বীমাগণনা বিজ্ঞান: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে, কোন সমস্যা?
বানান
১ নং লাইন:
[[চিত্র:Excerpt from CDC 2003 Table 1.pdf|thumb|right|২০০৩ সালে জীবন বীমা কোম্পানির ঝুঁকি ব্যবস্থাপনায় ব্যবহৃত একটি মৃত্যহারের টেবিল।]]
'''একচুয়ারিয়াল সাইন্স''' হল [[বিজ্ঞান|বিজ্ঞানের]] একটি শাখা যেখানে [[গণিত]] ও [[পরিসংখ্যান|পরিসংখ্যানের]] পদ্ধতিসমূহ ব্যবহার করে [[বীমা]], [[ফাইন্যান্স|অর্থায়ন]] ও এ সংক্রান্ত শিল্পের ঝুঁকি নির্নয়নির্ণয় করা হয়ে থাকে। [[একচুয়ারি|একচুয়ারিগন]] হলেন এই ঝুঁকি নির্নয় সংক্রান্ত পেশাজীবী যারা একচুয়ারিয়াল সাইন্সের উপর দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে বিভিন্ন শিল্পে ঝুঁকি নির্নয় ও [[ঝুঁকি ব্যবস্থাপনা|ঝুঁকি ব্যবস্থাপনার]] কাজ করে থাকেন। পৃথিবীর অধিকাংশ দেশে একচুয়ারিদের দক্ষ করে তোলার জন্য তাদের কঠোর প্রশিক্ষণ ও পেশাগত পরীক্ষা পদ্ধতির মধ্য দিয়ে যেতে হয়।
 
একচুয়ারিয়াল সাইন্স বিজ্ঞানের বেশ কয়েকটি শাখার বিষয়বস্তু যেমন [[সম্ভাব্যতা]], [[গণিত]], [[পরিসংখ্যান]], [[ফাইন্যান্স]], [[অর্থনীতি]] ও [[কম্পিউটার বিজ্ঞান|কম্পিউটার বিজ্ঞানের]] সমন্বয়ে সাজানো হয়। এই শাখার শুরু থেকেই ঝুঁকি নির্নয়ের জন্য নিয়ন্ত্রণকারী মডেল, টেবিল, চার্ট এবং প্রিমিয়াম মডেলের ব্যবহার হয়ে আসছে। গত ৩০ বছরে শক্তিশালী কম্পিউটিং এবং গণনাকারী সফটওয়্যারের আবির্ভাবের ফলে বিজ্ঞানের এই শাখায় অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। অতীতে শুধুমাত্র রাষ্ট্রীয় গুরুত্বপূর্ন ও সংবেদনশীল প্রকল্পের ঝুঁকি নির্নয়ে এই বিজ্ঞান ব্যবহৃ হলেও বর্তমানে প্রতিযোগীতাপূর্ন বাজারে সকল আর্থিক প্রতিষ্ঠানই আর্থিক ঝুঁকি নির্নয় ও ঝুঁকি ব্যবস্থাপনার কাজে এই বিজ্ঞানকে ব্যবহার করছে।