বিচারক: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
→‎ইউরোপ: সম্প্রসারণ
সম্প্রসারণ (উত্তর আমেরিকা ও ওশেনিয়া)
৯৪ নং লাইন:
 
;স্পেন
স্পেনে সুপ্রীম আদালতের ম্যাজিস্ট্রেট, ম্যাজিস্ট্রেট ও বিচারকদের ''সু সিনরিয়া"'' ("ইউর লর্ডশিপ") বলে সম্বোধন করা হয়।<ref name="My Lord My Lady"/> আনুষ্ঠানিকতায় সুপ্রীম আদালতের ম্যাজিস্ট্রেটদের ''ভুয়েস্ত্রা সেনোরিয়া এক্সিলেন্তিসিমা'' বা ''এক্সিলেন্তিসিমো সিনর/এক্সিলেন্তিসিমা সিনরা'' ("ইউর রাইট অনারেবল লর্ডশিপ"), অন্যান্য ক্ষেত্রে নিম্ন আদালতের ম্যাজিস্ট্রেটদের ''ভুয়েস্তা সিনরিয়া ইলুস্ত্রিসিমা'' বা ''ইলুস্ত্রিসিমো সিনর/ইলুস্ত্রিসিমা সিনরা'' ("ইউর অনারেবল লর্ডশিপ"); অথবা সরলভাবে ''ইউর লর্ডশিপ'' বলে সম্বোধন করা হয়।
 
;হাঙ্গেরি
হাঙ্গেরিতে আদালতে অধিষ্ঠিত পুরুষ বিচারকদের ''তিস্‌জতেল্‌ত বিরো উর'' ("মহামান্য মিস্টার জজ") এবং নারী বিচারকদের ''তিস্‌জতেল্‌ত বিরোনো'' ("মহামান্য ম্যাডাম জজ") বলে সম্বোধন করা হয়। আদালতকে ''তিস্‌জতেল্‌ত বিরোসাগ'' ("মহামান্য আদালত) বলে সম্বোধন করা হয়।
 
===উত্তর আমেরিকা===
<!---বর্ণানুক্রমিকভাবে দেশসমূহ--->
 
;কানাডা
প্রাদেশিক ভিত্তিতে কানাডীয় বিচারকদের আদালতে সরাসরি ''মাই লর্ড'', ''মাই লেডি'', ''ইউর অনার'' বা ''জাস্টিস'' বলে সম্বোধন করা হয় এবং আদালতের বাইরে "দ্য অনারেবল মিঃ (বা ম্যাডাম) জাস্টিস 'নামের প্রথম ও শেষ অংশ'" ডাকা হয়। অন্যত্র উর্ধ্বতন আদালতের বিচারকদের "জজ 'নামের শেষ অংশ'" না ডেকে "জাস্টিস 'নামের শেষ অংশ'" বলে ডাকা হয়। আদালতের কোন আজ্ঞার বিষয় তুলে ধরতে তাদের নামের শেষ ''জে'' লেখা হয়, যেমন জাস্টিস স্মিথকে স্মিথ জে হিসেবে লেখা হয়। কিছু উর্ধ্বতন আদালতের বিচারকদের ''মাই লর্ড'' বা ''মাই লেডি'' বলে ডাকা হয়।<ref>{{ওয়েব উদ্ধৃতি |url=http://albertacourts.ab.ca/go/CourtServices/FamilyJusticeServices/tabid/139/Default.aspx |title=Albertacourts.ab.ca |publisher=Albertacourts.ab.ca |date= |accessdate=১৪ ফেব্রুয়ারি, ২০১৭}}</ref> [[ওন্টারিও]]তে বিচারকদের কখনো ''মাই লর্ড'' বা ''মাই লেডি'' বলে সম্বোধন করে না, বরং তারা [[ওন্টারিওর বিচার বিভাগীয় উর্ধ্বতন আদালত]]-এ ''ইউর অনার'' বলে সম্বোধন করে।<ref>{{ওয়েব উদ্ধৃতি |url = http://ojen.ca/sites/ojen.ca/files/sites/default/files/resources/Jurisdiction%20of%20Ontario%20Courts.pdf|title = Ontario Justice Education Network Handout: The Jurisdiction of Ontario Courts|date = |website = |publisher = Ontario Justice Education Network|last = |first = |accessdate =১৪ ফেব্রুয়ারি, ২০১৭}}</ref>
 
সাধারণত, "জজ" শব্দটি শুধুমাত্র অজ্ঞাত বা সাধারণ অবস্থানজ্ঞাপক, যেমন "ট্রায়াল জজ" বা নিম্ন আদালত বা প্রাদেশিক আদলতের কোন সদস্যকে সম্বোধনের প্রয়োগ করাটা যুক্তিযুক্ত। ব্যতিক্রম হল [[সিটিজেনশিপ জজ]], তাদের [[ডিপার্টমেন্ট অফ সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন]]-এর স্বাধীন সিদ্ধান্ত প্রণয়নকারী হিসেবে নিয়োগ অনুসারে ''জজ 'নামের শেষ অংশ''' বলে সম্বোধন করা হয়।
 
কমনওয়েলথের অন্যান্য সদস্য দেশের মত জাস্টিস অফ পীসকে ''ইউর ওরশিপ'' এবং উর্ধ্বতন আদালতের প্রধানদের ''মাস্টার'' বলে সম্বোধন করা হয়।
 
;মার্কিন যুক্তরাষ্ট্র
[[চিত্র:Miles Ehrlich, judge.jpg|thumb|ক্যালিফোর্নিয়ার একটি আদালতে একজন বিচারক সভাপতিত্ব করছেন।]]
 
মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক রাজ্যে আদালতে সভাপতিত্ব করা বিচারকদের ''ইউর অনার'' বা ''জজ'' বলে সম্বোধন করা হয়। এটর্নি ও কর্মচারীগণ সাধারণত ''জজ'' বলে সম্বোধন করে, অন্যদিকে বাদী ও বিবাদীরা ''ইউর অনার'' বা ''জজ'' যেকোন নামেই সম্বোধন করে থাকে। যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ একত্রিত পরীক্ষণ আদালত [[লস অ্যাঞ্জেলেসের উর্ধ্বতন আদালত]]-এর নিয়মানুযায়ী বিচারকদের শুধুমাত্র ''ইউর অনার'' বলেই সম্বোধন করতে হবে, ''জজ'', ''জজ (নাম)'', ''ম্যাম'' বা ''স্যার'' নয়।<ref>Rule 3.95, Los Angeles Superior Court Rules.</ref> ''জজ'', ''জজ (নাম)'', বা এই ধরনের সম্বোধন অন্য আদালতে সম্বোধনের যোগ্য এবং সম্মানজনক হলেও এই আদালতে তা অস্বাভাবিক।
 
[[মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রীম আদালত]] এবং [[মার্কিন যুক্তরাষ্ট্রের রাজ্য ও অঞ্চলসমূহের তালিকা|যুক্তরাষ্ট্রের কিছু রাজ্যের]] [[রাজ্যের সুপ্রীম আদালত|সুপ্রীম আদালতের]] বিচারকদের ''জাস্টিস'' বলে ডাকা হয়। যুক্তরাস্তের সুপ্রীম আদালত ও অন্য আদালতের বিচারপতিদের "জাস্টিস (নাম)" বলে সম্বোধন করা হয়। যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতিকে ''মিঃ চীফ জাস্টিস'' বলে সম্বোধন করা হয় কিন্তু মাঝে মাঝে তাকে ''চীফ জাস্টিস (নাম)'' বলেও সম্বোধন করা হয়।
 
সুপ্রীম আদালতের বিচারপতিগণ অন্য বিচারকদের চেয়ে বড় অফিসে বসেন। কিছু বিচারকার্যে পুলিশি আদালতের বিচারক [[জাস্টিস অফ দ্য পীস]] ও ছোট অভিযোগ আদালতও সুপ্রীম আদালতের অন্তর্ভুক্ত থাকে। [[নিউ ইয়র্ক]] রাজ্যে এর উল্টা হয়ে থাকে। এই রাজ্যে প্রাথমিক পরীক্ষণ আদালতকে নিউ ইয়র্কের সুপ্রীম আদালত বলা হয় এবং বিচারকদের ''জাস্টিস'' বলে ডাকা হয়। দ্বিতীয় সর্বোচ্চ আদালত হল সুপ্রীম আদালতের আপীল বিভাগ। এখানেও বিচারকদের ''জাস্টিস'' বলে ডাকা হয়। যাই হোক, নিউ ইয়র্কের সর্বোচ্চ আদালত হল নিউ ইয়র্ক আপীল আদালত, যার সদস্যদের ''জজ'' বলে ডাকা হয়।
নিউ ইয়র্কের যেসব বিচারক অবিভাবকত্ব, অছি, জমিজমার মোকাদ্দমা চালায় তাদের [[সারোগেট আদালত]] বলা হয়।
 
মার্কিন রীতিতে একজন উর্ধ্বতন বিচারক অবসরে যাওয়ার পূর্বে তার সকল সরকারী মোকাদ্দমার ভার অন্যদের হাতে ন্যস্ত করে যান। যুক্তরাষ্ট্রের আইনী রীতিতে অধস্তন বিচারকার্যের বিচারকদের [[ম্যাজিস্ট্রেট]] ডাকা হয়। যদিও যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতে তাদের [[যুক্তরাষ্ট্রের ম্যাজিস্ট্রেট জজ]] বলে ডাকা হয়। যুক্তরাষ্ট্রের আইনী রীতিতে অধস্তন বিচারকদের মোকাদ্দমার ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়। বিশেষ করে সেই সব মোকাদ্দমায় যেখানে বেশি পরিমাণ তথ্য যাচাইয়ের প্রয়োজন, তাদের ''মাস্টার'' বা ''স্পেশাল মাস্টার'' বলে ডাকা হয় এবং মোকাদ্দমার ভিত্তিতে তাদের কর্তৃত্ব প্রদান করা হয়।
 
বিশেষ বিচারকার্যের আদালত, যেমন - [[দেউলিয়া আদালত]] বা [[কিশোর অপরাধ আদালত]], এর বিচারকদের [[রেফারি]] বলা হত, কিন্তু বর্তমানে এই নামে সম্বোধন করা হয় না। [[সাধারণ আইন]] ব্যবস্থায় নিরপেক্ষ আদালতে অধিষ্ঠিত বিচারকদের ([[ডেলাওয়্যার]]) [[চ্যান্সেলর]] ডাকা হয়।
 
মার্কিন রীতিতে বিচারিক দায়িত্বে নিয়োজিত যারা বিচার বিভাগের অংশ না হয়ে নির্বাহী শাখার কর্মকর্তার নিকট রিপোর্ট করেন, তাদের "[[প্রশাসনিক আইনী বিচারক]]" বলা হয়। তারা পূর্বে শুনানি পরীক্ষক হিসেবে পরিচিত ছিল। তারা সাধারণত [[শ্রমিকদের ক্ষতিপূরণ]], সরকারী সুবিধার গ্রহণের যোগ্যতা, নিয়ন্ত্রক বিষয়াবলী, এবং অভিবাসন নির্ধারণ বিষয়ের প্রাথমিক কাজ করে থাকেন।
 
যেসব বিচারকদের ক্ষমতা সরকার থেকে প্রাপ্ত না হয়ে চুক্তিভিত্তিক দল থেকে হয় তাদের [[নিষ্পত্তিকারী]] বলে। তারা সাধারণত সম্মানসূচক সম্বোধন লাভ করে না এবং তারা সরকারীভাবে নিযুক্ত বিচারক দায়িত্ব পালন করে না। যাইহোক, ইহা নিষ্পত্তিকারী হিসেবে অবসরপ্রাপ্ত বিচারকদের জন্য এখন বহুল প্রচলিত এবং তার নামের শেষে "(অবঃ.)" বা "অবসরপ্রাপ্ত" লিখে, যাতে মনে হয় তারা এখনো বিচারক পদে নিযুক্ত আছে।
 
===এশিয়া===
১২২ ⟶ ১৫০ নং লাইন:
 
;মালয়েশিয়া
মালয়েশিতে উপ আদালতের বিচারকদের ''তুয়ান'' বা ''পুয়ান'' ("স্যার" বা "ম্যাডাম") অথবা ''ইউর অনার'' বলে সম্বোধন করা হয়। উচ্চ আদালতের বিচারকদের ''ইয়াং আরিফ'' ("বিজ্ঞ ব্যক্তি") বা ''মাই লর্ড" বা "মাই লেডি" এবং উচ্চ আদালতে ইংরেজিতে ''ইউর লর্ডশিপ" বা ''মাই লেডিশিপ" বলে সম্বোধন করা হয়।
 
;শ্রীলংকা
১২৮ ⟶ ১৫৬ নং লাইন:
 
;হংকং
হংকংয়ে ইংরেজি বা [[ক্যান্টনীয় উপভাষা]]য় আদালতের কার্যক্রম পরিচালিত হয়। সেখানে বিচারকদের নিম্ন আদালতে ''ইউর ওরশিপ"'' এবং জেলা আদালতে ''ইউর অনার'' বলে সম্বোধন করা হয়। চূড়ান্ত আদালত ও উচ্চ আদালতে বিচারকদের ব্রিটিশ শাসনামলের ঐতিহ্য অনুযায়ী ''ইউর লর্ডশিপ'' বা ''মাই লর্ড'' এবং ''ইউর লেডিশিপ'' বা ''মাই লেডি'' নামে সম্বোধন করা হয়।
 
লিখিত ভাষায়, চূড়ান্ত আদালত স্থায়ী বিচারকদের নামের পরে ''পিজি'' এবং অস্থায়ী বিচারকদের নামের পরে ''এনপিজি'' ব্যবহৃত হয়। উচ্চ আদালতে ''জেএ'' দিয়ে জাস্টিস অফ আপীল বুঝানো হয় এবং শুধু ''জে'' দিয়ে প্রাথমিক আদালতের বিচারক বুঝানো হয়। উচ্চ আদালতের প্রধানদের মাস্টার বলে সম্বোধন করা হয়।
 
যুক্তরাজ্য থেকে চীনের সার্বভৌমত্ব আদায় হওয়ার পর থেকে ১৯৯৭ সাল পর্যন্ত চীনা ভাষায় আদালতের কার্যক্রম পরিচালিত হলে, বিচারকদের ক্যান্টনীয় ভাষায় ''ফাত গুন দাই ইয়ান'' (法官大人, অর্থাৎ "জজ, ইউর লিডারশিপ") এবং ''ফাত গুন গোক হা'' (法官閣下, অর্থাৎ "জজ, ইউর অনার"); ''ফাত গুন'' (法官) মানে হল "বিচারক"।
 
===ওশেনিয়া===
 
;অস্ট্রেলিয়া
[[অস্ট্রেলিয়ার উচ্চ আদালত]]সহ অস্ট্রেলিয়ায় সকল অধিক্ষেত্রে নিয়োজিত বিচারক এবং ২০০৭ সাল থেকে ম্যাজিস্ট্রেটদের ''ইউর অনার'' বলে সম্বোধন করা হয়। আইনি প্রতিবেদনে, তাদের ক্ষেত্রে ''হিজ/হার অনার'' এবং উর্ধ্বতন আদালতের বিচারকদের ক্ষেত্রে ''দ্য অনারেবল জাস্টিস (নামের শেষ অংশ)'' এবং নিম্ন আদালতের বিচারকদের ক্ষেত্রে ''হিজ/হার অনার জজ (নামের শেষ অংশ)'' লেখা হয়। আইনি প্রতিবেদনের বাইরে, তাদের পুইজন বিচারপতিদের ক্ষেত্রে ''জজ'' এবং প্রধান বিচারপতিদের ক্ষেত্রে ''চীফ জাস্টিস'' লেখা হয়।
 
বেশির ভাগ পুইজন বিচারকদের ''জাস্টিস'' ডাকা হয় এবং আইনি প্রতিবেদনে নামের শেষে ''জে'' লেখা হয়, যেমন ''নামের শেষের অংশ জে''। উচ্চ আদালত ও রাজ্যের সুপ্রীম আদালতের প্রধান বিচারপতিদের ''চীফ জাস্টিস'' ডাকা হয় এবং আইনি প্রতিবেদনে নামের শেষে ''সিজে'' লেখা হয়। রাজ্যের সুপ্রীম আদালতে ভিন্ন আপীল বিভাগীয় আদালতের (নিউ সাউথ ওয়েলস, ভিক্টোরিয়া, কুইন্সল্যান্ড ও পশ্চিম অস্ট্রেলিয়া) বিচারকদের জাস্টিস/জজ অফ আপীল বলা হয় এবং নামের শেষে ''জেএ'' লেখা হয়। অন্যদিকে আপীল বিভাগীয় আদালতের সভাপতিদের ''প্রেসিডেন্ট'' বলা হয় এবং নামের শেষে ''পি'' লেখা হয়।<ref>New South Wales Supreme Court, [http://www.supremecourt.lawlink.nsw.gov.au/supremecourt/judicialcontacts/addressing_judicial_officers.html Addressing Judicial Officers]</ref>
 
;নিউজিল্যান্ড
নিউজিল্যান্ডের উচ্চ আদালত এবং উর্ধ্বতন আদালতের বিচারকদের ''হিজ/হার অনার জাস্টিস (নামের শেষ অংশ)'' বলে সম্বোধন করা হয় এবং লেখার ক্ষেত্রে ''নামের শেষের অংশ জে'' লেখা হয়। জেলা আদালত ও অন্যান্য বিধিবদ্ধ আদালতের বিচারকদের ''হিজ/হার অনার জজ নামের শেষের অংশ'' বলে সম্বোধন করা হয় এবং লেখার ক্ষেত্রে ''নামের শেষ অংশ ডিসিজে'' বা ''জজ নামের শেষের অংশ'' লেখা হয়। উচ্চ আদালতে [[সিলিভিয়া কার্টরাইট|কার্টরাইট জে]]র নিয়োগের পর ''মিঃ জাস্টিস'' থেকে ''মিঃ'' বাদ দেওয়া হয়। আদালতে সকল বিচারকদের ''ইউর অনার'' বা ''স্যার/ম্যাডাম'' বলে সম্বোধন করা হয়।
 
===দক্ষিণ আমেরিকা===
;ব্রাজিল
ব্রাজিলে পুরুষ বিচারকদের ''হুইজ'' এবং নারী বিচারকদের ''হুইজা'' বলে সম্বোধন করা হয় এবং ঐতিহ্য অনুসারে ''ভসা এক্সিলেন্সিয়া'' ("ইউর এক্সিলেন্সি") বা ''মেরিতিসিমো'' ("মহামান্য") বলে ডাকা হয়। রাষ্ট্রীয় আদালতের প্যানেল বা ফেডারেল আদালতের বিচারকদের ''দেসেম্বার্গাদোরস'' বলে ডাকা হয়। উচ্চ আদালতের (সুপ্রীম টাইবুনাল ফেডারেল, সুপিরিয়র ট্রাইবুনাল দে জাস্টিস, ট্রাইবুলনা সুপেরিয়র দো ট্রাবালহো, সুপেরিয়র ট্রাইবুনাল মিলিটারি ও ট্রাইবুনাল সুপিরিয়র এলেইতরাল) বিচারকদের ''মিনিস্ত্রো'' বা ''মিনিস্ত্রা'' অথবা ''ভসা এক্সিলেন্সিয়া'' বলে ডাকা হয়।<ref name="My Lord My Lady"/>
 
===আন্তর্জাতিক আদালত===
আন্তর্জাতিক আদালত, বিচারকদের তাদের নিজেদের দেশে যেই নামে সম্বোধন করা হয় সেই নামে সম্বোধনই করা হয়। আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারকদের ''জজ'' বলে ডাকা হয়।
 
==বাইবেলে উল্লেখিত বিচারক==