বিনোদন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
নিরাপত্তা যোগ
প্রদর্শন যোগ
১৩ নং লাইন:
===ক্রীড়া===
ক্রীড়া প্রতিযোগিতা সবসময় জনগণকে বিনোদন প্রদান করেছে। খেলোয়াড়দের থেকে দর্শকদের পৃথক করতে স্টেডিয়াম ও অডিটরিয়াম তৈরি করা হয়েছে। এছাড়া রেকর্ডিং ও সম্প্রচারের প্রযুক্তি খেলার স্থান থেকে দূরের দর্শকদেরও খেলা দেখার সুযোগ করে দিয়েছে। ফলে দর্শকের পরিমাণ পূর্বের থেকে বেড়েছে এবং এই ধরনের খেলাধুলা আরও জনপ্রিয়তা লাভ করেছে। বৈশ্বিক আবেদেওনের প্রেক্ষিতে ফুটবল ও ক্রিকেট বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় দুটি খেলা। এই দুই খেলার প্রধান আন্তর্জাতিক প্রতিযোগিতা বিশ্বকাপ এবং টেস্ট ক্রিকেট পৃথিবীর বহু দেশে সম্প্রচারিত হয়। খেলার সাথে জড়িতরা বিশ্বের কোটি কোটি মানুষের কাছে তাদের বিনোদনের প্রধান উৎস হিসেবে গুরুত্বপূর্ণ।<ref>{{বই উদ্ধৃতি |title=Sport Marketing|year=2007|publisher=Human Kinetics|isbn=978-0-7360-6052-3|authors=Hardy, Stephen; Sutton, William Anthony|editor=Mullin, Bernard James}}</ref> এই দুই খেলার সাথে তুলনীয় এবং ক্রীড়ার দীর্ঘ রূপ ''ট্যুর ডি ফ্রান্স'' বৈশ্বিক আবেদন লাভ করেছে। খেলাটি বিশেষ কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত না হয়ে স্টেডিয়ামের বাইরে কোন গ্রামাঞ্চলে অনুষ্ঠিত হয়।<ref>{{বই উদ্ধৃতি |last=Thompson|first=Christopher S.|title=The Tour de France: A Cultural History|year=2008|publisher=University of California Press|location=Berkeley, Los Angeles, London|isbn=978-0-520-25630-9}}</ref>
 
===প্রদর্শন===
দর্শকদের সামনে সরাসরি উপস্থাপনা বিনোদনের একটি প্রধান রূপ, বিশেষ করে অভিনব কোন অডিও বা ভিডিও প্রদর্শন। এ ধরনের উপস্থাপনা বিভিন্ন রকমের হতে পারে, যেমন [[মঞ্চ নাটক]], [[সঙ্গীত]] ও [[নাটক]]। ১৬শ শতাব্দী এবং ১৭শ শতাব্দীতে ইউরোপীয় রাজদরবারে প্রদর্শিত মাস্ক ছিল এক ধরনের জটিল মঞ্চ বিনোদন, যেখানে নাচ, গান ও অভিনয় উপস্থাপিত হত। অপেরাও প্রদর্শনের জনপ্রিয় রূপ। অপেরার তিনটি রূপ রয়েছে, যেমন উচ্চাঙ্গ সঙ্গীত ও নাটকীয় দক্ষতা, সমন্বয় এবং মাস্কের মত নির্মান দক্ষতা।
 
দর্শকেরা হাততালির মাধ্যমে বিনোদন উপস্থাপনার প্রশংসা করেন। যাই হোক, সকল উপস্থাপকেরাই দর্শকের মনোযোগ ধরে রাখা এবং সর্বোপরি বিনোদন দানে অকৃতকার্য হওয়ার ঝুঁকিতে থাকেন। দর্শকের অসন্তুষ্টতা প্রদর্শনও অনেক সময় সরাসরি হয়ে থাকে।
 
====গল্পবলা====
[[গল্পবলা]] বিনোদনের একটি প্রাচীন রূপ, যা অন্য সব রূপকে প্রভাবিত করে। এটা শুধু বিনোদনই নয়, বরং এটা মানবিক সংঘর্ষ ও বিরোধ নিয়েও ভাবায়। যদিও গল্প নির্দিষ্ট সংখ্যক শ্রোতার সামনে পেশ করা হয়, এগুলো বিনোদন হিসেবে উপস্থাপন করা হয় এবং চলচ্চিত্র, নাটক, বেলে এবং অপেরার সাথে সম্পর্ক স্থাপন করেই বর্ণনা করা হয়। লিখিত গল্প চিত্র ও ব্যাখ্যা এবং উচ্চ শিল্পমানসহ উপস্থাপন করা হয়, যেমন আলোকসজ্জিত পান্ডুলিপি এবং প্রাচীন নির্ঘন্টের আকারে, জাপানীরা করে থাকে।<ref name=Watanabe>{{বই উদ্ধৃতি |last=Watanabe|first=Masako|title=Storytelling in Japanese Art|year=2011|publisher=Metropolitan Museum of Art|location=New York|isbn=978-0-300-17590-5}}</ref> গল্প বলা ভ্রমণরত অবস্থায় বিনোদনের একটি অন্যতম উপায়। [[জিওফ্রে চসার]] তাঁর ১৪শ শতাব্দীর সাহিত্যকর্ম ''[[দ্য ক্যান্টারবেরি টেলস]]'' এবং [[য়ু চেং'আন]] তাঁর ১৬শ শতাব্দীর ''[[জার্নি টু দ্য ওয়েস্ট]]'' গল্পে দেখিয়েছেন কিভাবে গল্প বলার মাধ্যমে সময় ক্ষেপণ এবং শ্রোতাদের বিনোদন দেওয়া যায়। যদিও প্রযুক্তিগত উন্নয়নের ফলে বর্তমানে ভ্রমণের সময় কমে এসেছে, তবুও গাড়ি এবং উড়োজাহাজে ভ্রমণরত যাত্রীদের কাছে মৌখিক বা প্রযুক্তির সাহায্যে কোন গল্প উপস্থাপন করা হয়।
 
====মঞ্চ নাটক====
[[চিত্র:G Durand Saturday Night at the Victoria Theatre VA.jpg|thumb|১৮৭২ সালে লন্ডনের [[ভিক্টোরিয়া প্যালেস থিয়েটার|ভিক্টোরিয়া থিয়েটারে]] শনিবার রাতের দর্শক।]]
[[মঞ্চ নাটক]] মূলত নাটকীয় বা সঙ্গীতধর্মী উপস্থাপন, যা দর্শকদের সামনে মঞ্চে প্রদর্শিত হয়। মঞ্চ নাটকের গোড়াপত্তন হয় হেলেনিস্টিক সময় থেকে যখন শীর্ষ সঙ্গীতজ্ঞ ও অভিনয়শিল্পীরা "কবিয়াল" এ অংশগ্রহণ করত, উদাহরণস্বরূপ "[[ডেলফি]], [[ডেলস]], [[ইফেসুস]]"।<ref>{{বই উদ্ধৃতি |ref=CITEREFMcDonald_Walton2007|title=The Cambridge companion to Greek and Roman theatre|year=2007|publisher=Cambridge University Press|location=Cambridge; New York|isbn=0-521-83456-2|editors=McDonald, Marianne and Walton, J. Michael}} p. 26.</ref> [[এরিস্টটল]] ও তাঁর গুরু [[প্লাতো]] দুজনেই মঞ্চ নাটকের তত্ত্ব ও উদ্দেশ্য সম্পর্কে লিখেছেন। এরিস্টটল প্রশ্ন রাখেন, "চরিত্র রুপায়নে শিল্পকলার কাজ কি? যার উপর অনেক দায়ভার ন্যস্ত সে কি শুধু সেই উপস্থাপনা দেখবে নাকি সেও অংশগ্রহণ করবে এবং অভিনয় করবে? যারা অভিজাত নয় তাদের সামনে কি ধরনের বিনোদন প্রদর্শিত হবে?"{{sfnp|ref=CITEREFMcDonald_Walton2007|McDonald & Walton|2007|p=93}} [[পের্গামুম]] এ [[সেলেউসিড সাম্রাজ্য]] সময়ের মিশরের টলেমিদের মঞ্চ নাটকের প্রতি প্রবল ঝোঁক ছিল এবং পরে রোম সাম্রাজ্যের পৃষ্ঠপোষকতায় আরো বেশি ব্যয়বহুল মঞ্চ নাটক নির্মিত হত।{{sfnp|ref=CITEREFMcDonald_Walton2007|McDonald & Walton|2007|p=26}}<ref>{{বই উদ্ধৃতি |title=The Cambridge History of British Theatre|year=2005|publisher=Cambridge University Press (3 volumes)|isbn=0-521-82790-6|editors=Milling, Jane; Donohue, Joseph W.; Thomson, Peter}}</ref>
 
===সঙ্গীত===
২১ ⟶ ৩৩ নং লাইন:
==নিরাপত্তা==
কিছু বিনোদনে, যেমন বড় উৎসব (ধর্মীয় বা ধর্ম নিরপেক্ষ), কনসার্ট, ক্লাব, পার্টি এবং উদযাপন, বেশি মানুষ জড় হয়। প্রারম্ভিক সময় থেকেই বিনোদনে বেশি মানুষের কোলাহল হলে কোন না কোন ক্ষতি বা দুর্ঘটনা ঘটে আসছে, বিশেষ করে যেসব স্থানে বিনোদনের উৎস হিসেবে নেশা দ্রব্য, যেমন অ্যালকোহল, কেনাবেচা হয়। প্রাচীন গ্রিসে বড় ধরনের দুর্ঘটনা ঘটত, উদাহরণস্বরূপ রোমানদের সাতার্নালিয়া। অতিরিক্ত কোলাহলের ফলে সামাজিক বিশৃঙ্খলা দেখা দেয়, মাঝে মাঝে তা দুর্ঘটনা এমনকি মৃত্যু পর্যন্ত গড়ায়। এমন একটি উদাহরণ হল রক গানের উৎসব [[অ্যাল্টামন্ট ফ্রি কনসার্ট]]। নাইটক্লাবসমূহে সংগঠিত এমন কিছু ঘটনা হল ছত্রভঙ্গ; অতিরিক্ত কোলাহল; সন্ত্রাসবাদ; যেমন [[২০০২ বালি বোমা হামলা]], এবং বিশেষ করে আগুন লাগা।
 
==আরও দেখুন==
{{কমন্স বিষয়শ্রেণী|বিনোদন}}
* [[গণমাধ্যম]]
* [[বিনোদন আইন]]
* [[বিনোদন শিল্প]]
 
==তথ্যসূত্র==