তাপ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
বইয়ের সাহায্য নিয়েছি
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
অভীক৩৫৭০ (আলোচনা | অবদান)
Adding info
ট্যাগ: দৃশ্যমান সম্পাদনা মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
২ নং লাইন:
{{multiple issues|cleanup=মার্চ ২০১২|copy edit=মার্চ ২০১২|wikify=মার্চ ২০১২}}
[[চিত্র:171879main LimbFlareJan12 lg.jpg|300px|thumb|right| সূর্যে নিউক্লিয়ার ফিউশনের মাধ্যমে তাপ উৎপন্ন হয় এবং তাড়িৎচৌম্বক তরঙ্গ আকারে পৃথিবীতে পৌছায়। এ শক্তি পৃথিবীতে জীবদের জন্য অন্যতম প্রধান চালিকা শক্তি হিসেবে কাজ করে।]]
'''তাপ''' একপ্রকার [[শক্তি]] যা আমাদের মস্তিষ্কে ঠান্ডা বা গরমের অনুভূতি তৈরীতৈরি করে। তাপতাপগতিবিদ্যা হচ্ছে ঠান্ডার বিপরীত। তাপগতিবিদ্যায়অনুসারে, যখন দুটি বস্তুর মধ্যে একটি বস্তু থেকে আরেকটি বস্তুতে শক্তি স্থানান্তরিত হলেহয়​, তখন একটি অন্যটি অপেক্ষা গরম হয়।হয় (অর্থাৎ, একটি অন্যটির চেয়ে বেশি তাপশক্তি অর্জন করে)। অন্যভাবে বলা যায়, তাপ হলহলো পদার্থের অণুগুলোর গতির সাথে সম্পর্কযুক্ত এমন এক প্রকার শক্তি যা কোন বস্তু ঠান্ডা না গরম তার অনুভূতি জন্মায়।তাপজন্মায়। তাপ গতিবিদ্যার তিনটি সূএসূত্র​ রয়েছে <ref>মোঃ আদুল গনি, সুশান্ত সরকার, অচিন্ত্য দত্ত, (২০০৭), উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান: মল্লিক ব্রাদার্স, ঢাকা।</ref>

তাপ ও [[তাপমাত্রা]] একই বিষয় নয়। সাধারণত উচ্চ [[তাপমাত্রা|তাপমাত্রার]] বস্তু থেকে নিম্ন তাপমাত্রার বস্তুতে তাপ প্রবাহিত হয়। তাপমাত্রার পার্থক্যজনিত কারণে বিভন্নবিভিন্ন পদ্ধতিতে যেমন- [[পরিবহণ|পরিবহন]], [[পরিচলন]], [[বিকিরণ]] প্রক্রিয়ায় তাপশক্তি গমন করে।<ref>[[Max Born|Born, M.]] (1949), p. 31.</ref><ref>[[Brian Pippard|Pippard, A.B.]] (1957/1966), p. 16.</ref><ref>[[Lev Landau|Landau, L.]], [[Evgeny Lifshitz|Lifshitz, E.M.]] (1958/1969), p. 43</ref><ref>[[Herbert Callen|Callen, H.B.]] (1960/1985), pp. 18–19.</ref><ref>Reif, F. (1965), pp. 67, 73.</ref><ref>Bailyn, M. (1994), p. 82.</ref>
 
== ইতিহাস ==
অষ্টাদশ শতাব্দিরশতাব্দীর​ শেষ ভাগ পর্যন্ত বিজ্ঞানীদের ধারণা ছিল, তাপ ক্যালরিক নামে এক প্রকার অতি সূক্ষ্ম তরল বা বায়বীয় পদার্থ। গরম বস্তুতে ক্যালরিক বেশি থাকে এবং শীতল বস্তুতে তা কম থাকে। কোন বস্তুতে ক্যালরিক প্রবেশ করলে তা গরম হয় আর চলে গেলে তা শীতল হয়।কিন্তু ১৭৯৮ সালে বেনজামিন থম্পসন (১৭৫৩-১৮১৪) নামে একজন আমেরিকান বিজ্ঞানী (যিনি পরবর্তীতে কাউন্ট রামফোর্ড নামে প্রসিদ্ধি লাভ করেন) প্রমাণ করেন ক্যালরিক বলে বাস্তবে কিছু নেই। তাপের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক অাছে গতির। তিনি কামানের নল তৈরির সময় ধাতুর টুকরাকে ড্রিলমেশিন দিয়ে ফুটো করার সময় লক্ষ করেন যে, ছোট্ট ধাতুর টুকরো ছিটকে আসছিল সেগুলো অত্যন্ত উত্তপ্ত। তিনি চিন্তা করেন, ড্রিল চালাতে যে [[যান্ত্রিক শক্তি]] ব্যয় হয়েছে তার থেকেই তাপ উদ্ভব হয়। এই যান্ত্রিক শক্তিই ধাতব টুকরাগুলোর অণুগুলোতে গতিশক্তির সঞ্চার করে টুকরাগুলোকে উত্তপ্ত করে।<brref>Partington, J.R. (1949).</ref><ref>[[Clifford Truesdell|Truesdell, C.]] (1980), page 15.</ref>
কিন্তু ১৭৯৮ সালে বেনজামিন থম্পসন(১৭৫৩-১৮১৪) নামে একজন আমেরিকান বিজ্ঞানী (যিনি পরবর্তীতে কাউন্ট রামফোর্ড নামে প্রসিদ্ধ লাভ করেন) প্রমাণ করেন ক্যালরিক বলে বাস্তবে কিছু নেই। তাপের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক অাছে গতির। তিনি কামানের নল তৈরির সময় ধাতুর টুকরাকে ড্রিলমেশিন দিয়ে ফুটো করার সময় লক্ষ করেন যে, ছোট্ট ধাতুর টুকরো ছিটকে আসছিল সেগুলো অত্যন্ত উত্তপ্ত। তিনি চিন্তা করেন, ড্রিল চালাতে যে [[যান্ত্রিক শক্তি]] ব্যয় হয়েছে তার থেকেই তাপ উদ্ভব হয়। এই যান্ত্রিক শক্তিই ধাতব টুকরাগুলোর অণুগুলোতে গতিশক্তির সঞ্চার করে টুকরাগুলোকে উত্তপ্ত করে।<ref>Partington, J.R. (1949).</ref><ref>[[Clifford Truesdell|Truesdell, C.]] (1980), page 15.</ref>
 
== তাপ যেভাবে উৎপন্ন হয় ==
প্রকৃতপক্ষে, তাপ পদার্থের অণুগুলোর এলোমেলো গতির ফল। পদার্থের অণুগুলো সবসময় গতিশীল অবস্থায় থাকে। কোনকোনো​ পদার্থের মোট তাপের পরিমাণ এর মধ্যস্থিত অণুগুলোর মোট গতিশক্তির সমাণুপাতিক।সমানুপাতিক। কোনকোনো​ বস্তুতে তাপ প্রদান করা হলে এর অণুগুলোর ছুটাছুটিছোটাছুটি বৃদ্ধি পায়, ফলে এর গতিশক্তিও বেড়ে যায়। সুতরাং '''তাপ''' পদার্থের আণবিক গতির সাথে সম্পর্কিত এক প্রকার শক্তি যা ঠাণ্ডাঠান্ডা বা গরমের অনুভূতি জন্মায়।জাগায়।
 
== শক্তি হিসেবে তাপ ==
১৯ ⟶ ২০ নং লাইন:
== তাপমাত্রা ==
{{Main|তাপমাত্রা}}
কোনকোনো​ বস্তুর তাপীয় অবস্থা যা নির্ধারণ করে ঐ বস্তুটি অন্য কোনকোনো​ বস্তুর সংস্পর্শে আসলে তাপ গ্রহণ করবে না তাপ বর্জন করবে, তারতাকে '''তাপমাত্রা''' বলে। আন্তর্জাতিক পদ্ধতিতে তাপমাত্রার একক হল [[ক্যালভিন]](K)। ক্যালভিন এককের পূর্বে ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার একক হিসেবে প্রচলিত ছিল।
 
তাপমাত্রা পরিমাপ করার জন্য তিনটি স্কেল প্রচলিত রয়েছে।সেলসিয়াসরয়েছ সেলসিয়াসাস, ফারেনহাইট ও কেলভিন স্কেল। এদের যথাক্রমে °C, °F ও K হিসাবে প্রকাশ করা হয়।এদের মধ্যে গানিতিকণিনিতিক সম্পর্ক হলো :
 
'''<math>C/5=(F-32)/9=(K-273)/5</math>'''
 
==কঠিন পদার্থের প্রসারনপ্রাস==
==প প্রয়াগ করলে পদার্থের দৈর্ঘ্য, ক্ষেত্রফল ও আয়তন বৃদ্ধি পায়।↵কঠিন বস্তুতে তাপ প্রয়োগ করলে নির্দিষ্ট দিকে যে প্রসারন হয় তাকে দৈর্ঘ্য প্রসারন বলে। ↵যদি Θ১ তাপমাত্রায় l1 দৈর্ঘ্য থাকে এবং তাপমাত্রা বৃদ্ধি শেষে যদি Θ2 তাপমাত্রায় l2 দৈর্ঘ্য হয় তাহলে ↵দৈর্ঘ্য বৃদ্ধি=l2-l1↵তাতাপমাত্রা বৃদ্ধি = Θ2-Θ1↵দৈর্ঘ্য প্রসারন সহগ α যার রাশিমালা ↵==
==<small>রপ প্রয়াগ করলে পদার্থের দৈর্ঘ্য, ক্ষেত্রফল ও আয়তন বৃদ্ধি পায়।↵কঠিন বস্তুতে তাপ প্রয়োগ করলে নির্দিষ্ট দিকে যে প্রসারন হয় তাকে দৈর্ঘ্য প্রসারন বলে। ↵যদি Θ১ তাপমাত্রায় l1 দৈর্ঘ্য থাকে এবং তাপমাত্রা বৃদ্ধি শেষে যদি Θ2 তাপমাত্রায় l2 দৈর্ঘ্য হয় তাহলে ↵দৈর্ঘ্য বৃদ্ধি=l2-l1↵তাতাপমাত্রা বৃদ্ধি = Θ2-Θ1↵দৈর্ঘ্য প্রসারন সহগ α যার রাশিমালা ↵</small>==
তাপ প্রয়াগ করলে পদার্থের দৈর্ঘ্য, ক্ষেত্রফল ও আয়তন বৃদ্ধি পায়।
কঠিন বস্তুতে তাপ প্রয়োগ করলে নির্দিষ্ট দিকে যে প্রসারন হয় তাকে দৈর্ঘ্য প্রসারন বলে।
'https://bn.wikipedia.org/wiki/তাপ' থেকে আনীত