মাটি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
আফতাব বট (আলোচনা | অবদান)
বানান
S.M. Ababil Islam (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
১ নং লাইন:
[[চিত্র:Lössacker.jpg|thumb|[[Loess]] field in Germany]]
[[চিত্র:Stagnogley.JPG|thumb|Surface-water-[[Gley soil|gley]] developed in [[glacial till]], Northern Ireland]]
'''মাটি''' বা '''মৃত্তিকা''' হলো পৃথিবীর উপরিভাগের নরম ও দানাদার আবরণ। পাথর গুঁড়ো হয়ে সৃষ্ট দানাদার কণা এবং জৈব পদার্থ মিশ্রিত হয়ে মাটি গঠিত হয় ়। জৈব পদার্থের উপস্থিতিতে ভূমিক্ষয় আবহবিকার, বিচূর্নিভবন ইত্যাদি প্রাকৃতিক ও রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে পাথর থেকে মাটির উদ্ভব হয়েছে। সেই কারণে অতি প্রাচীন কালের মাটি পৃথিবীতে পাওয়া যায়না । ভূ-ত্বক, জলস্তর, বায়ুস্তর এবং জৈবস্তরের মিথষ্ক্রিয়ার মাধ্যমে পাথর থেকে মাটি তৈরি হয়। <ref name=Chesworth2008>{{Citation| last = Chesworth | first = Edited by Ward| year = 2008| title = Encyclopedia of soil science| pages = xxiv | isbn = 1402039948| publisher = Springer| location = Dordrecht, Netherland| nopp = true}}</ref> শুকনো গুঁড়ো মাটিকে সাধারনভাবে ধুলো বলা হয় ।
 
মাটিতে খনিজ এবং জৈব পদার্থের মিশ্রণ রয়েছে। এর উপাদানগুলো কঠিন, তরল ও বায়বীয় অবস্থায় মাটিতে বিদ্যমান ।<ref>Voroney, R. P., 2006. The Soil Habitat ''in'' Soil Microbiology, Ecology and Biochemistry, Eldor A. Paul ed. ISBN=0125468075</ref><ref>[http://www.columbia.edu/itc/cerc/seeu/atlantic/restrict/modules/module10_content.html James A. Danoff-Burg, Columbia University The Terrestrial Influence: Geology and Soils]</ref> মাটির কণাগুলো আলগা ভাবে যুক্ত, ফলে এর মধ্যে বাতাস ও জল চলাচলের যথেষ্ট জায়গা রয়েছে।<ref>Taylor, S. A., and G. L. Ashcroft. 1972. Physical Edaphology</ref> এজন্য মাটিকে বিজ্ঞানীরা ত্রি-দশা পদার্থ (Three state system) বলে অভিহিত করেন।<ref>McCarty, David. 1982. Essentials of Soil Mechanics and Foundations</ref> অধিকাংশ এলাকার মাটির ঘণত্ব ১ থেকে ২ গ্রাম/ঘন সেমি। <ref>http://www.pedosphere.com/resources/bulkdensity/triangle_us.cfm</ref> পৃথিবীর উপরিভাগের অধিকাংশ মাটিই [[Tertiary]] যুগের পরে গঠিত হয়েছে, আর কোনস্থানেই Pleistocene যুগের পুরানো মাটি নেই।<ref name=Buol73>{{cite book | last = Buol | first = S. W. | authorlink = | coauthors = Hole, F. D. and McCracken, R. J. | title = Soil Genesis and Classification | edition = First |date=1973 | publisher = Iowa State University Press | location = Ames, IA | isbn = 0-8138-1460-X}}.</ref>
'https://bn.wikipedia.org/wiki/মাটি' থেকে আনীত