আর্জেন্টিনা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Zaheen (আলোচনা | অবদান)
→‎সাম্প্রতিক যুগ: সম্প্রসারণ
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্য থাকল এর পরিচালককে জানান।
১০৫ নং লাইন:
 
আর্জেন্টিনার উত্তরতম বিন্দুটি [[রিও গ্রান্দে দে সান হুয়ান]] ও [[রিও মোহিনেতে]] নদী দুটির সঙ্গমস্থলে, [[হুহুই প্রদেশ|হুহুই প্রদেশে]] অবস্থিত। দেশটির দক্ষিণতম বিন্দু হল [[তিয়ের্‌রা দেল ফুয়েগো প্রদেশ|তিয়ের্‌রা দেল ফুয়েগো প্রদেশের]] [[সান পিও অন্তরীপ]]। সর্বপূর্ব বিন্দুটি [[মিসিওনেস প্রদেশ|মিসিওনেস প্রদেশের]] [[বেরনার্দো দে ইরিগোইয়েন]] শহরের উত্তর-পূর্বে এবং সর্বপশ্চিম বিন্দুটি সান্তা ক্রুস প্রদেশের [[লোস গ্লাসিয়ারেস জাতীয় উদ্যান|লোস গ্লাসিয়ারেস জাতীয় উদ্যানের]] মধ্যে পড়েছে।<ref name=igngeo/>
উত্তর থেকে দক্ষিণে আর্জেন্টিনার সর্বোচ্চ দৈর্ঘ্য প্রায় {{convert|3694|km|0|abbr=on}}; এর বিপরীতে পূর্ব থেকে পশ্চিমে দেশটির সর্বোচ্চ প্রশস্ততা প্রায় {{convert|1423|km|mi|abbr=on}}.<ref name=igngeo/>
 
আর্জেন্টিনার প্রধান প্রধান নদীর মধ্যে রয়েছে [[পারানা নদী]] ও [[উরুগুয়াই নদী]] (নদী দুটি একত্র হয়ে [[রিও দে লা প্লাতা]] নদী গঠন করেছে), [[সালাদো নদী]], [[রিও নেগ্রো নদী]], [[সান্তা ক্রুস নদী]], [[পিকোমাইয়ো নদী]], [[বের্মেহো নদী]] ও [[কোলোরাদো নদী]]।{{sfn|McCloskey|Burford|2006|pp=5, 7–8, 51, 175}} এই সব নদীর পানি [[আর্জেন্টিনীয় সাগর।|আর্জেন্টিনীয় সাগরে]] গিয়ে পড়েছে। আটলান্টিক সাগরের যে অগভীর অংশটি [[আর্জেন্টিনীয় শেলফ]] বা সমুদ্র-তাকের উপরে অবস্থিত, তাকেই আর্জেন্টিনীয় সাগর নামে ডাকা হয়। এটি একটি অস্বাভাবিকভাবে প্রশস্ত মহাদেশীয় মঞ্চ।{{sfn|McCloskey|Burford|2006|p=8}} এই সাগরের পানি দুইটি প্রধান মহাসাগরীয় স্রোতের প্রভাবাধীন: উষ্ণ [[ব্রাজিল স্রোত]] এবং শীতল [[ফকল্যান্ডস স্রোত]]। {{sfn|McCloskey|Burford|2006|p=18}}
১২২ নং লাইন:
[[File:Cristina Fernandez Comandante en Jefe.jpg|thumb|left|alt=ক্রিস্তিনা কির্শ্‌নার, ২০০৭ থেকে ২০১৫ পর্যন্ত আর্জেন্টিনার রাষ্ট্রপতি]]
;আলফোনসিন সরকার
[[রাউল আলফোনসিন]] (Raúl Alfonsín) [[আর্জেন্টিনার সাধারণ নির্বাচন, ১৯৮৩|১৯৮৩ সালের আর্জেন্টিনার সাধারণ নির্বাচনে]] জয়লাভ করেন। তিনি একনায়কতান্ত্রিক প্রোসেসো (Proceso) পর্বে মানবাধিকার লংঘনের দায়ে অভিযুক্তদের বিচারের পক্ষে প্রচারণা চালান। এর ফলশ্রুতিতে আলফোনসিনের শাসনামলে সামরিক জান্তা এবং অন্যান্য সামরিক আদালতের বিচার হয়, যাতে সামরিক ক্যু-এর সমস্ত নেতাদের শাস্তি হয়। তবে সামরিক চাপের মুখে আলফোনসিন ১৯৮৬ সালে [[শেষ বিন্দু]] বা “পুন্তো ফিনাল” ও ১৯৮৭ সালে [[প্রাপ্য আনুগত্য]] বা “ওবেদিয়েন্সিয়া দেবিদা” নামের আইন দুটি প্রবর্তন করেন<ref>{{cite Argentine law|l=23492|date=29 December 1986|bo=26058}}</ref><ref>{{cite Argentine law|l=23521|date=9 June 1987|bo=26155}}</ref> যার ফলে নিম্নস্তরের কর্মচারীদের বিচার রহিত হয়।
 
অর্থনৈতিক সংকট খারাপ হতে শুরু করলে ও অতিমুদ্রাস্ফীতি ঘটলে আলফোনসিনের জনপ্রিয়তা হ্রাস পায়। ১৯৮৯ সালের নির্বাচনে পেরনবাদী রাজনীতিবিদ কার্লোস মেনেম জয়লাভ করেন। অর্থনৈতিক বিপর্যয়ের কারণে বিক্ষুব্ধ জনগণ দাঙ্গা শুরু করলে নির্ধারিত সময়ের অনেক আগেই আলফোনসিন পদত্যাগ করে ক্ষমতা হস্তান্তর করেন।{{sfn|Galasso|2011|loc=vol. II|pp=533–549}}