মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্র: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Tosikul Alam (আলোচনা | অবদান)
Added contents
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
Tosikul Alam (আলোচনা | অবদান)
Added contents
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
৭ নং লাইন:
|date_created=জুন-জুলাই ১৭৭৬
|date_ratified=৪ জুলাই ১৭৭৬
|location_of_document={{nowrap|চূড়ান্ত প্রতিলিপি: [[National Archives and Records Administration|ন্যাশনাল আর্কাইভ্সআর্কাইভস]]}}<br />অমার্জিত খসড়া: [[লাইব্রেরী অব কংগ্রেস]]
|লেখক=[[ থমাস জেফারসন]] (নিবিষ্টকারী: সম্ভবত [[টিমোথি ম্যাটলাক]])
|signers=২য় [[কন্টিনেন্টাল কংগ্রেস|কন্টিনেন্টাল কংগ্রেসের]] ৫৬ জন প্রতিনিধি
|purpose=[[গ্রেট ব্রিটেন]] থেকে বিচ্ছিন্ন হওয়ার ঘোষণা ও ব্যাখ্যা<ref>Becker, ''Declaration of Independence'', 5.৫।</ref>
}}
 
'''স্বাধীনতার ঘোষণাপত্র''' একটি ঐতিহাসিক দলিল যা ৪ জুলাই ১৭৭৬ [[পেনসিলভানিয়া]] প্রাদেশিক আইনসভায় অনুষ্ঠিত ২য় কন্টিনেন্টাল কংগ্রেসের সভায় গৃহীত হয়। এর মাধ্যমে [[গ্রেট ব্রিটেন|ব্রিটেনের]] সাথে যুদ্ধরত তেরটি আমেরিকান কলোনি<ref>কলোনি তেরটি হচ্ছে: [[ডেলাওয়ার]], [[পেনসিলভানিয়া]], [[নিউ জার্সি]], [[জর্জিয়া]], [[কানেক্টিকাট]], [[ম্যাসাচুসেটস]], [[ম্যারিল্যান্ড]], [[সাউথ ক্যারলাইনা]], [[নর্থ ক্যারলাইনা]], [[ভার্জিনিয়া]], [[নিউ হ্যাম্পসায়ার]], [[নিউ ইয়র্ক]], [[রোড আইল্যান্ড]]</ref> নিজেদের বৃটিশ শাসনের বাইরে স্বাধীন ও সার্বভৌম হিসেবে ঘোষণা করে এবং [[যুক্তরাষ্ট্র]] নামে নতুন রাষ্ট্র গঠন করে। পাঁচ সদস্যের একটি কমিটি কংগ্রেসে ভোটাভুটির জন্য আগেই আনুষ্ঠানিক স্বাধীনতা ঘোষণার একটি খসড়া প্রস্তুত করে রেখেছিলেন। <nowiki>"স্বাধীনতার ঘোষণা"</nowiki> এই শব্দটি আসল দলিলে উল্লেখ নেই।
 
[[জন অ্যাডামস]] দলিলটির মূল খসড়া প্রণয়নের জন্য [[থমাস জেফারসন]] কে নির্বাচিত করতে কমিটির কাছে তদবির করেন<ref name="digitalhistory">[http://www.digitalhistory.uh.edu/active_learning/explorations/revolution/revolution_declaringindependence.cfm "Declaring Independence"], ''Revolutionary War'', Digital History, University of Houston. From Adams' notes: "Why will you not? You ought to do it." "I will not." "Why?" "Reasons enough." "What can be your reasons?" "Reason first, you are a Virginian, and a Virginian ought to appear at the head of this business. Reason second, I am obnoxious, suspected, and unpopular. You are very much otherwise. Reason third, you can write ten times better than I can." "Well," said Jefferson, "if you are decided, I will do as well as I can." "Very well. When you have drawn it up, we will have a meeting."</ref>।যেটা কংগ্রেস সম্পাদন করে চূড়ান্ত সংস্করণ প্রস্তুত করবে। [[আমেরিকান বিপ্লবী যুদ্ধ]] শুরুর ১ বছরেরও বেশি সময় পরে কেন ২ জুলাই কংগ্রেস [[গ্রেট ব্রিটেন]] থেকে স্বাধীনতা ঘোষণার জন্য ভোট দান করে তার একটি আনুষ্ঠানিক ব্যাখ্যা এই ঘোষণা। পরবর্তী দিন [[জন অ্যাডামস]] তার স্ত্রী [[আবিগালি অ্যাডামস|আবিগালিকে]] লিখেন,<nowiki>"১৭৭৬ সালের জুলাই এর দ্বিতীয় দিন আমেরিকার ইতিহাসে সবচেয়ে স্বরণীয় দিন হবে"</nowiki><ref>[http://www.masshist.org/digitaladams/archive/doc?id=L17760703jasecond Letterআবিগালি fromঅ্যাডামসের Johnকাছে Adamsজন toঅ্যাডামসের Abigail Adamsচিঠি, 3 Julyজুলাই 1776১৭৭৬]</ref>। কিন্তু আমেরিকা [[যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস]] পালন করা হয় জুলাইয়ের ৪ তারিখ, যে দিনেতারিখে [[মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্র|স্বাধীনতার ঘোষণাপত্র]] অনুমোদিত হয়।
 
৪ তারিখে অনুমোদনের পর কংগ্রেস বেশ কয়েকটি ফর্মে(আকারে) স্বাধীনতার ঘোষণাপত্রটি প্রকাশ করে। প্রাথমিকভাবে এটি মুদ্রিত(ডানল্যাপ ব্রডসাইড) আকারে প্রকাশিত হয়। এই সংস্করণটি ব্যাপকভাবে বিতরণ ও প্রচার করা হয়। মুদ্রণে ব্যবহৃত মূল কপিটি হারিয়ে গেছে, সম্ভবত এটি [[থমাস জেফারসন|জেফারসনের]] হাতের কপি ছিল<ref name=":0">Boyd (1976), ''The Declaration of Independence: The Mystery of the Lost Original'', p.৪৩৮ 438পৃষ্ঠা</ref>।
 
[[জন অ্যাডামস]] ও [[বেন্জামিন ফ্রাঙ্কলিন]] কর্তৃক সাধিত পরিবর্তনসমূহ এবং কংগ্রেস কর্তক সাধিত পরিবর্তনের উপর জেফারসনের টিকা সম্বলিত [[থমাস জেফারসন|জেফারসনের]] মূল খসড়াটি [[লাইব্রেরী অব কংগ্রেস|লাইব্রেরী অব কংগ্রেসে]] সংরক্ষিত আছে।
৩৩ নং লাইন:
 
ঘোষণাপত্রটি স্বাধীনতা ঘোষণার মৌলিক উদ্দেশ্য পূরণ করে এবং পরবর্তী বছরগুলোতে বিভিন্ন প্রসঙ্গে এটি রেফারেন্স হিসেবে উল্লেখ করা হয়।
[[আব্রাহাম লিংকন]] ঘোষণাপত্রটিকে তার বিখ্যাত ভাষণ(যেমনটি [[গেটিসবুর্গ ভাষণ|গেটিসবু্র্গ ভাষণে]]) ও নীতির কেন্দ্রবিন্দুতে পরিণত করেন। তারপর থেকে ঘোষণাটি বিশেষ করে এর দ্বিতীয় বাক্যটি<ref><blockquote>We hold these truths to be self-evident, that [[all men are created equal]], that they are endowed by their Creator with certain unalienable Rights, that among these are [[Life, Liberty and the pursuit of Happiness]].</blockquote></ref> মানবাধিকারের উপর একটি সুপরিচিত উক্তিতে পরিনত হয়। এটিকে ইংরেজি ভাষার সবচেয়ে সুপরিচিত উক্তিসমূহের মধ্যে একটি বলা হয়ে থাকে<ref>Stephen E. Lucas, "Justifying America: The Declaration of Independence as a Rhetorical ", in Thomas W. Benson, ed., ''American Rhetoric: Context and Criticism'', Carbondale, Illinois: Southern Illinois University Press, 1989১৯৮৯, p.৮৫ 85পৃষ্ঠা</ref> যা আমেরিকার ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ও অনুবর্তী শব্দসমূহ ধারণ করে<ref>Ellis, ''American Creation'', 55–56.৫৫-৫৬ পৃষ্ঠা।</ref>। বাক্যটি একটি নৈতিক মান নির্দেশ করে বলে ধরে নেয়া হয় যা অর্জনের জন্য [[যুক্তরাষ্ট্র|যুক্তরাষ্ট্রকে]] সর্বাত্নক সংগ্রাম করতে হবে। এই দৃষ্টিভঙ্গি [[আব্রাহাম লিংকন]] কর্তৃক উল্লেখযোগ্যভাবে প্রসার লাভ করে যিনি ঘোষণাপত্রটিকে তাঁর রাজনৈতিক দর্শনের ভিত্তি হিসেবে বিবেচনা করেন এবং যুক্তি দেখান যে ঘোষণাটিতে বিবৃত নীতিমালার আলোকে [[যুক্তরাষ্ট্রের সংবিধান]] ব্যাখ্যা করা উচিত<ref name="McPherson126">McPherson, ''Second American Revolution'', 126.১২৬।</ref>।
'''আমেরিকা যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্র''' বিভিন্ন দেশের আরো অনেক সমশ্রেণীর দলিল প্রণয়নে অনুপ্রেরণা যোগায় এবং এর ধারণাসমূহ পরবর্তী সময়ে [[ক্যারিবিয়ান]], [[স্প্যানিশ আমেরিকা]], [[বলকান]], [[পশ্চিম আফ্রিকা]], [[মধ্য ইউরোপ]] সহ অন্যান্য দেশে ১৮৪৮ সাল পর্যন্ত অনুসৃত হয়<ref>David Armitage, ''The Declaration of Independence: A Global History'' (Harvard University Press, 2007) পৃষ্ঠা pp. 103–04১০৩-১০৪।</ref>
 
==পটভূমি==
 
[[Image:Thomas Jefferson rev.jpg|thumb|upright|থমাস জেফারসন, স্বাধীনতার ঘোষণাপত্রের প্রধান লেখক]]
 
{{quote|text=বিশ্বাস করুন, জনাব: ব্রিটিশ সাম্রাজ্যে এমন কোনো লোক নেই যিনি আমার চেয়ে আন্তরিকভাবে গ্রেট ব্রিটেনের সাথে জোটকে ভালবাসে। কিন্তু, স্রষ্টার শপথ যিনি আমাকে সৃষ্টি করেছেন, ব্রিটিশ পার্লামেন্টের প্রস্তাবিত শর্তে এমন একটি সম্পর্ক মেনে নেওয়ার পূর্বে আমার যেন মরণ হয়; এবং এর মাধ্যমে, আমি মনে করি, আমেরিকার অনুভূতিই প্রকাশ করি।|sign=[[থমাস জেফারসন]], নভেম্বর ২৯, ১৭৭৫<ref>Hazelton, ''Declaration History'', ১৯।</ref>}}
 
১৭৭৬ সালের জুলাইতে স্বাধীনতার ঘোষণাপত্র গৃহীত হওয়ার সময়, [[তের কলোনি]] ও [[গ্রেট ব্রিটেন]] এক বছরেরও বেশি সময় পরস্পরের সাথে যুদ্ধরত ছিল। ১৭৬৩ সাল থেকেই কলোনিসমূহ এবং মাতৃদেশের মধ্যকার সম্পর্কের অবনতি হতে শুরু করেছিল। [[ব্রিটিশ পার্লামেন্ট]] কলোনিসমূহ থেকে রাজস্ব আয় বৃদ্ধির লক্ষ্যে বেশ কিছু পদক্ষেপ গ্রহন করে যেমন ১৭৬৫ সালের স্ট্যাম্প অ্যাক্ট ও ১৭৬৭ সালের টাউনশেন্ড অ্যাক্টস। ব্রিটিশ পার্লামেন্ট মনে করেছিল এসব পদক্ষেপ কলোনিসমূহকে [[ব্রিটিশ সাম্রাজ্য|ব্রিটিশ সাম্রাজ্যে]] রাখতে তাদেরকে তাদের নায্য হিস্যা প্রদানে বাধ্য করার বৈধ পন্থা<ref>Christie and Labaree, ''Empire or Independence'', ৩১।</ref>।
<!-- To be continued -->