মহাকরণ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: দৃশ্যমান সম্পাদনা মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
প্যারা
ট্যাগ: দৃশ্যমান সম্পাদনা মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
২১ নং লাইন:
'''মহাকরণ''' বা '''রাইটার্স বিল্ডিংস''' ([[ইংরেজি]]: '''Writers' Building''') [[পশ্চিমবঙ্গ সরকার|পশ্চিমবঙ্গ সরকারের]] সচিবালয় ভবন। [[পশ্চিমবঙ্গ|পশ্চিমবঙ্গের]] রাজধানী [[কলকাতা]]র [[বিবাদীবাগ]] অঞ্চলে [[লালদিঘি (কলকাতা)|লালদিঘি]]র উত্তরে এই ভবনটি অবস্থিত। ১৭৭০ সালে স্থাপিত ঐতিহাসিক রাইটার্স বিল্ডিংসের নকশা প্রস্তুত করেছিলেন টমাস লায়ন্স।<ref>''কলকাতা: একাল ও সেকাল'', রথীন মিত্র, আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড, কলকাতা, পৃ. ৬৯</ref> ১৭৭৬ সালে লায়ন্স [[ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি]]র ইউরোপীয় কেরানিদের বসবাসের জন্য উনিশটি পৃথক অ্যাপার্টমেন্ট তৈরি করেন; এগুলি দেখতে ছিল সারিবদ্ধ দোকানের মতো।<ref>''কলকাতা: এক পূর্ণাঙ্গ ইতিহাস'', অতুল সুর, জেনারেল প্রিন্টার্স অ্যান্ড পাবলিশার্স, কলকাতা, ১৯৮৪, পৃ. ২৮৮</ref> এই কেরানিদের বলা হত রাইটার; এদের নাম থেকেই ভবনের পূর্বতন নাম ''রাইটার্স বিল্ডিংস''-এর উদ্ভব। ১৮৮৯ সালে ভবনটি গথিক স্থাপত্যে। ভবনের সম্মুখভাগে [[করিন্থীয় স্থাপত্য]] [[নব্য রেনেসাঁ স্থাপত্য]]শৈলীর একটি উদাহরণ। প্রধান প্রবেশদ্বারের শীর্ষে [[ব্রিটানিয়া]]র একটি মূর্তিও স্থাপিত হয়।
 
== অলিন্দ যুদ্ধ ==
[[ভারতের স্বাধীনতা আন্দোলন|ভারতের স্বাধীনতা আন্দোলনের]] সঙ্গে রাইটার্স বিল্ডিংসের নাম নানাভাবে জড়িত। ১৯৩০ সালের ৮ নভেম্বর বিপ্লবী [[বিনয় বসু]], [[বাদল গুপ্ত]] ও [[দীনেশ গুপ্ত]] রাইটার্স বিল্ডিংসে এক দুঃসাহসিক অভিযান চালিয়ে কারাবিভাগের প্রধান অত্যাচারী ইংরেজ অফিসার এন. জি. সিম্পসনকে হত্যা করেন। এই ঘটনার অব্যবহিত পরে ভবনের অলিন্দে নিরাপত্তারক্ষী ও কমিশনার টেগার্টের নেতৃত্বে পুলিশ বাহিনীর সঙ্গে বিপ্লবী-ত্রয়ীর যে সংঘর্ষ হয় তা "অলিন্দ যুদ্ধ" নামে প্রসিদ্ধ। সংঘর্ষের শেষে গ্রেফতারি এড়াতে বাদল গুপ্ত সেখানেই আত্মহত্যা করেন।<ref>''আধুনিক ভারত (১৯২০ – ১৯৪৭): দ্বিতীয় খণ্ড'', প্রণবকুমার চট্টোপাধ্যায়, পশ্চিমবঙ্গ রাজ্য পুস্তক পর্ষৎ, কলকাতা, ১৯৯৯, পৃ. ১০৭</ref> ১৯৪৭ সালে স্বাধীনতালাভের পর রাইটার্স বিল্ডিংস পশ্চিমবঙ্গ সরকারের রাজ্য সচিবালয়ে পরিণত হয়। এই সময় বাংলায় ভবনটির নামকরণ হয় "মহাকরণ"। যদিও ইংরেজি নাম হিসেবে "রাইটার্স বিল্ডিংস" কথাটিই প্রচলিত। দীর্ঘকাল [[পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী|মুখ্যমন্ত্রীর কার্যালয়]], [[পশ্চিমবঙ্গ রাজ্য মহাফেজখানা]] সহ রাজ্য সরকারের একাধিক সরকারি বিভাগের প্রধান কার্যালয় মহাকরণে অবস্থিত ছিল। বর্তমান প্রধান প্রশাসনিক কার্যালয় হাওড়ার [[নবান্ন (ভবন)]] তে স্থানান্তরিত করা হয়েছে ও ঐতিহ্যশালী মহাকরণের সংস্কার চলছে।
 
== স্বাধীনোত্তর ভারতে ==
১৯৪৭ সালে স্বাধীনতালাভের পর রাইটার্স বিল্ডিংস পশ্চিমবঙ্গ সরকারের রাজ্য সচিবালয়ে পরিণত হয়। এই সময় বাংলায় ভবনটির নামকরণ হয় "মহাকরণ"। যদিও ইংরেজি নাম হিসেবে "রাইটার্স বিল্ডিংস" কথাটিই প্রচলিত। দীর্ঘকাল [[পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী|মুখ্যমন্ত্রীর কার্যালয়]], [[পশ্চিমবঙ্গ রাজ্য মহাফেজখানা]] সহ রাজ্য সরকারের একাধিক সরকারি বিভাগের প্রধান কার্যালয় মহাকরণে অবস্থিত ছিল। বর্তমান প্রধান প্রশাসনিক কার্যালয় হাওড়ার [[নবান্ন (ভবন)]] তে স্থানান্তরিত করা হয়েছে ও ঐতিহ্যশালী মহাকরণের সংস্কার চলছে।
 
<gallery>