মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্র: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Tosikul Alam (আলোচনা | অবদান)
added contents
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
Tosikul Alam (আলোচনা | অবদান)
Added contents
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
১৩ নং লাইন:
}}
 
'''স্বাধীনতার ঘোষণাপত্র''' একটি ঐতিহাসিক দলিল যা ৪ জুলাই ১৭৭৬ [[পেনসিলভানিয়া]] প্রাদেশিক আইনসভায় অনুষ্ঠিত ২য় কন্টিনেন্টাল কংগ্রেসের সভায় গৃহীত হয়। এর মাধ্যমে [[গ্রেট ব্রিটেন|ব্রিটেনের]] সাথে যুদ্ধরত তেরটি আমেরিকান কলোনি<ref>কলোনি তেরটি হচ্ছে: [[ডেলাওয়ার]], [[পেনসিলভানিয়া]], [[নিউ জার্সি]], [[জর্জিয়া]], [[কানেক্টিকাট]], [[ম্যাসাচুসেটস]], [[ম্যারিল্যান্ড]], [[সাউথ ক্যারলাইনা]], [[নর্থ ক্যারলাইনা]], [[ভার্জিনিয়া]], [[নিউ হ্যাম্পসায়ার]], [[নিউ ইয়র্ক]], [[রোড আইল্যান্ড]]</ref> নিজেদের বৃটিশ শাসনের বাইরে স্বাধীন ও সার্বভৌম হিসেবে ঘোষণা করে এবং [[যুক্তরাষ্ট্র]] নামে নতুন রাষ্ট্র গঠন করে। পাঁচ সদস্যের একটি কমিটি কংগ্রেসে ভোটাভুটির জন্য আগেই আনুষ্ঠানিক স্বাধীনতা ঘোষণার একটি খসড়া প্রস্তুত করে রেখেছিলেন। <nowiki>"স্বাধীনতার ঘোষণা"</nowiki> এই শব্দটি আসল দলিলে উল্লেখ নেই।<!-- To be continued -->
 
[[জন অ্যাডামস]] দলিলটির মূল খসড়া প্রণয়নের জন্য [[থমাস জেফারসন]] কে নির্বাচিত করতে কমিটির কাছে তদবির করেন<ref name="digitalhistory">[http://www.digitalhistory.uh.edu/active_learning/explorations/revolution/revolution_declaringindependence.cfm "Declaring Independence"], ''Revolutionary War'', Digital History, University of Houston. From Adams' notes: "Why will you not? You ought to do it." "I will not." "Why?" "Reasons enough." "What can be your reasons?" "Reason first, you are a Virginian, and a Virginian ought to appear at the head of this business. Reason second, I am obnoxious, suspected, and unpopular. You are very much otherwise. Reason third, you can write ten times better than I can." "Well," said Jefferson, "if you are decided, I will do as well as I can." "Very well. When you have drawn it up, we will have a meeting."</ref>।যেটা কংগ্রেস সম্পাদন করে চূড়ান্ত সংস্করণ প্রস্তুত করবে। [[আমেরিকান বিপ্লবী যুদ্ধ]] শুরুর ১ বছরেরও বেশি সময় পরে কেন ২ জুলাই কংগ্রেস [[গ্রেট ব্রিটেন]] থেকে স্বাধীনতা ঘোষণার জন্য ভোট দান করে তার একটি আনুষ্ঠানিক ব্যাখ্যা এই ঘোষণা। পরবর্তী দিন [[জন অ্যাডামস]] তার স্ত্রী [[আবিগালি অ্যাডামস|আবিগালিকে]] লিখেন,<nowiki>"১৭৭৬ সালের জুলাই এর দ্বিতীয় দিন আমেরিকার ইতিহাসে সবচেয়ে স্বরণীয় দিন হবে"</nowiki><ref>[http://www.masshist.org/digitaladams/archive/doc?id=L17760703jasecond Letter from John Adams to Abigail Adams, 3 July 1776]</ref>। কিন্তু আমেরিকা [[যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস]] পালন করা হয় জুলাইয়ের ৪ তারিখ, যে দিনে [[মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্র|স্বাধীনতার ঘোষণাপত্র]] অনুমোদিত হয়।
 
৪ তারিখে অনুমোদনের পর কংগ্রেস বেশ কয়েকটি ফর্মে(আকারে) স্বাধীনতার ঘোষণাপত্রটি প্রকাশ করে। প্রাথমিকভাবে এটি মুদ্রিত(ডানল্যাপ ব্রডসাইড) আকারে প্রকাশিত হয়। এই সংস্করণটি ব্যাপকভাবে বিতরণ ও প্রচার করা হয়। মুদ্রণে ব্যবহৃত মূল কপিটি হারিয়ে গেছে, সম্ভবত এটি [[থমাস জেফারসন|জেফারসনের]] হাতের কপি ছিল<ref name=":0">Boyd (1976), ''The Declaration of Independence: The Mystery of the Lost Original'', p. 438</ref>।
 
[[জন অ্যাডামস]] ও [[বেন্জামিন ফ্রাঙ্কলিন]] কর্তৃক সাধিত পরিবর্তনসমূহ এবং কংগ্রেস কর্তক সাধিত পরিবর্তনের উপর জেফারসনের টিকা সম্বলিত [[থমাস জেফারসন|জেফারসনের]] মূল খসড়াটি [[লাইব্রেরী অব কংগ্রেস|লাইব্রেরী অব কংগ্রেসে]] সংরক্ষিত আছে।
 
ঘোষণাপত্রের সবচেয়ে উৎকৃষ্ট এবং সাক্ষরকৃত সংস্করণ যেটি দাপ্তরিক সংস্করণ হিসেবে অধিক পরিচিত সেটি [[ওয়াশিংটন ডিসি|ওয়াশিংটন ডিসির]] [[ন্যাশনাল আর্কাইভস|ন্যাশনাল আর্কাইভসে]] প্রদর্শনের জন্য রাখা হয়েছে। এই নিবিষ্ট কপিটি ১৯ জুলাইয়ে কংগ্রেস কর্তৃক চাওয়া হয় এবং এটি প্রাথমিকভাবে ২ আগষ্টে সাক্ষরকৃত হয়<ref>
{{cite press release
|url=http://www.archives.gov/press/press-releases/2005/nr05-83.html
|title=Did You Know...Independence Day Should Actually Be July 2?
|publisher=[[National Archives and Records Administration]]
|date=June 1, 2005
|accessdate=July 4, 2012
}}</ref><ref>''[http://www.archives.gov/exhibits/charters/declaration_history.html The Declaration of Independence: A History]'', The U.S. National Archives and Records Administration</ref>।
 
ঘোষণাটির উৎস ও ব্যাখ্যা পন্ডিতদের অনুসন্ধানের বিষয়বস্তু। ঘোষণাটি যুক্তরাজ্যের [[রাজা তৃতীয় জর্জ|রাজা তৃতীয় জর্জের]] বিরুদ্ধে অনুযোগসমূহ এবং কতিপয় সহজাত ও আইনগত অধিকার(যেমন- বিপ্লবের অধিকার) বর্ণনার মাধ্যমে আমেরিকা [[যুক্তরাষ্ট্র|যুক্তরাষ্ট্রের]] স্বাধীনতার যথার্থতা প্রমাণ করে।
 
ঘোষণাপত্রটি স্বাধীনতা ঘোষণার মৌলিক উদ্দেশ্য পূরণ করে এবং পরবর্তী বছরগুলোতে বিভিন্ন প্রসঙ্গে এটি রেফারেন্স হিসেবে উল্লেখ করা হয়।
[[আব্রাহাম লিংকন]] ঘোষণাপত্রটিকে তার বিখ্যাত ভাষণ(যেমনটি [[গেটিসবুর্গ ভাষণ|গেটিসবু্র্গ ভাষণে]]) ও নীতির কেন্দ্রবিন্দুতে পরিণত করেন। তারপর থেকে ঘোষণাটি বিশেষ করে এর দ্বিতীয় বাক্যটি<ref><blockquote>We hold these truths to be self-evident, that [[all men are created equal]], that they are endowed by their Creator with certain unalienable Rights, that among these are [[Life, Liberty and the pursuit of Happiness]].</blockquote></ref> মানবাধিকারের উপর একটি সুপরিচিত উক্তিতে পরিনত হয়। এটিকে ইংরেজি ভাষার সবচেয়ে সুপরিচিত উক্তিসমূহের মধ্যে একটি বলা হয়ে থাকে<ref>Stephen E. Lucas, "Justifying America: The Declaration of Independence as a Rhetorical ", in Thomas W. Benson, ed., ''American Rhetoric: Context and Criticism'', Carbondale, Illinois: Southern Illinois University Press, 1989, p. 85</ref> যা আমেরিকার ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ও অনুবর্তী শব্দসমূহ ধারণ করে<ref>Ellis, ''American Creation'', 55–56.</ref>। বাক্যটি একটি নৈতিক মান নির্দেশ করে বলে ধরে নেয়া হয় যা অর্জনের জন্য [[যুক্তরাষ্ট্র|যুক্তরাষ্ট্রকে]] সর্বাত্নক সংগ্রাম করতে হবে। এই দৃষ্টিভঙ্গি [[আব্রাহাম লিংকন]] কর্তৃক উল্লেখযোগ্যভাবে প্রসার লাভ করে যিনি ঘোষণাপত্রটিকে তাঁর রাজনৈতিক দর্শনের ভিত্তি হিসেবে বিবেচনা করেন এবং যুক্তি দেখান যে ঘোষণাটিতে বিবৃত নীতিমালার আলোকে [[যুক্তরাষ্ট্রের সংবিধান]] ব্যাখ্যা করা উচিত<ref name="McPherson126">McPherson, ''Second American Revolution'', 126.</ref>।
'''আমেরিকা যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্র''' বিভিন্ন দেশের আরো অনেক সমশ্রেণীর দলিল প্রণয়নে অনুপ্রেরণা যোগায় এবং এর ধারণাসমূহ পরবর্তী সময়ে [[ক্যারিবিয়ান]], [[স্প্যানিশ আমেরিকা]], [[বলকান]], [[পশ্চিম আফ্রিকা]], [[মধ্য ইউরোপ]] সহ অন্যান্য দেশে ১৮৪৮ সাল পর্যন্ত অনুসৃত হয়<ref>David Armitage, ''The Declaration of Independence: A Global History'' (Harvard University Press, 2007) pp. 103–04</ref>
<!-- To be continued -->