ঢাকা মেডিকেল কলেজ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Tanjir H Chowdhury (আলোচনা | অবদান)
Tanjir H Chowdhury (আলোচনা | অবদান)
৪৬ নং লাইন:
ঢাকা মেডিকেল কলেজ গঠনের প্রাক্কালে স্থাপিত কমিটির প্রধান ডব্লিউ জে ভারজিন এর উপরেই ন্যস্ত হয় ঢাকা মেডিকেল কলেজের পরিচালনার গুরুদায়িত্ব। শুরুতে [[শারীরস্থান|এনাটমি]] ও [[ফিজিওলজি]] ডিপার্টমেন্ট না থাকায় ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের মিটফোর্ড মেডিকেল স্কুলে ক্লাস করতে হত। একমাস পর এনাটমি বিভাগের অধ্যাপক ''পশুপতি বসু'' এবং ফিজিওলজি বিভাগে অধ্যাপক ''হীরালাল সাহা'' শিক্ষক হিসেবে যোগদানের পর হাসপাতালে ২২ নং ওয়ার্ডে ক্লাস শুরু হয়। তখন ছিল না কোন লেকচার গ্যালারি বা ডিসেকশান হল। ১৯৫৫ সালে কলেজ ভবন স্থাপনের পর সেই অভাব পূরণ হয়।
 
এছাড়াও ঢাকা মেডিকেল কলেজের শিক্ষাদানের পথিকৃতেরা ছিলেন ফরেনসিক মেডিসিনের ''ডাঃ এম হোসেন'', ফার্মাকোলজি বিভাগে প্রফেসর ''আলতাফ আহমেদ'', প্যাথলজি বিভাগে প্রফেসর ''আনোয়ার আলী'' এবং ''ডাঃ কাজী আবদুল খালেক'', স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যায় প্রফেসর ''হাবিব উদ্দিন আহমেদ'' ও প্রফেসর ''হুমায়রা সাঈদ'', মেডিসিন বিভাগে [[প্রফেসরঅধ্যাপক নওয়াব আলী]] ও প্রফেসর ''মোঃ ইব্রাহীম'', সার্জারি বিভাগে প্রফেসর ''মেজর এফ ডব্লিউ এলিসন'', প্রফেসর ''ই ভন নোভাক'', ''লেঃ কর্নেল গিয়াস উদ্দিন'' এবং প্রফেসর ''আমির উদ্দিন'' প্রমুখ।
 
=== বর্তমান পরিস্থিতি ===