প্রফুল্লচন্দ্র ঘোষ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
জীবনী যোগ
ট্যাগ: দৃশ্যমান সম্পাদনা মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
২৭ নং লাইন:
 
'''প্রফুল্লচন্দ্র ঘোষ''' (জন্ম [[২৪ ডিসেম্বর]] [[১৮৯১]] - [[১৮ ডিসেম্বর]] [[১৯৮৩]] ) একজন ভারতীয় বাঙালি রাজনীতিবিদ স্বাধীনতা সংগ্রামী। ঢাকার মালিকান্দায় জন্ম। পিতা পূর্ণচন্দ্র ঘোষ ছিলেন প্রাথমিক স্কুলের শিক্ষক। তিনি স্বাধীন ভারতের পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন।<ref>{{cite book|last=সেনগুপ্ত|first=সুবোধচন্দ্র|title=সংসদ বাঙ্গালি চরিতাভিধান|editor=অঞ্জলি বসু |publisher=সাহিত্য সংসদ|location=কলিকাতা|date=২০০২|edition=চতুর্থ সংস্করণ|volume=প্রথম খন্ড|pages=২৯৯ পৃঃ|isbn=8185626650|language=বাংলা}}</ref> তিনি এরপর দুই বার নিয়ে মোট তিনবার [[পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী]] হন।
 
== শিক্ষা ==
প্রফুল্লচন্দ্র ঘোষ অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতকোত্তর পরীক্ষায় প্রথম শ্রেণি তে প্রথম হন। ১৯২০ সালে ডি এস সি ডিগ্রী অর্জন করেন। অল্পসময় অধ্যাপনা করেন বিশ্ববিদ্যালয়ে।
 
== স্বাধীনতা আন্দোলন ==
১৯২১ সালে টাঁকশালের ডেপুটি এসেস মাস্টারের চাকরিতে ইস্তফা দিয়ে স্বাধীনতা আন্দোলনে যোগ দেন। মোট আট বছর কারারুদ্ধ ছিলেন তিনি। মহাত্মা গান্ধীর আদর্শে অভয় আশ্রম নির্মান করেন এবং ঢাকার বিপ্লবী পুলিনবিহারী দাসের সংস্পর্শে আসেন। ১৯২৪ খৃষ্টাব্দে বঙ্গীয় প্রাদেশিক রাষ্ট্রীয় সমিতির সম্পাদক হন। লবন সত্যাগ্রহ, যুদ্ধবিরোধী ব্যক্তিগত সত্যাগ্রহে যোগ দেন।
 
== সংসদীয় রাজনীতি ==
 
== তথ্যসূত্র ==