২৪৯টি
সম্পাদনা
অ |
|||
শেখ মুজিবুর রহমান ([[বঙ্গবন্ধু]] [[শেখ মুজিব]] নামেও পরিচিত; জন্ম [[১৭ মার্চ]], [[১৯২০]]; মৃত্যু [[১৫ আগস্ট]], [[১৯৭৫]]) [[বাংলাদেশ|বাংলাদেশের]] জনগণের অবিসংবাদিত নেতা এবং স্বাধীন বাংলাদেশের প্রথম [[প্রধানমন্ত্রী]] ও [[রাষ্ট্রপতি]]। তাঁর নেতৃত্বে বাংলাদেশের (তত্কালীন [[পূর্ব পাকিস্তান]]) জনগণ [[পশ্চিম পাকিস্তান|পশ্চিম পাকিস্তানের]] শাসকগোষ্ঠীর শোষন ও অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠে এবং শেষে এই প্রতিবাদ যুদ্ধে রূপ নেয় [[পাক হানাদার বাহিনী]] শক্তি দিয়ে তা প্রতিহত করার চেষ্টা করলে।
জন্ম ১৭ মার্চ, ১৯২০ [[ফরিদপুর]] জেলার [[গোপালগঞ্জের]] (বর্তমানে জেলা) [[টুঙ্গিপাড়া]] গ্রামে। পিতা শেখ লুত্ফর রহমান এবং মাতা
১৯৪৯ সালে [[পূর্ব-পাকিস্তান মুসলিম লীগ|পূর্ব-পাকিস্তান মুসলিম লীগের]] নির্বাচনে একজন যুগ্ম-সচিব নির্বাচিত হবার পর শেখ মুজিবুর রহমান রাজনীতিতে সক্রিয় অংশগ্রহন শুরু করেন। ১৯৫৩ সালে একজন রাজনৈতিক বন্দী হিসেবে ফরিদপুর জেলে কারাবরণ করেন। ১৯৫৪ সালে তিনি [[ইউনাইটেড ফ্রন্ট|ইউনাইটেড ফ্রন্টের]] হয়ে পূর্ব বাংলা আইন পরিষদের সদস্য নির্বাচিত হন। ১৯৫৬ তে তিনি [[আতাউর রহমান খান|আতাউর রহমান খানের]] কেবিনেট থেকে পদত্যাগ করেন। এরপর তিনি দলের গঠনে মনেনিবেশ করেন এবং দলকে তৃনমূল পর্যায়ে সক্রিয় করে তোলেন। এই সময়ে দলের ভেতর তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। ১৯৬৬ সালে দলের প্রধান হবার আগ পর্যন্ত তিনি মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
|
সম্পাদনা