রেতি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Munna haque (আলোচনা | অবদান)
Munna haque (আলোচনা | অবদান)
৪ নং লাইন:
[[ব্রোঞ্জ যুগ]] এবং [[লৌহ যুগ]] এর মধ্যে ফাইলিং করার জন্য ফাইল বিভিন্ন ধরণে ছিল। প্রত্নতত্ত্ববিদরা মিশরে [[ব্রোঞ্জ]] থেকে তৈরি ফাইল আবিস্কার করেন। প্রত্নতত্ত্ববিদরা প্রায় ১২০০-১০০০ বছর খ্রিস্টপূর্বের আসিরিয়ার তৈরি লোহার [[ফাইল]] আবিস্কার করেন যা খ্রিষ্টপূর্ব ৭ম শতাব্দীর পূর্বে ব্যবহার করা হতো।
মধ্যযুগের ফাইল গুলো অনেক উন্নত মানের যেটা কামার শিল্পের উন্নয়নের কারণে সম্ভব হয়েছে। ১১ শতকের দিক থেকে লোহার কঠিন ফাইলগুলো তৈরি শুরু হয় যা বেশ আধুনিক। কিন্তু তা সত্ত্বেও সেই সময় [[ফাইল]] ব্যাপক ভাবে ছড়িয়ে পড়তে পারে নি। এমন কি অনেক [[কামার]] শিল্পের ব্যক্তিদের কাছেও এটি ছিল না। যেমন: ১৩ শতকে [[প্যারিস]] এর শোভাময় লোহার কাজ করার জন্য অত্যন্ত দক্ষতার সাথে ফাইলিং এর কাজও সম্পন্ন করা হয়। কিন্তু এই কাজটি একটি অত্যন্ত গোপন দক্ষ [[শিল্পী]] দ্বারাই সম্পন্ন করা হয়েছে।
 
ডিসটন লেখক বলেন, এটা চতুর্দশ শতাব্দী পর্যন্ত ছিল না, তবে যারা লোহার নির্মিত বিভিন্ন শিল্পের কাজ করেন তাদের কাছে এই ব্যাপক ভাবে প্রচলন শুরু হয়। মধ্যযুগের শেষের দিকে আধুনিক লোহা বা ইস্পাত এর ফাইল, তীক্ষ্ন দাঁত ও শক্ত ফাইল তৈরি করা হয় যার দ্বারা [[তালা]] শিল্প এবং [[অস্ত্র]] শিল্পের অনেক উন্নয়ন সাধিত হয়।ডিসটন লেখক বলেন, নিউরেম্বের্গ ও শেফিল্ড শহর ফাইল উৎপাদনের নেতৃস্থানীয় উৎপাদন কেন্দ্র হিসাবে পরিচিতি লাভ করে। [[লিওনার্দো দ্য ভিঞ্চি]] এর আকাঁর মধ্যেও একটি ফাইল বা কর্তন যন্ত্রের মতো একটা যন্ত্র আঁকা আছে।
 
ব্যাপক ভাবে যন্ত্র শিল্পায়নের আগে অর্থ্যাৎ ১৯শতকের আগে ফাইল দ্বারা ফাইলিং করা কোন বস্তু নির্মানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় ছিল। [[শিল্পবিপ্লব]] এর আগে প্রায় শত শত বছর ধরে [[হাত]] দ্বারাই বিভিন্ন কাজ সমাধা করা হতো এর মধ্যে ফাইল দিয়ে বিশেষ করে [[তালা]],[[ঘড়ি]], [[অস্ত্র]] ইত্যাদিতে ফাইল ব্যাপক ভাবে ব্যবহার করা হয়েছে।
 
== ফাইলের প্রকারভেদ ==
[[File:FilesFlat-Smooth-2ndCut-Bastard.jpg|thumb|স্মুথ ফাইল, সেকেন্ড কাট ফাইল এবং বাসটেড ফাইল]]
'https://bn.wikipedia.org/wiki/রেতি' থেকে আনীত