৩,৪৮,৫৬৬টি
সম্পাদনা
FerdousBot (আলোচনা | অবদান) অ (বানান, replaced: বিরোধীতা → বিরোধিতা) |
অ (টেমপ্লেটে সংশোধন) |
||
'''আফগানিস্তান প্রজাতন্ত্র''' ({{lang-prs|جمهوری افغانستان}}, ''{{transl|fa|Jǝmhūri Afġānistān}}''; {{lang-ps|د افغانستان جمهوریت}}, ''{{transl|ps|Dǝ Afġānistān Jumhūriyat}}'') প্রথম আফগান প্রজাতন্ত্র ছিল। ১৯৭৩ সালে [[মুহাম্মদ দাউদ খান]] রক্তপাতহীন এক অভ্যুত্থানের মাধ্যমে [[আফগানিস্তানের বাদশাহ]] [[মুহাম্মদ জহির শাহ|মুহাম্মদ জহির শাহকে]] ক্ষমতাচ্যুত করার পর এই প্রজাতন্ত্র গঠিত হয়। দাউদ খান প্রগতিশীল রাজনীতিবিদ হিসেবে পরিচিত ছিলেন। তিনি সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের সহায়তায় আফগানিস্তানকে আধুনিক করতে চেয়েছিলেন।<ref name=Iranica>{{cite encyclopedia |last=Rubin |first=Barnett |editor=[[Ehsan Yarshater]] |encyclopedia=[[Encyclopædia Iranica]] |title=DĀWŪD <u>KH</U>AN |url= http://www.iranica.com/newsite/articles/v7f2/v7f246.html |accessdate=January 2008 |edition=অনলাইন |publisher=[[কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়]] |location=যুক্তরাষ্ট্র}}</ref>
১৯৭৮ সালে কমিউনিস্টদের প্ররোচনায় [[সাওর বিপ্লব]] সংঘটিত হয়। দাউদ খান ও তার পরিবারের সদস্যরা এতে নিহত হন। এর ফলে রাজতন্ত্র পরবর্তী প্রজাতন্ত্র বিলুপ্ত হয়ে সোভিয়েতপন্থি [[আফগানিস্তান গণতান্ত্রিক প্রজাতন্ত্র]] প্রতিষ্ঠিত হয়।<ref name="daoud">{{
==ইতিহাস==
===প্রতিষ্ঠা===
১৯৭৩ সালের জুলাই মাসে [[মুহাম্মদ জহির শাহ]] চিকিৎসার জন্য [[ইতালি]] যান। এসময় তার চাচাত ভাই ও সাবেক [[আফগানিস্তানের প্রধানমন্ত্রী|প্রধানমন্ত্রী]] [[মুহাম্মদ দাউদ খান]] অভ্যুত্থান সংঘটিত করে প্রজাতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করেন। এক দশক পূর্বে দাউদ খান প্রধানমন্ত্রীর পদ ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন।<ref name = tntimes/> অভ্যুত্থানের এক মাস পর গৃহযুদ্ধের ঝুকি না নিয়ে বাদশাহ সিংহাসন ত্যাগ করেন।<ref name="tntimes">{{
===রাজনৈতিক সংস্কার===
{{main|সাওর বিপ্লব}}
[[File:Day after Saur revolution.JPG|thumb|সাওর বিপ্লবের পরের দিন কাবুলের দৃশ্য।]]
১৯৭৮ সালে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে পিপলস ডেমোক্রেটিক পার্টি ক্ষমতা দখল করে। এই বিপ্লব [[সাওর বিপ্লব]] নামে পরিচিত।<ref name="bbc">{{
পিপলস ডেমোক্রেটিক পার্টির মহাসচিব [[নূর মুহাম্মদ তারাকি]] বিপ্লবী কাউন্সিলের প্রেসিডিয়ামের চেয়ারম্যান ঘোষণা করা হয় এবং তিনি রাষ্ট্রপ্রধান হিসেবে দাউদের উত্তরসুরি হন। একই সাথে তিনি নবগঠিত [[আফগানিস্তান গণতান্ত্রিক প্রজাতন্ত্র|আফগানিস্তান গণতান্ত্রিক প্রজাতন্ত্রের]] সরকার প্রধানও হন।<ref name="Garthoff, Raymond L. 1994. p. 986"/>
==তথ্যসূত্র==
{{সূত্র তালিকা}}
==বহিঃসংযোগ==
{{coord missing|Afghanistan}}
{{
[[বিষয়শ্রেণী:মধ্যপ্রাচ্যের সাবেক রাষ্ট্র]]
[[বিষয়শ্রেণী:দক্ষিণ এশিয়ার সাবেক রাষ্ট্র]]
|