিকে দুটি করে আঙুল বিদ্যমান।<ref name="Brit">{{citeওয়েব webউদ্ধৃতি | url=http://www.britannica.com/EBchecked/topic/145811/cuckoo | title=Cuckoo | publisher=Encyclopaedia Britannica | accessdate=22 অক্টোবর 2013}}</ref> অধিকাংশ কোকিল বৃক্ষচর, তবে বেশ কয়েক প্রজাতির ভূচর কোকিলের খোঁজ পাওয়া গেছে। এরা মরু ও মেরু অঞ্চল বাদে প্রায় সমগ্র পৃথিবীজুড়ে বিস্তৃত; বিষুবীয় অঞ্চলে এদের উপস্থিতি প্রকট। বেশ কিছু প্রজাতি আবার স্বভাবে [[পরিযায়ী পাখি|পরিযায়ী]]। পোকামাকড়, শুককীট ইত্যাদি এদের মূল খাদ্য। এছাড়া ফলমূলও খায়।
 
কোকিল বাংলার একটি সুপরিচিত পাখি। এদের চমৎকার গান বসন্তকালকে মুখরিত করে রাখে। এরা [[বাসা পরজীবীতা|বাসা পরজীবী]], অর্থাৎ পরের বাসায় ডিম পেড়ে চলে যায়, তাই এদের আরেক নাম পরভৃত। [[বাংলা ভাষা|বাংলা ভাষায়]] কোকিল নিয়ে বেশ কিছু বাগধারা চালু আছে, যেমন ''কোকিলকন্ঠী'' মানে হল মধুর গানের গলা বিশিষ্ট, আবার ''বসন্তের কোকিল'' মানে হল সুসময়ের বন্ধু।
৫৭ নং লাইন:
 
== তথ্যসূত্র ==
{{সূত্র তালিকা}}
{{reflist}}
 
== বহিঃসংযোগ ==