শেখ মনসুর: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Zaheen (আলোচনা | অবদান)
সাংক্‌ত পিতেরবুর্গ বানান
২৯ নং লাইন:
এরপর রুশ জনগণ তাদের বসতিগুলোর প্রতিরোধ ক্ষমতা মজবুত করে তোলে। রুশ সম্রাজ্ঞী [[ক্যাথরিন দ্য গ্রেট]] তার সৈন্যবাহিনীকে [[জর্জিয়া]] থেকে [[তেরেক নদী|তেরেক নদীর]] দিকে সরিয়া আনেন। ১৭৮৬ সালে রুশ সৈন্যরা নবনির্মিত [[ভ্লাদিকাভকাজ]] দুর্গ ত্যাগ করে চলে আসে। ১৮০৩ সাল পর্যন্ত এ দুর্গ তারা নিজেদের আয়ত্তে আনতে সক্ষম হয়নি। ১৭৮৭-১৭৯১ সময়কালে [[রুশ-তুর্কি যুদ্ধ]] চলাকালিন সময় শেখ মনসুর [[আদিগেয়া]] চলে যান। রুশদের বিরুদ্ধে লড়াইয়ে তিনি [[আদিগ]] ও [[নোগাই]] জনগণকে নেতৃত্ব দেন। কিন্তু তারা বেশ কয়েকবার পরাজিত হয়।
 
১৭৯১ সালের জুন শেখ মনসুর [[কৃষ্ণ সাগর|কৃষ্ণ সাগরের]] তীরবর্তী অঞ্চলে [[আনাপা|আনাপার]] তুর্কি দুর্গ থেকে গ্রেপ্তার হন। এরপর তাকে [[সেইন্টসাংক্‌ত পিটার্সবার্গপিতেরবুর্গ]] আনা হয়। তিনি যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত হন। ১৭৯৪ সালের এপ্রিলে তিনি [[শ্লিসেলবার্গ]] দুর্গে মৃত্যুবরণ করেন।
 
== আরো দেখুন ==