নিক্কোলো মাকিয়াভেল্লি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সংশোধন
সম্প্রসারণ
২৫ নং লাইন:
মাকিয়াভেল্লি রচিত [[ইল প্রিঞ্চিপে]] ([[বাংলা ভাষা|বাংলায়]] "রাজকুমার" ও [[ইংরেজি ভাষা|ইংরেজিতে]] "দ্য প্রিন্স" নামেও পরিচিত) গ্রন্থে যেমন তাঁর [[political realism|বাস্তবতাদাবাদ সমর্থক]] ("রিয়েলিস্ট") রাজনৈতিক তত্ত্ব প্রকাশ পেয়েছে। এই গ্রন্থটিকে অভিহিত করা হয় বিশ্বসাহিত্যের অন্যতম অর্থপূর্ণ, ভীতিজনক, প্ররোচনামূলক, হিংসাত্মক ও কঠিন আঘাত দিতে সক্ষম রচনা বলে। প্রকাশিত হওয়ার পর থেকেই বইটি বহুল সমালোচিত ও নিন্দিত হওয়ার পাশাপাশি প্রশংসিতও হয়েছে অনেক বিদগ্ধজনের কাছে।
 
১৫১৩ সালে ম্যাকিয়াভেলি এই বইটি লিখেছিলেন ফ্লোরেন্সের তৎকালিন রাজা পিয়ারো ডি মেডিচির পুত্র প্রিন্স লরেঞ্জোর প্রতি উপদেশমূলক গ্রন্থ হিসেবে। লরেঞ্জো যদিও সেই সময় এই উপদেশ গ্রহন করেন নি; কিন্তু পরবর্তিতে দুনিয়াতে যত স্বৈরশাসক ও ডিকটেটর এসেছেন তারা সকলই ''দ্য প্রিন্স''কে মূল উপজীব্য হিসেবে বেছে নিয়েছিলেন। একথা সুবিদিত যে, মুসোলিনি 'দ্য প্রিন্স' এর এক সংস্করনে ভূমিকা পর্যন্ত লিখেছিলেন।
 
===ডিসকোর্সেস অন লিভাই গ্রন্থ===