উইকিপিডিয়া:আলোচনাসভা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
১৫৭ নং লাইন:
 
উইকিমিডিয়া প্রকল্পের ভাষাসমূহের মধ্যে বাংলা একটি অন্যতম গুরুত্বপূর্ণ ভাষা। বাংলা সম্প্রদায়ের একজন হিসেবে আপনার মতামতও তাই উইকিমিডিয়া আন্দোলনে গুরুত্বপূর্ণ। আপনার এ বিষয়ে কোন প্রশ্ন থাকলে আমাকে [[:বিশেষ:ইমেইল_প্রেরণ/NahidSultan_(WMF)|ইমেইল]] করতে পারেন অথবা আমার [[ব্যবহারকারী আলাপ:NahidSultan (WMF)|আলাপ পাতার]] মাধ্যমে করতে পারেন। ধন্যবাদ। – [[User:NahidSultan (WMF)|NahidSultan (WMF)]] ([[User Talk:NahidSultan (WMF)|আলাপ]]) ১৫:৫৬, ১৮ মার্চ ২০১৭ (ইউটিসি)
 
== দয়া করে নিবন্ধ স্থানান্তরের পূর্বে আলাপ পাতায় আলোচনার চর্চা করুন ==
 
প্রিয় সবাই, আমরা বিভিন্ন সময় ভুল শিরোনামের নিবন্ধ স্থানান্তর করে থাকি কিন্তু সমস্যা হলো অধিকাংশ সময়ই নিবন্ধ সৃষ্টিকারীর সাথে আলোচনাতো দূরে থাক, আলাপ পাতায়ও আলোচনা করি না। এসবক্ষেত্রে, সবসময় নিজের যা মনে হলো সেটাকে প্রাধান্য দেই। হিঠাৎ এমন স্থানান্তরের কিছু সমস্যাঃ
* ধরুন, কেউ একজন একটা নিবন্ধ শুরু করলো এবং মাঝখানে হঠাৎ করে আপনি সেটি স্থানান্তর করে দিলেন। ফলে নিবন্ধ সৃষ্টিকারী যে লেখাটা লিখতেছিলেন সেটা যখন সংরক্ষণ করতে আসনে তখন সেটি ব্যর্থ দেখায়। মোবাইল বা ছোট কোন ডিভাইসে অধিকাংশ সময়ই এগুলো খেয়াল রাখা যায় না তাই হয়ত ভুলে এতোক্ষণ ধরে করা সম্পাদনা বিফলে যায়। এক সময় নষ্ট হয়, দুই: নতুন ব্যবহারকারী হলে তাদের মেজাজ খারাপ হয় (অবশ্য যে কারো ক্ষেত্রেই হওয়ার কথা)।
* টেকনিক্যাল সমস্যা: বর্তমানে বিষয়বস্তু সরঞ্জাম নামে নতুন একটি অনুবাদ টুল রয়েছে, সেটাতেই নতুন ও পুরাতন অনেকেই ইদানিং অনুবাদ করে থাকেন। যখন এই টুলে কোন পাতা শুরু করা হয় তখন যে নামে সরক্ষণ করা হয়, এরপর একই পাতা অনুবাদ করতে গিয়ে যখন অন্য শিরোনাম পাওয়া যায় তখন আর সেটি কাজ করে না। অধিকাংশ ক্ষেত্রেই, পুরাতন শিরোনামেই বাকী লেখা যুক্ত হয়। একদিকে যিনি অনুবাদ করেন তিনি কনফিউজ্ড হয়ে যান, অন্য দিকে একই নিবন্ধ দুইবার তৈরি হয় কিছু অনুবাদ একটাতে ও কিছু অন্যটাতে।
* এরপর যেটা হয় তা হল, নিবন্ধ স্থানান্তর করলাম ঠিকই কিন্তু নিবন্ধের ভেতরের শব্দগুলো আগের শিরোনামেই থেকে যায়। এছাড়াও বর্তমান যে শিরোনামটি আমি স্থানান্তর করছি সেটি আগেও একবার স্থানান্তর হয়েছি কিনা সেটাতো চেকই করি না। ফলে যা হয়, সবার প্রথম যে শিরোনাম ছিল, সেটা আর কাজ করে না (দ্বি-পুনর্নির্দেশ)।
* এরপর আসে নিজস্ব চিন্তা চেতনা। যিনি নিবন্ধ শুরু করেন তিনি নিশ্চয়ই কোন একটা কিছু চিন্তা করেই সংশ্লিষ্ট শিরোনামে নিবন্ধটি শুরু করেন। সুতরাং তারও বা অন্য কারও কোন মতামত থাকতে পারে।
 
আর এসব বিষয় মাথায় রেখেই উইকিপিডিয়াতে শিরোনাম স্থানান্তরের পূর্বে আলোচনার বিধান রয়েছে যেটা আমরা চর্চা করি না বললেই চলে। এ বিষয়ে সবাইকে একটু সতর্ক হওয়ার আহ্বান করছি। ধন্যবাদ।--'''<span style="text-shadow:5px 5px 6px Black;">[[User:NahidSultan|<font face="Papyrus">যুদ্ধমন্ত্রী</font>]] <sup>[[User talk:NahidSultan#top|<font face="Papyrus">আলাপ</font>]]</sup></span>''' ১৭:৪২, ১৯ মার্চ ২০১৭ (ইউটিসি)