মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্র: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Tosikul Alam (আলোচনা | অবদান)
→‎পটভূমি: Added contents
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
NahidSultanBot (আলোচনা | অবদান)
→‎top: বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্য থাকল এর পরিচালককে জানান।
৮ নং লাইন:
|date_ratified=৪ জুলাই ১৭৭৬
|location_of_document={{nowrap|চূড়ান্ত প্রতিলিপি: [[ন্যাশনাল আর্কাইভস]]}}<br />অমার্জিত খসড়া: [[লাইব্রেরী অব কংগ্রেস]]
|লেখক=[[ থমাস জেফারসন]] (নিবিষ্টকারী: সম্ভবত [[টিমোথি ম্যাটলাক]])
|signers=২য় [[কন্টিনেন্টাল কংগ্রেস|কন্টিনেন্টাল কংগ্রেসের]] ৫৬ জন প্রতিনিধি
|purpose=[[গ্রেট ব্রিটেন]] থেকে বিচ্ছিন্ন হওয়ার ঘোষণা ও ব্যাখ্যা<ref>Becker, ''Declaration of Independence'', ৫।</ref>
১৫ নং লাইন:
'''স্বাধীনতার ঘোষণাপত্র''' একটি ঐতিহাসিক দলিল যা ৪ জুলাই ১৭৭৬ [[পেনসিলভানিয়া]] প্রাদেশিক আইনসভায় অনুষ্ঠিত ২য় কন্টিনেন্টাল কংগ্রেসের সভায় গৃহীত হয়। এর মাধ্যমে [[গ্রেট ব্রিটেন|ব্রিটেনের]] সাথে যুদ্ধরত তেরটি আমেরিকান কলোনি<ref>কলোনি তেরটি হচ্ছে: [[ডেলাওয়ার]], [[পেনসিলভানিয়া]], [[নিউ জার্সি]], [[জর্জিয়া]], [[কানেক্টিকাট]], [[ম্যাসাচুসেটস]], [[ম্যারিল্যান্ড]], [[সাউথ ক্যারলাইনা]], [[নর্থ ক্যারলাইনা]], [[ভার্জিনিয়া]], [[নিউ হ্যাম্পসায়ার]], [[নিউ ইয়র্ক]], [[রোড আইল্যান্ড]]</ref> নিজেদের বৃটিশ শাসনের বাইরে স্বাধীন ও সার্বভৌম হিসেবে ঘোষণা করে এবং [[যুক্তরাষ্ট্র]] নামে নতুন রাষ্ট্র গঠন করে। পাঁচ সদস্যের একটি কমিটি কংগ্রেসে ভোটাভুটির জন্য আগেই আনুষ্ঠানিক স্বাধীনতা ঘোষণার একটি খসড়া প্রস্তুত করে রেখেছিলেন। <nowiki>"স্বাধীনতার ঘোষণা"</nowiki> এই শব্দটি আসল দলিলে উল্লেখ নেই।
 
[[জন অ্যাডামস]] দলিলটির মূল খসড়া প্রণয়নের জন্য [[থমাস জেফারসন]] কে নির্বাচিত করতে কমিটির কাছে তদবির করেন<ref name="digitalhistory">[http://www.digitalhistory.uh.edu/active_learning/explorations/revolution/revolution_declaringindependence.cfm "Declaring Independence"], ''Revolutionary War'', Digital History, University of Houston. From Adams' notes: "Why will you not? You ought to do it." "I will not." "Why?" "Reasons enough." "What can be your reasons?" "Reason first, you are a Virginian, and a Virginian ought to appear at the head of this business. Reason second, I am obnoxious, suspected, and unpopular. You are very much otherwise. Reason third, you can write ten times better than I can." "Well," said Jefferson, "if you are decided, I will do as well as I can." "Very well. When you have drawn it up, we will have a meeting."</ref>।যেটা কংগ্রেস সম্পাদন করে চূড়ান্ত সংস্করণ প্রস্তুত করবে। [[আমেরিকান বিপ্লবী যুদ্ধ]] শুরুর ১ বছরেরও বেশি সময় পরে কেন ২ জুলাই কংগ্রেস [[গ্রেট ব্রিটেন]] থেকে স্বাধীনতা ঘোষণার জন্য ভোট দান করে তার একটি আনুষ্ঠানিক ব্যাখ্যা এই ঘোষণা। পরবর্তী দিন [[জন অ্যাডামস]] তার স্ত্রী [[আবিগালি অ্যাডামস|আবিগালিকে]] লিখেন,<nowiki>"১৭৭৬ সালের জুলাই এর দ্বিতীয় দিন আমেরিকার ইতিহাসে সবচেয়ে স্বরণীয় দিন হবে"</nowiki><ref>[http://www.masshist.org/digitaladams/archive/doc?id=L17760703jasecond আবিগালি অ্যাডামসের কাছে জন অ্যাডামসের চিঠি, ৩ জুলাই ১৭৭৬]</ref>। কিন্তু আমেরিকা [[যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস]] পালন করা হয় জুলাইয়ের ৪ তারিখ, যে তারিখে [[মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্র|'''স্বাধীনতার ঘোষণাপত্র]]''' অনুমোদিত হয়।
 
৪ তারিখে অনুমোদনের পর কংগ্রেস বেশ কয়েকটি ফর্মে(আকারে) স্বাধীনতার ঘোষণাপত্রটি প্রকাশ করে। প্রাথমিকভাবে এটি মুদ্রিত(ডানল্যাপ ব্রডসাইড) আকারে প্রকাশিত হয়। এই সংস্করণটি ব্যাপকভাবে বিতরণ ও প্রচার করা হয়। মুদ্রণে ব্যবহৃত মূল কপিটি হারিয়ে গেছে, সম্ভবত এটি [[থমাস জেফারসন|জেফারসনের]] হাতের কপি ছিল<ref name=":0">Boyd (1976), ''The Declaration of Independence: The Mystery of the Lost Original'', ৪৩৮ পৃষ্ঠা</ref>।