অ্যাসোসিয়েশন অব টেনিস প্রফেশনালস: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
"ATP_World_Tour.png" সরানো হয়েছে, কমন্স হতে Taivo এটি মুছে ফেলেছেন কারণ: Fair use material is not permitted on Wikimedia Commons: [[:c:Commons:Deleti
আফতাব বট (আলোচনা | অবদান)
টেমপ্লেটে সংশোধন
২০ নং লাইন:
|countryflag=
}}
'''অ্যাসোসিয়েশন অব টেনিস প্রফেশনালস''' ([[ইংরেজী ভাষা|ইংরেজীতে]]: Association of Tennis Professionals) বা সংক্ষেপে '''এটিপি''' (ATP) একটি পুরুষ পেশাদার টেনিস খেলোয়ারদের সংস্থা। ১৯৭২ সালে ডোনাল্ড ডেল, জ্যাক ক্রেমার এবং ক্লিফ ড্রিসডেল – এই তিনজন এটিপি প্রতিষ্ঠা করেন। তাদের উদ্দেশ্য ছিল এমন একটা সংস্থা তৈরি করা যার মাধ্যমে পেশাদার পুরুষ টেনিস খেলোয়ারদের স্বার্থ সংরক্ষিত হবে। ড্রিসডেল এটিপির প্রথম প্রেসিডেন্ট হন। ১৯৯০ সাল থেকে এটিপি বিশ্বব্যাপী অনেক টেনিস ট্যুরের আয়োজন করেছে। ট্যুরের নামে এটিপি ব্যবহৃত হয়। আগে এটি এটিপি ট্যুর নামে পরিচিত হলেও ২০০১ সাল থেকে এটা শুধু '''এটিপি''' নামে পরিচিতি পায়। ২০০৯ সালে এটি পরিবর্তন করে আবার '''এটিপি ওয়ার্ল্ড ট্যুর''' করা হয়।<ref>{{citeওয়েব webউদ্ধৃতি|url=http://sports.espn.go.com/sports/tennis/columns/story?columnist=kamakshi_tandon&id=3686016|title=Posing 10 ATP questions for 2009}}</ref> এই টুর্নামেন্টগুলো আগে গ্র্যান্ড প্রিক্স টেনিস টুর্নামেন্ট এবং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ টেনিস নামেও পরিচিত ছিল।
এটিপির কার্যনির্বাহী দপ্তর লন্ডনে অবস্থিত। এটিপি আমেরিকা যুক্তরাষ্টের ফ্লোরিডার পন্টে ভেড্রা বিচে অবস্থিত। এটিপি ইউরোপ মোনাকোতে অবস্থিত। এছাড়া এটিপি ইন্টারন্যাশনাল, যার আওতায় পড়ে আফ্রিকা, এশিয়া ও অস্ট্রেলেশিয়া, এটির দপ্তর অশ্ত্রেলিয়ার সিডনিতে অবস্থিত।
 
২৯ নং লাইন:
 
==তথ্যসূত্র==
{{সূত্র তালিকা}}
{{reflist}}
 
==বহিঃসংযোগ==