সুলতান সুলাইমান: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Sartaz Rahi (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
Sartaz Rahi (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
২৭ নং লাইন:
}}
 
'''প্রথম সুলাইমান''' ([[উসমানীয় তুর্কি ভাষা|উসমানীয় তুর্কি ভাষায়]]: سليمان اوّل) ("সুলায়মান দ্য ম্যাগ্নিফিসেন্ট", তুর্কি ভাষায় মুহতেশেম সুলাইমান বা জমকালো সুলায়মান নামে পশ্চিমা বিশ্বে পরিচিত, তুরস্কে কানুনি সুলতান সুলাইমান নামে পরিচিত) ছিলেন [[উসমানীয় সাম্রাজ্য|উসমানীয় সাম্রাজ্যের]] দশম এবং সবচেয়ে দীর্ঘকালব্যাপী শাসনরত সুলতান, যিনি [[১৫২০]] সাল থেকে [[১৫৬৬]] সালে মৃত্যুর আগ পর্যন্ত [[উসমানীয় সাম্রাজ্য]] শাসন করেন।<ref>Merriman.</ref> পাশ্চাত্ত্যে তিনি মহৎ সুলাইমান হিসেবেও পরিচিত। তিনি পুর্নবারের জন্য সম্পূর্ণভাবে উসমানীয় সাম্রাজ্যের নীতিমালাগুলো তৈরি করেছিলেন বলে প্রাচ্যে তাঁকে বলা হয় বিধানকর্তা সুলাইমান ({{lang-ar|سليمان القانوني}})। প্রথম সুলাইমান ষোড়শ শতাব্দীর ইউরোপে একজন বিশিষ্ঠ রাজা হিসেবে স্থান লাভ করেন, যার শাসনামলে উসমানীয় সাম্রাজ্যের সামরিক, রাজনৈতিক ও অর্থনৈতিক শক্তির বিস্তার ঘটে। সুলতান সুলাইমানের সেনাবাহিনী রোমান সাম্রাজ্য এবং [[হাঙ্গেরি|হাঙ্গেরির]] অনেক শহরের পতন ঘটায়। কিন্তু ১৫২৯ সালে [[পঞ্চম চার্লস, পবিত্র রোমান সম্রাট|পবিত্র রোমান সম্রাট, পঞ্চম চার্লসের]] সেনাবাহিনী সুলতান সুলাইমানের সেনাবাহিনীকে ভিয়েনা শহর দখল করতে ব্যর্থ করে। প্রথম সুলাইমান [[পারস্য|পারস্যের]] সাফাভিদ সুলতান, প্রথম তাহমাসবের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করেন এবং [[মধ্য প্রাচ্য|মধ্য প্রাচ্যের]] বেশির ভাগ অঞ্চল দখল করে নেন। তিনি [[উত্তর আফ্রিকা|উত্তর আফ্রিকায়]] [[আলজেরিয়া]] সহ বড় বড় অঞ্চলগুলো পবিত্র রোমান সাম্রাজ্যের হাত থেকে দখল করে নেয়। তাঁর শাসনামলে উসমানীয় নৌবাহিনী [[ভূমধ্যসাগর]] থেকে [[লোহিত সাগর]] ও [[পারস্য উপসাগর]] পর্যন্ত তাদের আধিপত্য বজায় রাখে।<ref>Mansel, 61.</ref>
 
উসমানীয় সাম্রাজ্যের বিস্তারকালে, সুলতান সুলাইমান ব্যাক্তিগতভাবে তাঁর সাম্রাজ্যের সমাজ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, খাজনা ব্যবস্থা ও অপরাধের শাস্তি ব্যবস্থার বিষয়গুলোতে আইনপ্রণয়নসংক্রান্ত পরিবর্তন আনার আদেশ দেন। তিনি যেসব কানুনগুলো স্থাপন করে গেছেন, সেসব কানুনগুলো উসমানীয় সাম্রাজ্যে অনেক শতাব্দী ধরে প্রচলিত ছিল।<ref name=atil24>Atıl, 24.</ref> সুলতান সুলাইমান যে শুধু একজন মহান রাজা ছিলেন তা নয়, তিনি একজন মহান কবিও ছিলেন। "মুহিব্বি" (অর্থ:প্রেমিক) নামক ছদ্ম উপনামে তিনি তুর্কি ও ফারসি ভাষায় বহু কালজয়ী কবিতা লিখেছেন। তাঁর শাসনামলে উসমানীয় সংস্কৃতির অনেক উন্নতি হয়। সুলতান সুলাইমান [[উসমানীয় তুর্কি ভাষা]] সহ আরো পাঁচটি ভিন্ন ভাষায় কথা বলতে পারতেন: [[আরবী ভাষা]], [[সার্বীয় ভাষা]], [[ফার্সি ভাষা]], [[উর্দু ভাষা]] এবং [[চাগাতাই ভাষা]] (একটি বিলুপ্ত তুর্কি ভাষা)।