ভূত্বকীয় পাত সংস্থান তত্ত্ব: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Janilin.bappi (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
Janilin.bappi (আলোচনা | অবদান)
৮ নং লাইন:
টেকটনিক পাত মূলত পৃথিবীর অভ্যন্তরের গলিত অংশটির সবচেয়ে বাইরের আবরণ, যা আসলে পাথরের একটি স্তর, যার উপরে পৃথিবীর উপরস্থ সবকিছু অবস্থান করছে।<ref name="Encarta'04"/>
 
== টেকটনিক পাতসমূহের সীমানার ধরণ ===
তিন ধরনের টেকটনিক পাত সীমানা লক্ষ্য করা যায়।
 
# '''পরিবর্তক সীমা''': দুটি টেকটনিক পাত যখন সমান্তরাল ভাবে একে অন্যের বিপরীতে সরতে থাকে, তখন তাদের মধ্যবর্তী স্থানকে পরিবর্তক সিমা (''Transform boundaries'')। এই ক্ষেত্রে টেকটনিক পাত সৃষ্টি বা ধ্বংস হয়না, তাই এদের সংরক্ষণশীল টেকটনিক সীমাও বলা হয়।
 
# '''বিমুখগামী সীমা''': এই ক্ষেত্রে টেকটনিক পাতে ফাটল ধরে এবং এরপর তারা পরস্পরের বিপরীতমুখী ভাবে অগ্রসর হতে থাকে। একে গঠনমূলক টেকটনিক সীমাও বলা হয়, কারণ এর ফলে নতুন টেকটনিক পাতের উদ্ভব হয়।
 
# '''অভিসারমুখী সীমা''': এই ক্ষেত্রে একাধিক টেকটনিক পাত পরস্পরগামী থাকে এবং একসময় সম্মিলিত হইয়ে যায়। সাধারণত এইসকল ক্ষেত্রে পর্বতমালার সৃষ্টি হয়। একাধিক টেকটনিক পাত সম্মিলিত হয়ে একটাতে রুপান্তরিত হয় বলে একে বিধ্বংসীমূলক টেকটনিক সীমাও বলা হয়।
 
== টেকটনিক পাতসমূহ ==