নিক্কোলো মাকিয়াভেল্লি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
রচনাশৈলী
সম্প্রসারণ
২৪ নং লাইন:
===গ্রন্থ দ্য প্রিন্স===
মাকিয়াভেল্লি রচিত [[ইল প্রিঞ্চিপে]] ([[বাংলা ভাষা|বাংলায়]] "রাজকুমার" ও [[ইংরেজি ভাষা|ইংরেজিতে]] "দ্য প্রিন্স" নামেও পরিচিত) গ্রন্থে যেমন তাঁর [[বাস্তবতাদাবাদ|বাস্তবতাদাবাদসমর্থক]] ("রিয়েলিস্ট") রাজনৈতিক তত্ত্ব প্রকাশ পেয়েছে। এই গ্রন্থটিকে অভিহিত করা হয় বিশ্বসাহিত্যের অন্যতম অর্থপূর্ণ, ভীতিজনক, প্ররোচনামূলক, হিংসাত্মক ও কঠিন আঘাত দিতে সক্ষম রচনা বলে। প্রকাশিত হওয়ার পর থেকেই বইটি বহুল সমালোচিত ও নিন্দিত হওয়ার পাশাপাশি প্রশংসিতও হয়েছে অনেক বিদগ্ধজনের কাছে।
 
১৫১৩ সালে ম্যাকিয়াভেলি এই বইটি লিখেছিলেন ফ্লোরেন্সের তৎকালিন রাজা পিয়ারো ডি মেডিচির পুত্র প্রিন্স লরেঞ্জোর প্রতি উপদেশমূলক গ্রন্থ হিসেবে।
 
===ডিসকোর্সেস অন লিভাই গ্রন্থ===