পঞ্চকন্যা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
সংশোধন
Drona654 (আলোচনা | অবদান)
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
৪২ নং লাইন:
{{main article|তারা (রামায়ণ)}}
 
তারা কিশকিন্ধ্যার রাণী ও [[vanara|বানররাজ]] [[Vali (Ramayana)|বালী’র]] সহধর্মিনী ছিলেন। বিধবা হবার পর তিনি বালীর ভাই [[Sugriva|সুগ্রীবের]] রাণী হন। রামায়ণে বানর চিকিৎসক সূরসেনের কন্যা হিসেবে তারাকে চিত্রিত করা হয়েছে। পরবর্তীতে অন্য উৎসে [[Samudra manthan|সমুদ্র মন্থনে]] [[অপ্সরা|অপ্সরারূপে]] (স্বর্গীয় জলপরী) তাঁর জন্ম হয়েছে বলে দেখানো হয়।<ref name=Bhatta/><ref name="Mani788">Mani p. 788</ref> তিনি বালীকে বিয়ে করেন ও বালীর ঔরসে [[Angada|অঙ্গদা]] নামের এক পুত্র সন্তানের জন্ম দেন। এক দৈত্যের সাথে বালীকে সম্ভাব্য মৃত ভেবে সুগ্রীব রাজা হন ও তারাকে উপযুক্ত পত্নী মনে করেন।<ref name="Mani788"/> তবে বালী ফিরে আসেন ও তারাকে ফিরে পান এবং ভাই পালিয়ে যান; তাঁর বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ আনেন। এছাড়াও সুগ্রীবের পত্নী [[Ruma|রুমাকে]] যথোপযুক্ত মনে করেন। যখন সুগ্রীব বালীকে দ্বৈত যুদ্ধের আমন্ত্রণ জানান তখন তারা বুদ্ধিমত্তা প্রয়োগে বালীকে প্রত্যাখ্যান করার কথা বলেন। এর কারণ হিসেবে সুগ্রীবের রামের সাথে মিত্রতার কথা জানান। কিন্তু, বালী তার কথা অবহেলায় আনেন ও সুগ্রীবের মদদে রামের চাতুর্যময় তীরে মৃত্যু ঘটে। মৃত্যুকালে বালী সুগ্রীবের সাথে পুণরায় মিলিত হন ও যাবতীয় বিষয়ে তারার বিজ্ঞতাসূচক পরামর্শ অনুসরণ করার নির্দেশ দেন। কাহিনীর অধিকাংশ সংস্করণেই তারার বিলাপগাঁথা গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ফুঁটে উঠেছে। তবে অধিকাংশ স্বদেশী সংস্করণে তারা তাঁর [[chastity|সতীত্বের]] গুণে রামকে অভিশাপ মুক্ত করার বিষয়ে তুলে ধরা হয়।<ref name=Bhatta/> কিছু সংস্করণে রাম তারাকে জ্ঞানদাতার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। সুগ্রীব সিংহাসন ফিরে পান। কিন্তু প্রায়শঃই হই-হুল্লায় মদ্যপানে বর্তমান প্রধান রাণী তারার সাথে সময় কাটান এবং রাবণ কর্তৃক অপহৃত রামের স্ত্রী সীতাকে উদ্ধারকল্পে প্রতিশ্রুত সহায়তায় অগ্রসর হন।<ref name="Mukherjee1994"/> তারা বর্তমানে সুগ্রীবের রাণী ও তৎকালীন স্মারকসূচক প্রধান কূটনীতিবিদ হিসেবে সুগ্রীবের বিশ্বাসঘাতকতার শাস্তিস্বরূপ কিষ্কিন্ধ্যা ধ্বংসে জড়িত রামের ভাই [[লক্ষ্মণ|লক্ষ্মণের]] সাথে কৌশলে পুণর্মিলন ঘটাতে সহায়ক ভূমিকা পালন করেন।<ref name=Bhatta/><ref name="Mukherjee1994">Mukherjee pp. 36-9</ref>
 
=== মন্দোদরী ===