কুরআনের ইতিহাস: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Niriho khoka (আলোচনা | অবদান)
Niriho khoka (আলোচনা | অবদান)
৪৬ নং লাইন:
[[শিয়া]] অনুসারিগণ মনে করে [[আলী]] ব্যক্তিগত ভাবে কুরআনের একটি অনুলিপি তৈরী করেছিলেন। যেটি সংকলিত হয়েছিল নবী মুহাম্মদের ইন্তেকালের ছয় মাস আগে। আর তাদের মতে এটিই পবিত্র আল কুরআনের প্রথম ও পরিপূর্ণ সংকলন। তারা মনে করে নবী (স) এর আদেশে এই কুরআনের সংকলনটি সংরক্ষণ করা হয় [[ওহী]] নাযিলের পরপরেই।<ref>{{cite book|last=Leaman|first=Oliver|title=The Qur'an: an Encyclopedia|year=2006|publisher=Routledge|location=New York, NY|isbn=0-415-32639-7|pages=30–31|chapter=Ali}}</ref> আর শিয়া অবলম্বিগন মনে করে [[আলী|আলির]] পাণ্ডুলিপির সাথে আজকের কুরআনের কিছুটা পার্থক্য ছিল।<ref name="The Qur'an: A User's Guide"/>{{rp|89–90}}
কিছু শিয়া সম্প্রদায় মনে করে [[আলী]] কুরআন একত্র করেছেন, কিন্তু তাঁর অনুলিপির বৈধতা ছিলা না বলে মনে করে। একটি প্রতিবেদনে উল্লেখ আছে, "তিঁনি পবিত্র কুরআনের সম্পূর্ণ অংশ লিপিবদ্ধ করেছেন। যেখানে [[আয়াত]], [[সূরা]], [[পারা]] ইত্যাদির নির্ভুল বর্ণনা ছিল। যার মধ্যে কোন কিছুই বাদ পড়ে নি। এমনকি একটি একক অক্ষর '''আলিফ''' বা '''লাম''' পর্যন্তও না। তবে তারা এটাকে গ্রহণ করে নাই।"<ref>{{cite book|last=Al-Khu'i|first=Al-Sayyid|title=The Prolegomena to the Qur'an|year=1998|publisher=Oxford University Press|location=New York|isbn=0-19-511675-5|page=153}}</ref> তারা বিশ্বাস করে [[আলী]] কর্তৃক লিপিবদ্ধ [[কুরআন]] ছিল সবচেয়ে উপযুক্ত, তবে [[উসমানীয় সাম্রাজ্য|উসমানীয় সাম্রাজ্যে]] আমরা আজ যে কুরআন দেখি সেটি নয়। তারা এটাও বিশ্বাস করে, কুরআনের সূরা পরিবর্তন করা হয়েছে, পঠ্যপদ্ধতিরও কিছু অংশ পরিবর্তন এনেছে, ''তাবদিল'', থেকে ''উম্মা'' থেকে ''ইমমা'' করা হয়েছে। এটা করা হয়েছিল, ইসলামের প্রথম [[খলিফা]] এটার অধিকার গ্রহণ করার পর।<ref>{{cite book|last=Leaman|first=Oliver|title=The Qur'an: an Encyclopedia|year=2006|publisher=Routledge|location=New York|isbn=0-415-32639-7|pages=30–31|chapter=Ali}}</ref>
তৎকালীন শিয়া আলেম [[আবুল কাশেম আল-খুইল]] যুক্তি প্রদান করে বলেন, আলি (রা) কুরআন সংরক্ষণ করেছেন। তিনি বলেন, যদিও আলি কর্তৃক সংরক্ষণ কুরআনে যুক্ত ছিল না তবু তিঁনি যে এটা করেছিলেন সে কথাটা সত্য। তাঁর সংরক্ষণটি কুরআনের অংশ হয়নি। [[কুরআন]] ততটুকু যেটা আল্লাহ তায়ালা মাবন জাতির জন্য অবতীর্ণ করেছেন আর মুসলিম বিশ্বও মেনে নিয়েছে।<ref>{{cite book|last=Al-Khu'i|first=Al-Sayyid|title=The Prolegomena to the Qur'an|year=1998|publisher=Oxford University Press|location=New York|isbn=0-19-511675-5|pages=154–155}}</ref>
 
===আবু বকর===