স্পেক্টার: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
৩২ নং লাইন:
 
'''''স্পেক্টার''''' [[জেমস বন্ড (চলচ্চিত্র)|জেমস বন্ড চলচ্চিত্র সিরিজের]] চব্বিশতম চলচ্চিত্র এবং জেমস বন্ডকে নিয়ে নির্মিত ছাব্বিশতম চলচ্চিত্র। চলচ্চিত্রটি ইওন প্রোডাকশন্স স্টুডিও দ্বারা নির্মিত হয় আর এর পরিবেশক হল [[মেট্রো-গোল্ডউইন-মেয়ার]] ও কলাম্বিয়া পিকচার্স। এই চলচ্চিত্রের মাধ্যমে চতুর্থবারের মত [[ড্যানিয়েল ক্রেইগ]] জেমস বন্ড ভূমিকায় অবতীর্ণ হন। এটিতে ক্রিস্টোফার ভাল্টজ প্রথমবারের মত আর্নেস্ট স্ট্যাভ্রো ব্লফিল্ড চরিত্রে অভিনয় করেন। এর আগে আর্নেস্ট স্ট্যাভ্রো ব্লফিল্ড চরিত্রটি জেমস বন্ডের প্রথম দিককার চলচ্চিত্রে দেখা গেছে। এই নিয়ে ''[[স্কাইফল]]''-এর পর দ্বিতীয়বারের মত জেমস বন্ড পরিচালনা করেন স্যাম মেন্ডেস। এর চিত্রনাট্য লেখেন জন লোগান, নীল পারভিস, রবার্ট ওয়েড ও জেজ বাটারওর্থ। ছবিটি নির্মাণে খরচ হয়েছে প্রায় ২৪ কোটি ৫০ লক্ষ মার্কিন ডলার। এটি সবেচেয়ে বেশি ব্যয়ে নির্মিত চলচ্চিত্রগুলোর একটি।
 
==কাহিনী==
{{spoiler}}
 
==শ্রেষ্ঠাংশে==