দ্য গুড, দ্য ব্যাড অ্যান্ড দি আগলি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: দৃশ্যমান সম্পাদনা মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
বিশদ
ট্যাগ: দৃশ্যমান সম্পাদনা মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
২১ নং লাইন:
'''দ্য গুড, দ্য ব্যাড অ্যান্ড দি আগলি''' ([[ইংরেজি ভাষায়]]: The Good, the Bad and the Ugly; [[ইতালীয় ভাষা|ইতালীয় ভাষায়]]: l buono, il brutto, il cattivo) [[সের্জিও লেওনে]] পরিচালিত ইতালীয় ওয়েস্টার্ন চলচ্চিত্র যা [[১৯৬৬]] সালে মুক্তি পায়।ছবির প্রধান চরিত্র গুলোতে অভিনয় করেছেন [[ক্লিন্ট ইস্টউড]], [[লি ভেন ক্লীফ]] এবং [[এলি ওয়ালস]]।এটি [[সের্জিও লেওনে]] পরিচালিত "ডলার্‌স ত্রয়ী" নামে পরিচত তৃতীয় চলচ্চিএ।<ref>http://www.boxofficemojo.com/movies/?id=goodbadandugly.htm</ref>[[আ ফিস্টফুল অফ ডলার্‌স]]([[১৯৬৪]]), [[ফর আ ফিউ ডলার্‌স মোর]]([[১৯৬৫]]) এবং দ্য গুড, দ্য ব্যাড অ্যান্ড দি আগলি([[১৯৬৬]]) এই তিনটি ছবিকে একত্রে "ডলার্‌স ত্রয়ী" বলা হয়।
 
== কাহিনী সংক্ষেপ ==
== কাহিনীসার ==
এঞ্জেল আই (ব্যাড) হন্যে হয়ে খুঁজছে বিল কারসেন ওরফে জ্যাকসনকে, যে জানে বহুমূল্য কনফেডারেট সোনার মুদ্রা কোথায় লুকানো আছে। নিষ্ঠুর এঞ্জেল আই সোনার জন্যে একাধিক নরহত্যা করতে পারে।করে। অন্যদিকে তাড়া খাওয়া আউটল টুকো (আগলি) কে নামহীন আগন্তুক ব্লণ্ডি (গুড) বাঁচায় বাউন্টি হান্টারদের থেকে। যদিও তাদের বন্ধুত্ব সাময়িক হয়,হয়। মমতবিরোধের ফলে বব্লন্ডি টুকোকে শহর থেকে দদূরে নির্জন এএলাকায় ফফেলে চচলে আআসে। টুকো ককুৎসিত গালাগালি করে অ পপ্রতিশোধ ননেওয়ার হহুমকি দেদেয়। ববহুবার চেষ্টার পরে ব্লন্ডিকে বেকায়দায় পপেয়ে টুকো তাকে ববন্দী ককরে হাঁটিয়ে ননিয়ে যাযায় মমরুভূমির ভভেতর ততীব্র ররোদে। আগলি ওরফে টুকো একসময় নির্জন মরুভূমির ভেতর ব্লন্ডিকে হত্যা করতে যাওয়ার মুহুর্তইঈমুহুর্তেই নাটকীয় ভাবে সন্ধান পায় কারসেনের। একটি স্টেজগাড়ির ভেতরে আহত কারসেনকে পাওয়া যায়। কারসেন মৃত্যুর আগের মুহুর্তে জানিয়ে যেতে পারে ব্লন্ডিকে ঠিক কোন কবরের নিচে লুকানো আছে সেই সম্পদ। এঞ্জেল আই এর সেনাদের হাতে টুকো ও ব্লন্ডি ধরা পড়ে, টুকোকে অত্যাচার করে কবরখানার সন্ধান পেলেও কবরের নাম বা নাম্বার জানতে পারেনা।পারেনা কারন সেটা জানে একমাত্র ব্লন্ডিই। অগত্যা এঞ্জেল আই ব্লন্ডিকে সাথে নিয়ে অভিযানে বেরোয়। টুকো সেনার হাত ফসকে পালিয়ে যোগ দেয় ব্লন্ডির সাথে। এবং যখন নির্দিষ্ট কবরের সামনে দুজনে মুখোমুখি হয় তখন তৃতীয় ব্যক্তি হিসেবে উপস্থিত হয়েছে এঞ্জেল আই। শুরু হয় থ্রি মেন ডুয়েল।
 
== চরিত্রসমূহ ==