অ্যালবাম: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Kabir.bmc007 (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
Kabir.bmc007 (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
১২ নং লাইন:
 
যদি একটি গ্রামোফোনের রেকর্ডে না ধরে তবে দুটি রেকর্ডে দ্বি অ্যালবাম হিসেবে প্রকাশ করা যেতে পারে। লিপির শিল্পির যদি ব্যাপক পিছনের তালিকা থাকে তবে সুন্দর নকশার একটি বক্সে অনেকগুলো CD তে প্রকাশ করতে পারে। অথবা পুর্বের অপ্রকাশিত লিপির সংকলনও একসাথে প্রকাশ করতে পারে। অনেকে ৩টির বেশি CD তেও প্রকাশ করে যা অ্যালবাম হিসেবেই গন্য হবে। 
 
== ট্রাক ==
অ্যালবামের অংশে থাকা সুর অথবা শব্দকে ট্রাক বলে,সাধারনত ১১ বা ১২ ট্রাক। একটি সুরের ট্রাক হল একক সঙ্গীত বা বাদ্যযন্ত্রের লিপি। জনপ্রিয় সুরের বেলায় ভিন্ন ট্রাকগুলো অ্যালবাম ট্রাক নামে পরিচিত হয়। এটি EP এবং এককের বেলাও ব্যবহৃত হয়। যখন ভিনাইল লিপিই অডিও লিপির একমাত্র মাধ্যম ছিল তখন ট্রাকগুলো খাজ দেখে চেনা যেত এবং অনেক অ্যালবাম প্রচ্ছদে বা হাতায় প্রত্যেক পাশে ট্রাকের জন্য নাম্বার দেয়া থাকত।সিডিতে ট্রাকগুলি সূচি অনুযায়ী সাজানো থাকে যাতে নির্দিষ্ট ট্রাকে লাফ দিয়ে যাওয়া যায়। [[iTunes]] এর মত ডিজিটাল সুরের দোকানগুলোতে সঙ্গীত বলতে কন্ঠস্বরযুক্ত সুরকে বোঝায়।
 
বাড়তি ট্রাক
 
এটা মূলত বাজারজাতের জন্য বিজ্ঞাপন বা অন্য কোন কারণে দেয়া হয়। পুরোন অ্যালবামে  একক ট্রাককে বাড়তি হিসেবে যুক্ত করা অসাধারণ কিছু নয়। অনলাইন সুরের দোকানে ক্রেতা নিজের পছন্দসই সুরের অ্যালবাম তৈরি করে নিতে পারেন। বাড়তি ট্রাক ক্রেতা পুরো অ্যালবাম ক্রয়ের ক্ষেত্রে পাবেন। বাড়তি ট্রাক ও অ্যালবাম ট্রাকের মধ্যে কোন শব্দহীন ফাক থাকে না।