কুমিল্লা সিটি কর্পোরেশন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

[অপরীক্ষিত সংশোধন][অপরীক্ষিত সংশোধন]
বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
WikitanvirBot (আলোচনা | অবদান)
বট বানান ঠিক করছে, কোনো সমস্যায় তানভিরের আলাপ পাতায় বার্তা রাখুন
সম্পাদনা সারাংশ নেই
২৪ নং লাইন:
'''কুমিল্লা সিটি কর্পোরেশন''' [[বাংলাদেশ|বাংলাদেশের]] একটি পৌর প্রশাসন ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। এই প্রশাসন [[কুমিল্লা|কুমিল্লা জেলার]] কেন্দ্রে অবস্থিত কুমিল্লা পৌর শহরের উন্নয়ন ও রক্ষনাবেক্ষণ কর্মকান্ড পরিচালনা করে থাকে।
 
এই সিটি কর্পোরেশনের কার্যক্রম প্রায় ৩৩ বর্গ কিলোমিটার ক্ষেত্রফল বিশিষ্ট কুমিল্লা পৌর শহরের মধ্যে বিস্তৃত, যার আওতায় পাঁচ লক্ষাধিক মানুষ বসবাস করে। এই প্রতিষ্ঠানটিপ্রতিষ্ঠানটিতে আগে কুমিল্লা পৌরসভা ও কুমিল্লা সদর দক্ষিণ পৌরসভা নামে পরিচালিতদুটি পৌরসভা হত।ছিল। [[১০ জুলাই]], [[২০১১]] তারিখে বাংলাদেশের স্থানীয় সরকার মন্ত্রণালয় এক অধ্যাদেশ জারি করে প্রশাসনটিকেপ্রশাসন পৌরসভা দুটিকে একটি সিটি কর্পোরেশনের মর্যাদা দেয়।<ref name="Comilla Now A City Corporation">{{citation |url=http://www.bangladeshfirst.com/newsdetails.php?cid=2&scid=0&nid=1679 |title=Comilla Now A City Corporation |first= |last= |publisher=বাংলাদেশ ফার্স্ট ডট কম |date=১১ জুলাই, ২০১১ |accessdate=2011-07-11}}</ref>
 
[[চিত্র:Court Road, Comilla.jpg|thumb|right|কোর্ট রোড, কুমিল্লা শহরের একটি প্রধান সড়ক যা পূর্বে ঐতিহাসিক গ্র্যান্ড ট্রাংক রোডের একটি অংশ ছিল। অধুনা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক নির্মিত হওয়ার আগে এটি ছিল চট্টগ্রাম বন্দর সহ দক্ষিণ পূর্ব বাংলাদেশের সাথে দেশের বাকি অংশের একমাত্র সংযোগ সড়কের অংশ।]]
৩৩ নং লাইন:
[[১৮৯০]] দশকে মাঝামাঝি সময়ে প্রতিষ্ঠিত কুমিল্লা পৌরসভা ছিল কুমিল্লা পৌর শহরের প্রথম প্রশাসনিক প্রতিষ্ঠান। এটির নির্বাহী প্রধান [[নির্বাচন|নাগরিকদের সরাসরি ভোটে]] নির্বাচিত হতেন।
 
সিটি কর্পোরেশন আত্মপ্রকাশের আগে কুমিল্লা পৌর শহর প্রায় ১২৫ বছরের অধিক সময় যাবত পৌরসভার দ্বারা নিয়ন্ত্রিত হয়ে আসছিল। এই সময়ে কুমিল্লার রাজনৈতিক ও ব্যবসায়িক গুরুত্ব এবং জনসংখ্যা উভয়ই বৃদ্ধি পেয়েছে। এই অবস্থায় [[২০ আগস্ট]], [[২০০৯]] তারিখে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাছে কুমিল্লা পৌরসভা ও কুমিল্লা সদর দক্ষিণ পৌরসভাকে সিটি কর্পোরেশনে রূপান্তরের জন্য কুমিল্লা জেলা প্রশাসনের তরফ থেকে একটি আবেদন পাঠানো হয়।<ref name="Comilla Now A City Corporation"/>
 
এই আবেদনের ভিত্তিতে [[৪ মার্চ]], ২০১১ তারিখে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক অভ্যন্তরীণ বৈঠকে বিদ্যমান পৌরসভা প্রশাসনগুলোর মাঝে গুরুত্বপূর্ণ চারটিকে সিটি কর্পোরেশনে উত্তীর্ণ করার সিদ্ধান্ত নেয়া হয়।<ref>{{citation |url=http://www.thedailystar.net/newDesign/news-details.php?nid=176256 |title=Four new city corporation to be set up |first= |last= |publisher=দ্য ডেইলি স্টার |date=৪ মার্চ, ২০১১ |accessdate=2011-07-11}}</ref>
 
[[২৩ জুন]], ২০১১ তারিখে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক আনুষ্ঠানিক ঘোষণার মধ্য দিয়ে কুমিল্লা পৌরসভা ও কুমিল্লা সদর দক্ষিণ পৌরসভার অস্তিত্ব বিলুপ্ত ঘোষণা করা হয়। এই সিদ্ধান্তটি ছিল কুমিল্লা সিটি কর্পোরেশন গঠনের উদ্দেশ্যে চূড়ান্ত সরকারি পদক্ষেপ।<ref>{{citation |url=http://www.sheershanews.com/?view=details&data=Travel&news_type_id=1&menu_id=1&news_id=19228 |title=কুমিল্লা সিটি করপোরেশন ঘোষণা: শহরে আনন্দ-উল্লাস |first= |last= |publisher=শীর্ষ নিউজ |date=১১ জুলাই, ২০১১ |accessdate=2011-07-11}}</ref>
 
পরে [[১০ জুলাই]], ২০১১ তারিখে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে থেকে এক প্রজ্ঞাপন জারি করে কুমিল্লা সিটি কর্পোরেশন গঠন ও এর কার্যক্রম আরম্ভের ঘোষণা দেয়া হয়।<ref name="Comilla Now A City Corporation"/>