ক্রিকেট: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Abid abdulah (আলোচনা | অবদান)
 ল্যা
Abid abdulah-এর সম্পাদিত সংস্করণ হতে Mohammad ujjol hossen-এর সম্পাদিত সর্বশেষ সংস্করণে ফ...
১১ নং লাইন:
[[Image:CricketSCG1.jpg|thumb|right|365px|টেস্ট খেলার দৃশ্য। মাঝের ঘাসবিহীন অংশটিকে [[ক্রিকেট খেলার পিচ]] বলা হয়। ডানদিকের কালো প্যান্ট পরিহিত ব্যক্তি খেলার [[ক্রিকেট আম্পায়ার|আম্পায়ার]]]]
-->
'''ক্রিকেট''' ({{lang-en|Cricket}}) হচ্ছে ব্যাট ও বলের একটি দলীয় খেলা যাতে এগারোজন খেলোয়াড়বিশিষ্ট দুইটি দল অংশ নেয়।এইনেয়। এই খেলাটির উদ্ভব হয় [[ইংল্যান্ড|ইংল্যান্ডে]]। একে রাজার খেলা বলা হয়।পরবর্তীতেপরবর্তীতে ব্রিটিশ উপনিবেশগুলোসহ অন্যান্য দেশগুলোতে এই খেলা ব্যাপকভাবে প্রভাব বিস্তার লাভ করে চলছে। বর্তমানে [[অস্ট্রেলিয়া]], [[বাংলাদেশ]], [[ভারত]], [[পাকিস্তান]], [[শ্রীলঙ্কা]], [[ইংল্যান্ড]], [[দক্ষিণ আফ্রিকা]], [[নিউজিল্যান্ড]], [[ওয়েস্ট ইন্ডিজ]] ও [[জিম্বাবুয়ে]] আন্তর্জাতিক অঙ্গনে ৫ দিনের [[টেস্ট ক্রিকেট]] ম্যাচ খেলে থাকে। ২০০৫ সাল থেকে জিম্বাবুয়ে স্বেচ্ছায় টেস্ট ক্রিকেট থেকে নিজেদেরকে বিচ্ছিন্ন করে রেখে ২০১১ সালে আবার খেলায় ফিরে আসে। এছাড়া, আরো বেশ কিছু দেশ ক্রিকেটের আন্তর্জাতিক সংস্থা [[আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল|আইসিসি'র]] সদস্য। টেস্টখেলুড়ে দেশগুলি ছাড়াও আইসিসি অনুমোদিত আরো দু’টি দেশ অর্থাৎ মোট ১২টি দেশ [[একদিনের আন্তর্জাতিক ক্রিকেট]] খেলায় অংশগ্রহণ করে থাকে। [[খেলোয়াড়]] হিসেবে যিনি ক্রিকেট খেলায় অংশগ্রহণ করেন বা খেলে থাকেন, তিনি '''ক্রিকেটার''' নামে পরিচিত।<ref>Kirkpatrick, E. M., ed. (1983). Chambers 20th Century Dictionary (New Edition 1983 ed.). Edinburgh: W & R Chambers Ltd. p. 296. ISBN 0-550-10234-5.</ref>
 
ক্রিকেট খেলা ঘাসযুক্ত মাঠে (সাধারণত ওভাল বা ডিম্বাকৃতির) খেলা হয়, যার মাঝে ২২ গজের ঘাসবিহীন অংশ থাকে, তাকে [[ক্রিকেট পিচ|'''পিচ''']] বলে। পিচের দুই প্রান্তে কাঠের তিনটি করে লম্বা লাঠি বা স্ট্যাম্প থাকে। ঐ তিনটি স্ট্যাম্পের উপরে বা মাথায় দুইটি ছোট কাঠের টুকরা বা [[বেইল (ক্রিকেট)|বেইল]] থাকে। স্ট্যাম্প ও বেইল সহযোগে এই কাঠের কাঠামোকে '''[[উইকেট]]''' বলে।ভিবলে।
 
ক্রিকেটে অংশগ্রহণকারী দু’টি দলের একটি ব্যাটিং ও অপরটি ফিল্ডিং করে থাকে। ব্যাটিং দলের পক্ষ থেকে মাঠে থাকে দুইজন ব্যাটসম্যান। তবে কোন কারণে ব্যাটসম্যান দৌড়াতে অসমর্থ হলে ব্যাটিং দলের একজন অতিরিক্ত খেলোয়াড় মাঠে নামতে পারে। তিনি [[রানার (ক্রিকেট)|রানার]] নামে পরিচিত। ফিল্ডিং দলের এগারজন খেলোয়াড়ই মাঠে উপস্থিত থাকে। ফিল্ডিং দলের একজন খেলোয়াড় ('''[[বোলার (ক্রিকেট)|বোলার]]''') একটি হাতের মুঠো আকারের গোলাকার শক্ত চামড়ায় মোড়ানো কাঠের বা কর্কের [[ক্রিকেট বল|বল]] বিপক্ষ দলের খেলোয়াড়ের ('''[[ব্যাটসম্যান (ক্রিকেট)|ব্যাটসম্যান]]''') উদ্দেশ্যে নিক্ষেপ করে। সাধারণত নিক্ষেপকৃত বল মাটিতে একবার পড়ে লাফিয়ে সুইং করে বা সোজাভাবে ব্যাটসম্যানের কাছে যায়। ব্যাটসম্যান একটি কাঠের [[ক্রিকেট ব্যাট]] দিয়ে ডেলিভারীকৃত বলের মোকাবেলা করে, যাকে বলে ব্যাটিং করা। যদি ব্যাটসম্যান না '''[[আউট (ক্রিকেট)|আউট]]''' হয় দুই ব্যাটসম্যান দুই উইকেটের মাঝে দৌড়িয়ে ব্যাটিং করার জন্য প্রান্ত বদল করে '''[[রান (ক্রিকেট)|রান]]''' করতে পারে। বল নিক্ষেপকারী খেলোয়াড়বাদে অন্য দশজন খেলোয়াড় '''[[ফিল্ডার (ক্রিকেট)|ফিল্ডার]]''' নামে পরিচিত। এদের মধ্যে দস্তানা বা গ্লাভস হাতে উইকেটের পিছনে যিনি অবস্থান করেন, তাকে বলা হয় '''[[উইকেটরক্ষক]]'''। যে দল বেশি রান করতে পারে সে দল জয়ী হয়।